শাহরুখ খান গৌরী খানের বিষয় ভীষণ সচেতন। বিশেষ করে প্রসঙ্গ যদি হয় ফ্যাশন। গৌরী খানকে তিনি পরামর্শ দিতে কখনও ভোলেন না। গৌরী খান একবার নিজেই এক সাক্ষাৎকারে জানিয়ে ছিলেন যে শাহরুখ খানের একটা বিষয় ভীষণ অপছন্দের।
এর পর জানা যায়, আরও একজন তারকা 'ডন' ফ্র্যাঞ্চাইজ়ির সঙ্গে যুক্ত হতে চাইছেন। তিনি বলিউডের কেউ নন। তিনি একজন বিখ্যাত পর্ন স্টার। তার নাম কেন্দ্রা লাস্ট।
শাহরুখের খুব বড় ভক্ত কেন্দ্রা। তাঁর কোনও ছবিই দেখা বাকি রাখেননি পর্ন-তারকা। জানিয়েছেন, তিনি 'ডন থ্রি'তে কাজ করার জন্য প্রস্তুত ছিলেন।
টুইটারে শাহরুখকে নিজের ভালবাসার কথা ব্যক্ত করেছেন কেন্দ্রা।
সেই টুইটেই 'ডন থ্রি'তে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন কেন্দ্রা। ট্যাগ করেছেন ফারহান আখতারকেও।
শাহরুখের এক ফ্যানের তৈরি 'জওয়ান'-এর পোস্টারও শেয়ার করেছেন কেন্দ্রা।
'ডন থ্রি'-র চিত্রনাট্যের কাজ অনেকটাই এগিয়েছে বলে খবর। সেখানে কেন্দ্রার জায়গা হবে কি না, সেটাই দেখার।