দুবাইতে সাক্ষীর জন্মদিনের পার্টি, কারা হাজির ছিলেন?

স্বরলিপি ভট্টাচার্য |

Dec 01, 2020 | 8:12 AM

1 / 6
মাঠ নয়। আপাতত মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) প্রায়োরিটি পরিবার। সপরিবার আপাতত দুবাইতে রয়েছেন তিনি। সদ্য স্ত্রী সাক্ষী ধোনির (Sakshi Dhoni) জন্মদিন (Birthday) সেলিব্রেট করলেন তিনি।

মাঠ নয়। আপাতত মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) প্রায়োরিটি পরিবার। সপরিবার আপাতত দুবাইতে রয়েছেন তিনি। সদ্য স্ত্রী সাক্ষী ধোনির (Sakshi Dhoni) জন্মদিন (Birthday) সেলিব্রেট করলেন তিনি।

2 / 6
ধোনির কাছে ক্রিকেট প্রায়োরিটি। আর সাক্ষীর প্রায়োরিটি ধোনি। তাই দু’জনের সংসারে কোনও সমস্যা নেই বলেই এক সাক্ষাৎকারে দাবি করেছেন সাক্ষী।

ধোনির কাছে ক্রিকেট প্রায়োরিটি। আর সাক্ষীর প্রায়োরিটি ধোনি। তাই দু’জনের সংসারে কোনও সমস্যা নেই বলেই এক সাক্ষাৎকারে দাবি করেছেন সাক্ষী।

3 / 6
সাক্ষীর সঙ্গে টেনিস তারকা সানিয়া মির্জার বন্ধুত্বের সম্পর্ক। তাঁর জন্মদিনে পাক ক্রিকেট তারকা স্বামী সোয়েব মালিককে নিয়ে হাজির ছিলেন তিনিও।

সাক্ষীর সঙ্গে টেনিস তারকা সানিয়া মির্জার বন্ধুত্বের সম্পর্ক। তাঁর জন্মদিনে পাক ক্রিকেট তারকা স্বামী সোয়েব মালিককে নিয়ে হাজির ছিলেন তিনিও।

4 / 6
সাক্ষী জানিয়েছেন, ধোনিকে একমাত্র নাকি তিনিই রাগিয়ে দিতে পারেন, তিনিই শান্ত করতে পারেন। রেগে গেলে ধোনি নাকি তাঁর উপরই চিৎকার করেন। তবে তা নিয়ে নাকি তাঁর সমস্যা নেই।

সাক্ষী জানিয়েছেন, ধোনিকে একমাত্র নাকি তিনিই রাগিয়ে দিতে পারেন, তিনিই শান্ত করতে পারেন। রেগে গেলে ধোনি নাকি তাঁর উপরই চিৎকার করেন। তবে তা নিয়ে নাকি তাঁর সমস্যা নেই।

5 / 6
সাক্ষাৎকারে সাক্ষী আরও জানান, বাড়িতে কোনওদিনই ক্রিকেট নিয়ে ধোনির সঙ্গে আলোচনা করেন না তিনি। বাড়িতে ধোনি নাকি একেবারেই সাংসারিক মানুষ।

সাক্ষাৎকারে সাক্ষী আরও জানান, বাড়িতে কোনওদিনই ক্রিকেট নিয়ে ধোনির সঙ্গে আলোচনা করেন না তিনি। বাড়িতে ধোনি নাকি একেবারেই সাংসারিক মানুষ।

6 / 6
অর্পিতা খানের সঙ্গে সাক্ষীর বন্ধুত্ব অনেকদিনের। অর্পিতা সন্তানদের নিয়ে আপাতত দুবাইতে রয়েছেন। তিনিও উপস্থিত ছিলেন সাক্ষীর জন্মদিনের পার্টিতে।

অর্পিতা খানের সঙ্গে সাক্ষীর বন্ধুত্ব অনেকদিনের। অর্পিতা সন্তানদের নিয়ে আপাতত দুবাইতে রয়েছেন। তিনিও উপস্থিত ছিলেন সাক্ষীর জন্মদিনের পার্টিতে।

Next Photo Gallery