Look Back 2023: নতুন সংসদ ভবন, অমৃত ভারতের উদ্বোধন থেকে চন্দ্রযানে সাফল্য… একনজরে ২৩-এর সাফল্য

Sukla Bhattacharjee |

Dec 30, 2023 | 6:29 PM

Look Back 2023: ২০২৩-এ একাধিক সাফল্য এসেছে ভারতের ঝুলিতে। যার মধ্যে রয়েছে এশিয়ান গেমসে ১০৭টি পদক জয় থেকে ভারতের সভাপতিত্বে সফল আইসিসি বিশ্বকাপ, জি-২০ সামিট, এমনকি দেশের অর্থনীতির শ্রীবৃদ্ধি। এছাড়া দেশবাসী উপহার পেয়েছে নতুন সংসদ ভবন থেকে অমৃত ভারতের মতো দ্রুতগামী ট্রেন।

1 / 9
বন্দে ভারতের পর ২০২৩-এর শেষে আরও এক নতুন ট্রেন উপহার পেল দেশবাসী। সকলের পকেট-বান্ধব দ্রুত গতির আরামদায়ক ট্রেন অমৃত ভারতের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বন্দে ভারতের পর ২০২৩-এর শেষে আরও এক নতুন ট্রেন উপহার পেল দেশবাসী। সকলের পকেট-বান্ধব দ্রুত গতির আরামদায়ক ট্রেন অমৃত ভারতের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

2 / 9
২০২৩-এ দেশবাসীর অন্যতম প্রাপ্তি হল, নতুন সংসদ ভবন। ৯.৫ একর জায়গার উপর অত্যাধুনিক প্রযুক্তি ও স্থাপত্যে গড়ে ওঠা এই সংসদ ভবনে একসঙ্গে১৩৫০ জন সাংসদ বসতে পারেন।

২০২৩-এ দেশবাসীর অন্যতম প্রাপ্তি হল, নতুন সংসদ ভবন। ৯.৫ একর জায়গার উপর অত্যাধুনিক প্রযুক্তি ও স্থাপত্যে গড়ে ওঠা এই সংসদ ভবনে একসঙ্গে১৩৫০ জন সাংসদ বসতে পারেন।

3 / 9
২০২৩-এ বড় সাফল্য পেয়েছে ইসরো। ভারতের চন্দ্রযান-৩ গত ২৩ অগস্ট চাঁদের মাটিতে অবতীর্ণ করেছে। চাঁদের দক্ষিণ মেরুতে এর আগে কোনও দেশের চন্দ্রযান অবতরণ করেনি।

২০২৩-এ বড় সাফল্য পেয়েছে ইসরো। ভারতের চন্দ্রযান-৩ গত ২৩ অগস্ট চাঁদের মাটিতে অবতীর্ণ করেছে। চাঁদের দক্ষিণ মেরুতে এর আগে কোনও দেশের চন্দ্রযান অবতরণ করেনি।

4 / 9
চন্দ্রযানে সাফল্যের পর সূর্য সম্পর্কে বিস্তারিত জানতে গত ২ সেপ্টেম্বর মহাশূন্যে সূর্যযান আদিত্য-এল১ পাঠিয়েছে ইসরো। এটি সূর্যের অনতিদূরে ঘুরতে-ঘুরতে সূর্যের ছবি পাঠাচ্ছে।

চন্দ্রযানে সাফল্যের পর সূর্য সম্পর্কে বিস্তারিত জানতে গত ২ সেপ্টেম্বর মহাশূন্যে সূর্যযান আদিত্য-এল১ পাঠিয়েছে ইসরো। এটি সূর্যের অনতিদূরে ঘুরতে-ঘুরতে সূর্যের ছবি পাঠাচ্ছে।

5 / 9
এশিয়ান গেমস-২০২৩-এ অভাবনীয় সাফল্য পেয়েছে ভারত। সোনা, রুপো, ব্রোঞ্জ মিলিয়ে ১০৭টি মেডেল এসেছে ভারতের ঝুলিতে।

এশিয়ান গেমস-২০২৩-এ অভাবনীয় সাফল্য পেয়েছে ভারত। সোনা, রুপো, ব্রোঞ্জ মিলিয়ে ১০৭টি মেডেল এসেছে ভারতের ঝুলিতে।

6 / 9
আইসিসি বিশ্বকাপ ২০২৩-এর আয়োজক দেশ হিসাবে সফল হয়েছে ভারত। কাপ ভারতের ঝুলিতে না এলেও ফাইনাল উঠে রানার্স হয়েছে ভারত।

আইসিসি বিশ্বকাপ ২০২৩-এর আয়োজক দেশ হিসাবে সফল হয়েছে ভারত। কাপ ভারতের ঝুলিতে না এলেও ফাইনাল উঠে রানার্স হয়েছে ভারত।

7 / 9
ভারতের সভাপতিত্বে নয়া দিল্লিতে আয়োজিত জি-২০ সামিট বিশেষ সাফল্য পেয়েছে। 'এক পরিবার, এক পৃথিবী' বার্তা দিয়ে গোটা বিশ্বকে সৌভ্রাতৃত্বে বাঁধার বার্তা দিয়েছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত।

ভারতের সভাপতিত্বে নয়া দিল্লিতে আয়োজিত জি-২০ সামিট বিশেষ সাফল্য পেয়েছে। 'এক পরিবার, এক পৃথিবী' বার্তা দিয়ে গোটা বিশ্বকে সৌভ্রাতৃত্বে বাঁধার বার্তা দিয়েছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত।

8 / 9
এগিয়ে চলেছে ভারত। রাশিয়া-ইউক্রেন, ইজরায়েল-হামাস বাহিনীর যুদ্ধে জেরে যখন বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতির নিম্নদগামী তখন দ্রুত হারে এগিয়ে চলেছে ভারতের অর্থনীতি। চলতি বছর বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনৈতিক দেশ হয়েছে ভারত।

এগিয়ে চলেছে ভারত। রাশিয়া-ইউক্রেন, ইজরায়েল-হামাস বাহিনীর যুদ্ধে জেরে যখন বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতির নিম্নদগামী তখন দ্রুত হারে এগিয়ে চলেছে ভারতের অর্থনীতি। চলতি বছর বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনৈতিক দেশ হয়েছে ভারত।

9 / 9
কাতারে ভারতের প্রাক্তন ৮ নৌসেনা আধিকারিকের ফাঁসি রদ হয়েছে। যা কূটনৈতিক ক্ষেত্রে নিঃসন্দেহে ভারতের বড় জয়।

কাতারে ভারতের প্রাক্তন ৮ নৌসেনা আধিকারিকের ফাঁসি রদ হয়েছে। যা কূটনৈতিক ক্ষেত্রে নিঃসন্দেহে ভারতের বড় জয়।

Next Photo Gallery