Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Toll Tax Rules: টোল প্লাজায় ১০ সেকেন্ডের বেশি দাঁড়াতে হলেই আর দিতে হবে না টাকা? জেনে নিন এই নিয়ম

Toll Tax Rules: ১০ সেকেন্ড অপেক্ষার সময়ের সঙ্গে সঙ্গেই নিয়ম অনুযায়ী, টোল প্লাজায় অপেক্ষার লাইন ১০০মিটারের বেশি হওয়া উচিত নয়।

| Updated on: Feb 06, 2025 | 2:30 PM
গত দেড় দশকে প্রভূত উন্নত হয়েছে ভারতের রাস্তাঘাটের। বেড়েছে জাতীয় সড়ক বা ন্যাশানাল হাইওয়ের সংখ্যাও। উন্নত হয়েছে যোগাযোগ ব্যবস্থারও। রাস্তা ঘাটে ভ্রমণ যেমন আরও সুবিধাজনক এবং দ্রুত হয়ে উঠেছে তেমনই, কিন্তু পাল্লা দিয়ে বেড়েছে গাড়ির সংখ্যাও। তার ফলে বেড়েছে যানজট।

গত দেড় দশকে প্রভূত উন্নত হয়েছে ভারতের রাস্তাঘাটের। বেড়েছে জাতীয় সড়ক বা ন্যাশানাল হাইওয়ের সংখ্যাও। উন্নত হয়েছে যোগাযোগ ব্যবস্থারও। রাস্তা ঘাটে ভ্রমণ যেমন আরও সুবিধাজনক এবং দ্রুত হয়ে উঠেছে তেমনই, কিন্তু পাল্লা দিয়ে বেড়েছে গাড়ির সংখ্যাও। তার ফলে বেড়েছে যানজট।

1 / 9
বিশেষ করে হাইওয়ে দিয়ে কোথাও যেতে গেলেই রাতের বেলা লরির জ্যাম যেন অসহ্য। ঘন্টার পর ঘন্টা কেটে যায় একই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। টোল প্লাজায় জ্যামে কেটে যায় অর্ধেকের বেশি সময়। কিন্তু সেই দেরী কিন্তু আপনার সাপে বর হতে পারে। কী ভাবে জানেন?

বিশেষ করে হাইওয়ে দিয়ে কোথাও যেতে গেলেই রাতের বেলা লরির জ্যাম যেন অসহ্য। ঘন্টার পর ঘন্টা কেটে যায় একই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। টোল প্লাজায় জ্যামে কেটে যায় অর্ধেকের বেশি সময়। কিন্তু সেই দেরী কিন্তু আপনার সাপে বর হতে পারে। কী ভাবে জানেন?

2 / 9
টোল প্লাজার মূল উদ্দেশ্য হল রাস্তা নির্মাণ ও রক্ষণাবেক্ষণের জন্য তহবিল সংগ্রহ করা। যা রাস্তাটি আরও ভালো রাখতে সাহায্য করে। যাত্রীরা সহজেই টোল ট্যাক্স দিয়ে মহাসড়ক ব্যবহার করতে পারেন।

টোল প্লাজার মূল উদ্দেশ্য হল রাস্তা নির্মাণ ও রক্ষণাবেক্ষণের জন্য তহবিল সংগ্রহ করা। যা রাস্তাটি আরও ভালো রাখতে সাহায্য করে। যাত্রীরা সহজেই টোল ট্যাক্স দিয়ে মহাসড়ক ব্যবহার করতে পারেন।

3 / 9
এই টোল ট্যাক্সে টাকা দেওয়া নেওয়া আরও দ্রুত করতে এবং পরিষেবা আরও উন্নত করতে FASTag পরিষেবা চালু করা হয় সরকারের পক্ষ থেকে। এখন ভারতের বেশিরভাগ রাজ্যে FASTag বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে পকেটে নগদ রাখার ঝামেলার মধ্যেও পড়তে হয় না।

এই টোল ট্যাক্সে টাকা দেওয়া নেওয়া আরও দ্রুত করতে এবং পরিষেবা আরও উন্নত করতে FASTag পরিষেবা চালু করা হয় সরকারের পক্ষ থেকে। এখন ভারতের বেশিরভাগ রাজ্যে FASTag বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে পকেটে নগদ রাখার ঝামেলার মধ্যেও পড়তে হয় না।

4 / 9
অনেকেই হয়তো টোল ট্যাক্স দেওয়ার জন্য FASTag রিচার্জ করেন। তবে অনেকেই এর ব্যবহার এবং উপকারিতা সম্পর্কে অবগত নন। এমন কিছু নিয়ম আছে যা কিন্তু  আপনাকে অপ্রয়োজনীয় টোল ট্যাক্স দেওয়া থেকে বাঁচাতে পারে। অনেক সময় ভুল নিয়ম জানার কারণে বিপদে পড়তে হতে পারে।

অনেকেই হয়তো টোল ট্যাক্স দেওয়ার জন্য FASTag রিচার্জ করেন। তবে অনেকেই এর ব্যবহার এবং উপকারিতা সম্পর্কে অবগত নন। এমন কিছু নিয়ম আছে যা কিন্তু আপনাকে অপ্রয়োজনীয় টোল ট্যাক্স দেওয়া থেকে বাঁচাতে পারে। অনেক সময় ভুল নিয়ম জানার কারণে বিপদে পড়তে হতে পারে।

5 / 9
ভাইরাল হওয়া কিছু খবর অনুসারে, ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ (NHAI) টোল বুথে অপেক্ষার সময় সম্পর্কে গুরুত্বপূর্ণ নির্দেশিকা রয়েছে। নিয়ম অনুসারে, যদি কোনও গাড়ি ১০ সেকেন্ডের বেশি টোল বুথ লাইনে আটকে থাকে, তাহলে সেই গাড়িকে টোল ট্যাক্স দিতে হয় না।

ভাইরাল হওয়া কিছু খবর অনুসারে, ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ (NHAI) টোল বুথে অপেক্ষার সময় সম্পর্কে গুরুত্বপূর্ণ নির্দেশিকা রয়েছে। নিয়ম অনুসারে, যদি কোনও গাড়ি ১০ সেকেন্ডের বেশি টোল বুথ লাইনে আটকে থাকে, তাহলে সেই গাড়িকে টোল ট্যাক্স দিতে হয় না।

6 / 9
১০ সেকেন্ড অপেক্ষার সময়ের  সঙ্গে সঙ্গেই নিয়ম অনুযায়ী, টোল প্লাজায় অপেক্ষার লাইন ১০০মিটারের বেশি হওয়া উচিত নয়। যদি এমন কিছু ঘটে, তাহলে লাইনে দাঁড়িয়ে থাকা যানবাহন থেকে টোল ট্যাক্স আদায় করা যাবে না বলেও খবর ছড়িয়েছে। ১০০ মিটার বোঝানোর জুন্য হলুদ লাইন দিয়ে চিহ্ন করা রয়েছে।

১০ সেকেন্ড অপেক্ষার সময়ের সঙ্গে সঙ্গেই নিয়ম অনুযায়ী, টোল প্লাজায় অপেক্ষার লাইন ১০০মিটারের বেশি হওয়া উচিত নয়। যদি এমন কিছু ঘটে, তাহলে লাইনে দাঁড়িয়ে থাকা যানবাহন থেকে টোল ট্যাক্স আদায় করা যাবে না বলেও খবর ছড়িয়েছে। ১০০ মিটার বোঝানোর জুন্য হলুদ লাইন দিয়ে চিহ্ন করা রয়েছে।

7 / 9
যদিও এই নিয়ম কার্যকর হয়েছিল ২০২১ সালে এবং তা পরবর্তীতে নানা অভিযোগের কারণে প্রত্যাহার করে নেওয়া হয়। ২০২৩ সালে সংসদের অধিবেশন চলাকালীন লোকসভায় এই বিষয়ে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতীন গডকরি জানান, এই ধরনের কোনও স্কিমের কথা সড়ক পরিবহণ মন্ত্রক কিংবা ন্যাশনাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়ার কোথাও উল্লেখ করা নেই।

যদিও এই নিয়ম কার্যকর হয়েছিল ২০২১ সালে এবং তা পরবর্তীতে নানা অভিযোগের কারণে প্রত্যাহার করে নেওয়া হয়। ২০২৩ সালে সংসদের অধিবেশন চলাকালীন লোকসভায় এই বিষয়ে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতীন গডকরি জানান, এই ধরনের কোনও স্কিমের কথা সড়ক পরিবহণ মন্ত্রক কিংবা ন্যাশনাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়ার কোথাও উল্লেখ করা নেই।

8 / 9
মন্ত্রকের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ১০ সেকেন্ডের বেশি অপেক্ষা করতে হলেও প্রত্যেক গাড়ির চালককে টোল প্লাজায় নির্দিষ্ট ট্যাক্স দিতে হবে। তবে যদি টোল ট্যাক্সে আপনি কোনও রকম অসুবিধার সম্মুখীন হন তাহলে আপনি টোল-ফ্রি নম্বর 1033-এ কল করে অভিযোগ করতে পারেন।

মন্ত্রকের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ১০ সেকেন্ডের বেশি অপেক্ষা করতে হলেও প্রত্যেক গাড়ির চালককে টোল প্লাজায় নির্দিষ্ট ট্যাক্স দিতে হবে। তবে যদি টোল ট্যাক্সে আপনি কোনও রকম অসুবিধার সম্মুখীন হন তাহলে আপনি টোল-ফ্রি নম্বর 1033-এ কল করে অভিযোগ করতে পারেন।

9 / 9
Follow Us: