শুরু হল আইপিএলের মহারণ। ক্রিকেটপ্রেমীদের জন্য আগামী দুই মাস ব্যাপক উত্তেজনায় কাটবে। ২৫ মে ফাইনাল আইপিএলের।
মোট ১০টি দল লড়বে আইপিএলের ট্রফির জন্য। দেশজুড়ে ক্রিকেটপ্রেমীরা তাদের পছন্দের দলের হয়ে গলা ফাটাবে।
তবে শুধু তো খেলোয়াড়দের জন্য নয়। মাঠেই হোক বা টিভি স্ক্রিনে, অনেকেরই নজর থাকে চিয়ারলিডারদের উপরে। বুকে ঝড় তোলে স্বল্পবসনা এই সুন্দরীরা। জানেন এই চিয়ারলিডাররা কত টাকা বেতন পান?
আইপিএলে চিয়ারলিডাররা সাধারণত প্রতি ম্যাচ পিছুই ১৪ হাজার থেকে ১৭ হাজার টাকা পান।
আবার কোনও কোনও দল বেশি টাকাও দেয়। এছাড়া দল ম্যাচ জিতলে অতিরিক্ত টাকাও দেওয়া হয়।
চিয়ারলিডারদের সবথেকে বেশি বেতন দেয় কলকাতা নাইট রাইডার্স। তারা ম্যাচ পিছু ২৪ হাজার টাকা দেয় চিয়ারলিডার্সদের।
মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আবার তাদের দলের চিয়ারলিডারদের ম্যাচ পিছু ২০ হাজার টাকা বেতন দেয়।
আবার চেন্নাই সুপার কিং, পঞ্জাব কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, দিল্লি ক্যাপিটালস তাদের চিয়ারলিডারদের ম্যাচ পিছু ১২ হাজার টাকা করে দেয়।
এছাড়াও চিয়ারলিডাররা ফ্রি-তে হোটেলে থাকা ও খাওয়ারের সুবিধা পান।
ম্যাচের উপরেও নির্ভর করে চিয়ারলি়ডারদের বেতন। গোটা ম্যাচ জুড়েই তাদের ডিউটি থাকে।