Yogasana for Older People: সাত যোগাসনে ঠিক হবে বয়স্কদের হাড়ের সমস্যা
Yoga Benefits: বয়স্করা নিয়মিত যোগা করলে তাঁদের শরীরের একাধিক উপকার হয়। এমন কিছু যোগাসন রয়েছে, যে গুলি বয়স্কদের হাড়ের স্বাস্থ্য মজবুত করতে সাহায্য করে। তাঁদের ব্যালেন্স, ফ্লেক্সিবিলিটি ভালো হয়।
1 / 8
যোগাসন সব বয়সীদের জন্যই উপকারী। বয়স্করা নিয়মিত যোগা করলে তাঁদের শরীরের একাধিক উপকার হয়।
2 / 8
এমন কিছু যোগাসন রয়েছে, যে গুলি বয়স্কদের হাড়ের স্বাস্থ্য মজবুত করতে সাহায্য করে। তাঁদের ব্যালেন্স, ফ্লেক্সিবিলিটি ভালো হয়।
3 / 8
বয়স্করা রোজ তদাসন করুন। এতে শরীরের গঠন ভালো থাকবে। বয়সের ভারে নুইয়ে পড়ার প্রবণতা কমবে।
4 / 8
বৃক্ষাসনও বয়স্কদের পক্ষে খুবই ভালো। পায়ের হাড়ের ঘনত্ব বৃদ্ধিতে তা সাহায্য করে। এর সঙ্গে মনসংযোগও বৃদ্ধিতে সাহায্য করে।
5 / 8
বীরভদ্রাসন নিয়মিত করলে পা, নিতম্ব, হাতের পেশি শক্তিশালী হয়। নিতম্ব ও ঘাড়ের ফ্লেক্সিবিলিটি বৃদ্ধিতেও তা সাহায্য করে।
6 / 8
ত্রিকোণাসন করলে শরীরের একাধিক অঙ্গ উপকৃত হয়। পা, হাঁটু, গোঁড়ালি, হাত, বুকের উপকার হয় এই ব্যায়ামে। শরীরের সক্ষমতা বৃদ্ধি করে।
7 / 8
সেতু বন্ধাসনও বয়স্ক নারী-পুরুষের রোজ করা উচিত। এই ব্যায়ামে ব্রিজের মতো আকারে করতে হয়। এতে শ্বাসতন্ত্র দারুণ উপকার পায়।
8 / 8
অধঃ মুখ শবাসন করেল শিড়দাঁড়া, পা, হাত কব্জির জোর বাড়ে। সেই সঙ্গে শরীরের বিভঙ্গীও ভালো থাকে এই আসন করলে।