AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mahashivratri 2024: শিবলিঙ্গ কতপ্রকার? বাড়িতে কোন শিবলিঙ্গ পুজো করা উচিত, জানেন?

Shivalinga: বাড়িতেই যদি মহাশিবরাত্রির দিন বাড়িতে শিবলিঙ্গ আনতে চান, পুজো করতে চান, তাহলে তার আগে জানা উচিত, শিবলিঙ্গ কত প্রকার হয়ে থাকে? বাড়িতে কোন শিবলিঙ্গের পুজো করা উচিত, কোন শিবলিঙ্গ পুজো করলে কী কী উপকার পাওয়া যায়, তা অবশ্যই জানা উচিত। 

| Updated on: Mar 06, 2024 | 2:23 PM
Share
আর মাত্র একদিন বাকি, তারপরেই সারা দেশজুড়ে পালিত হবে মহাশিবরাত্রি। এদিন, ভোলেনাথকে তুষ্ট করতে ও আশীর্বাদ পেতে শিবভক্তরা নিয়ম ও নিষ্ঠাভরে উপবাস করে থাকেন। শিবমন্দিরে জলপূর্ণ কলস নিয়ে শিবলিঙ্গের মাথায় জল ঢেলে প্রার্থনা করেন। মহাশিবরাত্রি উপলক্ষ্যে অনেকে ঘরে বসেই শিবলিঙ্গের পুজো করে জল ঢেলে থাকেন। 

আর মাত্র একদিন বাকি, তারপরেই সারা দেশজুড়ে পালিত হবে মহাশিবরাত্রি। এদিন, ভোলেনাথকে তুষ্ট করতে ও আশীর্বাদ পেতে শিবভক্তরা নিয়ম ও নিষ্ঠাভরে উপবাস করে থাকেন। শিবমন্দিরে জলপূর্ণ কলস নিয়ে শিবলিঙ্গের মাথায় জল ঢেলে প্রার্থনা করেন। মহাশিবরাত্রি উপলক্ষ্যে অনেকে ঘরে বসেই শিবলিঙ্গের পুজো করে জল ঢেলে থাকেন। 

1 / 9
বাড়িতেই যদি মহাশিবরাত্রির দিন বাড়িতে শিবলিঙ্গ আনতে চান, পুজো করতে চান, তাহলে তার আগে জানা উচিত, শিবলিঙ্গ কত প্রকার হয়ে থাকে? বাড়িতে কোন শিবলিঙ্গের পুজো করা উচিত, কোন শিবলিঙ্গ পুজো করলে কী কী উপকার পাওয়া যায়, তা অবশ্যই জানা উচিত। 

বাড়িতেই যদি মহাশিবরাত্রির দিন বাড়িতে শিবলিঙ্গ আনতে চান, পুজো করতে চান, তাহলে তার আগে জানা উচিত, শিবলিঙ্গ কত প্রকার হয়ে থাকে? বাড়িতে কোন শিবলিঙ্গের পুজো করা উচিত, কোন শিবলিঙ্গ পুজো করলে কী কী উপকার পাওয়া যায়, তা অবশ্যই জানা উচিত। 

2 / 9
শিবলিঙ্গ কত প্রকার? এমন প্রশ্ন অনেকের মনেই জাগতে পারে। লিঙ্গ পুরাণ অনুসারে, শিবলিঙ্গ বিভিন্ন পদার্থের মিশ্রণে তৈরি হয়েছিল। মনে করা হয়, শিবলিঙ্গ তৈরি করেছিলেন স্বয়ং বিশ্বকর্মা। শিবলিঙ্গ সাধারণত, পাঁচ প্রকারের হয়ে থাকে। পাথরের তৈরি শিবলিঙ্গকে শৈলজা শিবলিঙ্গ, রত্ন দিয়ে তৈরি শিবলিঙ্গকে রত্নজা, ধাতুর শিবলিঙ্গকে ধাতুজা, কাঠের শিবলিঙ্গকে দারুজা, মাটির তৈরি শিবলিঙ্গকে মৃত্তিকা বলে।

শিবলিঙ্গ কত প্রকার? এমন প্রশ্ন অনেকের মনেই জাগতে পারে। লিঙ্গ পুরাণ অনুসারে, শিবলিঙ্গ বিভিন্ন পদার্থের মিশ্রণে তৈরি হয়েছিল। মনে করা হয়, শিবলিঙ্গ তৈরি করেছিলেন স্বয়ং বিশ্বকর্মা। শিবলিঙ্গ সাধারণত, পাঁচ প্রকারের হয়ে থাকে। পাথরের তৈরি শিবলিঙ্গকে শৈলজা শিবলিঙ্গ, রত্ন দিয়ে তৈরি শিবলিঙ্গকে রত্নজা, ধাতুর শিবলিঙ্গকে ধাতুজা, কাঠের শিবলিঙ্গকে দারুজা, মাটির তৈরি শিবলিঙ্গকে মৃত্তিকা বলে।

3 / 9
পারদ শিবলিঙ্গ: এই শিবলিঙ্গটিকে অত্যন্ত শক্তিশালী ও উজ্জ্বল শিবলিঙ্গ বলে মনে করা হয়। এই শিবলিঙ্গ বাড়িতে রেখে পুজো করা যেতে পারে। পারদ শিবলিঙ্গের পুজো করা হলে ব্যক্তির জীবনে উন্নতি, শান্তি ও সৌভাগ্য বয়ে নিয়ে আসে। শিবের কৃপায় ব্যক্তির দুর্ভাগ্য কেটে গিয়ে সৌভাগ্য ফিরে আসে। 

পারদ শিবলিঙ্গ: এই শিবলিঙ্গটিকে অত্যন্ত শক্তিশালী ও উজ্জ্বল শিবলিঙ্গ বলে মনে করা হয়। এই শিবলিঙ্গ বাড়িতে রেখে পুজো করা যেতে পারে। পারদ শিবলিঙ্গের পুজো করা হলে ব্যক্তির জীবনে উন্নতি, শান্তি ও সৌভাগ্য বয়ে নিয়ে আসে। শিবের কৃপায় ব্যক্তির দুর্ভাগ্য কেটে গিয়ে সৌভাগ্য ফিরে আসে। 

4 / 9
স্ফটিক শিবলিঙ্গ: স্ফটিকের তৈরি শিবলিঙ্গেরও পুজো করা যেতে পারে। এমন শিবলিঙ্গকে নির্গুণ ব্রহ্মার প্রতীক বলে মনে করা হয়। স্ফটিক শিবলিঙ্গ পুজো করা হলে ভক্তের মনস্কামনা পূরণ হয়। ভক্তরা যে যে গুণগুলি বিকাশ করতে চান, তাও সাফল্য পেয়ে থাকেন।

স্ফটিক শিবলিঙ্গ: স্ফটিকের তৈরি শিবলিঙ্গেরও পুজো করা যেতে পারে। এমন শিবলিঙ্গকে নির্গুণ ব্রহ্মার প্রতীক বলে মনে করা হয়। স্ফটিক শিবলিঙ্গ পুজো করা হলে ভক্তের মনস্কামনা পূরণ হয়। ভক্তরা যে যে গুণগুলি বিকাশ করতে চান, তাও সাফল্য পেয়ে থাকেন।

5 / 9
মুক্তোর তৈরি শিবলিঙ্গ: বিবাহিত মহিলারা যদি মুক্তার তৈরি শিবলিঙ্গের পুজো করে থাকেন, তাহলে তাদের জীবন খুব সুন্দর ভাবে এগিয়ে যায়। জীবন হয় সুখের। সাফল্য ও উন্নতি পেয়ে থাকেন পদে পদে, যে কোনও কাজে। 

মুক্তোর তৈরি শিবলিঙ্গ: বিবাহিত মহিলারা যদি মুক্তার তৈরি শিবলিঙ্গের পুজো করে থাকেন, তাহলে তাদের জীবন খুব সুন্দর ভাবে এগিয়ে যায়। জীবন হয় সুখের। সাফল্য ও উন্নতি পেয়ে থাকেন পদে পদে, যে কোনও কাজে। 

6 / 9
ভস্ম শিবলিঙ্গ :  এই শিবলিঙ্গ বাড়িতে স্থাপন করা একেবারেই উচিত নয়। ভস্ম শিবলিঙ্গ অঘোরি দ্বারা বা তন্ত্র-মন্ত্র সাধনার সিদ্ধির জন্য পুজো করা হয়। ভস্ম শিবলিঙ্গের পূজা করলে অনেক ধরনের সিদ্ধিলাভ সম্ভব হয়। 

ভস্ম শিবলিঙ্গ :  এই শিবলিঙ্গ বাড়িতে স্থাপন করা একেবারেই উচিত নয়। ভস্ম শিবলিঙ্গ অঘোরি দ্বারা বা তন্ত্র-মন্ত্র সাধনার সিদ্ধির জন্য পুজো করা হয়। ভস্ম শিবলিঙ্গের পূজা করলে অনেক ধরনের সিদ্ধিলাভ সম্ভব হয়। 

7 / 9
ফুলের শিবলিঙ্গ: অর্থের অভাব দিন দিন বেড়েই চলেছে? ঋণের বোঝায় মানসিক অশান্তি তৈরি হলে সামনের মহাশিবরাত্রিতে বাড়িতেই ফুলের তৈরি শিবলিঙ্গের পুজো করা উচিত। তাতে আপনি দ্রুত ঋণ থেকে মুক্তি পেতে পারেন। অন্যদিকে ধন-সম্পদও বাড়বে।

ফুলের শিবলিঙ্গ: অর্থের অভাব দিন দিন বেড়েই চলেছে? ঋণের বোঝায় মানসিক অশান্তি তৈরি হলে সামনের মহাশিবরাত্রিতে বাড়িতেই ফুলের তৈরি শিবলিঙ্গের পুজো করা উচিত। তাতে আপনি দ্রুত ঋণ থেকে মুক্তি পেতে পারেন। অন্যদিকে ধন-সম্পদও বাড়বে।

8 / 9
শস্য দিয়ে তৈরি শিবলিঙ্গ:  সন্তান সুখ থেকে বঞ্চিত হলে যব, গম ও চাল দিয়ে তৈরি শিবলিঙ্গের পুজো করা আপনার জন্য শ্রেয়। ভোলেনাথের কৃপায় সন্তানসুখের সব সমস্যার সমাধান হতে পারে। এই শিবলিঙ্গ তৈরি করতে সমপরিমাণ বার্লি, গম ও চাল ব্যবহার করতে হবে।

শস্য দিয়ে তৈরি শিবলিঙ্গ:  সন্তান সুখ থেকে বঞ্চিত হলে যব, গম ও চাল দিয়ে তৈরি শিবলিঙ্গের পুজো করা আপনার জন্য শ্রেয়। ভোলেনাথের কৃপায় সন্তানসুখের সব সমস্যার সমাধান হতে পারে। এই শিবলিঙ্গ তৈরি করতে সমপরিমাণ বার্লি, গম ও চাল ব্যবহার করতে হবে।

9 / 9