Skin Whitening Drink: ক্রিম মেখে নয়, এই পানীয়তে চুমুক দিয়ে ৭ দিনে পান ফর্সা ত্বক

Home Remedies for Skin: ত্বকের যত্নে প্রতিদিন ফেসওয়াশ, সিরাম ব্যবহার করেন। মাঝেমধ্যে পার্লারে গিয়ে ফেসিয়াল করান। কিন্তু তাতেও ত্বকের জেল্লা ফেরে না। সৌন্দর্য ধরে রাখতে গেলে ত্বককে ভিতর থেকে সুন্দর করে তোলা। আর এই কাজটা কোনও ক্রিম নয়, এই হোমমেড পানীয় করতে পারে।

| Updated on: Jun 11, 2024 | 11:36 AM
সকালবেলা ঘুম থেকে উঠে পরিষ্কার করেন। আবার ঘুমোতে যাওয়ার আগেও মুখ ধুয়ে বিছানায় যান। ফেসওয়াশ ব্যবহার করা ছাড়াও ক্রিম, স্ক্রাব, সিরাম ব্যবহার করেন। এবার স্কিন হোয়াইটিং পানীয়তেও চুমুক দিন।

সকালবেলা ঘুম থেকে উঠে পরিষ্কার করেন। আবার ঘুমোতে যাওয়ার আগেও মুখ ধুয়ে বিছানায় যান। ফেসওয়াশ ব্যবহার করা ছাড়াও ক্রিম, স্ক্রাব, সিরাম ব্যবহার করেন। এবার স্কিন হোয়াইটিং পানীয়তেও চুমুক দিন।

1 / 8
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

2 / 8
ত্বককে ভাল রাখতে গেলে শুধু স্কিন কেয়ারের উপর জোর দিলে চলবে না। খাওয়া-দাওয়া নিয়ে সচেতন থাকতে হবে। তেল-মশলাদার খাবার এড়িয়ে চলতে হবে। ফল, শাকসবজি বেশি করে খেতে হবে।

ত্বককে ভাল রাখতে গেলে শুধু স্কিন কেয়ারের উপর জোর দিলে চলবে না। খাওয়া-দাওয়া নিয়ে সচেতন থাকতে হবে। তেল-মশলাদার খাবার এড়িয়ে চলতে হবে। ফল, শাকসবজি বেশি করে খেতে হবে।

3 / 8
ত্বকের সমস্যা কমাতে অনেকেই মুখে প্রাকৃতিক উপাদান মাখেন। বেসন, টক দই, হলুদের মতো উপাদান ব্যবহার করেন। এগুলো রেজাল্ট দিলেও সেটা সাময়িক হয়। ত্বককে ভিতর থেকে সুন্দর করে তুলতে হবে। 

ত্বকের সমস্যা কমাতে অনেকেই মুখে প্রাকৃতিক উপাদান মাখেন। বেসন, টক দই, হলুদের মতো উপাদান ব্যবহার করেন। এগুলো রেজাল্ট দিলেও সেটা সাময়িক হয়। ত্বককে ভিতর থেকে সুন্দর করে তুলতে হবে। 

4 / 8
ট্যান দূর করা থেকে শুরু করে ব্রণ, একজিমার সমস্যা দূর করতে সাহায্য করে একটি পানীয়। এই পানীয় ত্বককে ফর্সা করতেও সাহায্য করে। মাত্র ৩টি উপাদান দিয়ে স্কিন হোয়াইটিং পানীয় বানিয়ে ফেলুন।

ট্যান দূর করা থেকে শুরু করে ব্রণ, একজিমার সমস্যা দূর করতে সাহায্য করে একটি পানীয়। এই পানীয় ত্বককে ফর্সা করতেও সাহায্য করে। মাত্র ৩টি উপাদান দিয়ে স্কিন হোয়াইটিং পানীয় বানিয়ে ফেলুন।

5 / 8
সসপ্যান গরম বসান। এতে দু'গ্লাস জল গরম করুন। এবার এতে এক মুঠো পুদিনা পাতা, ২-৩টে ছোট এলাচ ও এক চামচ মৌরি মিশিয়ে দিন। এবার মিশ্রণটি মাঝারি আঁচে ফুটিয়ে নিন।

সসপ্যান গরম বসান। এতে দু'গ্লাস জল গরম করুন। এবার এতে এক মুঠো পুদিনা পাতা, ২-৩টে ছোট এলাচ ও এক চামচ মৌরি মিশিয়ে দিন। এবার মিশ্রণটি মাঝারি আঁচে ফুটিয়ে নিন।

6 / 8
জল ফুটে এক গ্লাস মতো হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিন। এবার এই পানীয় ছেঁকে নিন। এই পানীয় সকালে খালি পেটে পান করুন। এটি ত্বকের সমস্যা ভিতর থেকে নির্মূল করে তুলবে। 

জল ফুটে এক গ্লাস মতো হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিন। এবার এই পানীয় ছেঁকে নিন। এই পানীয় সকালে খালি পেটে পান করুন। এটি ত্বকের সমস্যা ভিতর থেকে নির্মূল করে তুলবে। 

7 / 8
পুদিনা পাতা, এলাচের মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি, অ্যান্টিমাইক্রোবিয়াল্ল উপাদান রয়েছে, যা ত্বককে প্রদাহের হাত থেকে রক্ষা করে। এই পানীয় ত্বককে ডিটক্সিফাই করতে সাহায্য করে। ৭ দিন এই পানীয় খেলেই দেখবেন ত্বকের জেল্লা বেড়ে গিয়েছে।

পুদিনা পাতা, এলাচের মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি, অ্যান্টিমাইক্রোবিয়াল্ল উপাদান রয়েছে, যা ত্বককে প্রদাহের হাত থেকে রক্ষা করে। এই পানীয় ত্বককে ডিটক্সিফাই করতে সাহায্য করে। ৭ দিন এই পানীয় খেলেই দেখবেন ত্বকের জেল্লা বেড়ে গিয়েছে।

8 / 8
Follow Us: