Nag Panchami 2024 Vastu Tips: আজ সর্পদেবতা পুজো করার বিশেষ দিন! সাফল্য-সুখের বন্যা আনতে ভুলেও এই রান্না করবেন না
Vastu Tips and Rules: নাগ পঞ্চমীর সঙ্গে জড়িয়ে রয়েছে আরেকটি বিশ্বাস। নাগপঞ্চমীর দিন আভেনে রুটি বানানো উচিত নয়। বাস্তুশাস্ত্র অনুসারে, নাগ পঞ্চমীর দিন কখনও কড়াইতে রুটি তৈরিকে নেতিবাচক শক্তির সঙ্গে তুলনা করা হয়। তাই এদিন যদি নিজের ভালো ও সুখ-শান্তি চান, তাহলে ভুলেও রুটি তৈরি করবেন না।
Follow Us:
ক্যালেন্ডার অনুযায়ী, আজ ৯ অগস্ট , নাগপঞ্চমীর। এই তিথির সঙ্গে জড়িয়ে রয়েছে হিন্দুদের বিশ্বাস, ঐতিহ্য ও সংস্কৃতি। অনেকে নাগপঞ্চমীর দিন সাপে দুধ নিবেদন করে থাকেন। এছাড়া অনেক মন্দিরে ও জায়গায় বিশেষ আচার মেনে পুজো ও যজ্ঞ করার রীতি রয়েছে।
নাগ পঞ্চমীর সঙ্গে জড়িয়ে রয়েছে আরেকটি বিশ্বাস। নাগপঞ্চমীর দিন আভেনে রুটি বানানো উচিত নয়। বাস্তুশাস্ত্র অনুসারে, নাগ পঞ্চমীর দিন কখনও কড়াইতে রুটি তৈরিকে নেতিবাচক শক্তির সঙ্গে তুলনা করা হয়। তাই এদিন যদি নিজের ভালো ও সুখ-শান্তি চান, তাহলে ভুলেও রুটি তৈরি করবেন না।
শ্রাবণ মাসে নাগপঞ্চমীর দিনের বিশেষ গুরুত্ব রয়েছে। সর্পদেবতার পাশাপাশি রাহুগ্রহেরও শান্তি পুজো করা হয়। এদিন লোহা ব্যবহার করা উচিত নয় বলে মনে করা হয়। এমনকি রুটি তৈরি করার সময় লোহার কড়াই বা চাটু ব্বহার করা হয় না।
রুটি তৈরি করার সময় লোহার কড়াই ব্যবহার করা হয়। নাগ পঞ্চমীতে লোহার ব্যবহার অশুভ বলে মনে করা হয়। এদিন লোহার তৈরি কোনও জিনিসই ব্যবহার করা উচিত নয়।
লোহাকে রাহুর প্রতীক বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে এদিনে লোহার কড়াই ব্যবহার করলে রাহু গ্রহের অশুভ প্রভাব পড়তে পারে। রাহু গ্রহের শান্তির জন্যই সর্পদেবতাকে আরাধনা করা হয়। বিশেষ করে লোহা ব্যবহার করা উচিত নয়।
রাহুর নেতিবাচক প্রভাবের কারণে জীবনে অনেক অশান্তি ও ঝামেলা তৈরি হয়। এই নেতিবাচক শক্তির কারণে, জীবনে উন্নতি থমকে যায়। কোনও কাজই সাফল্যের সঙ্গে শেষ হতে পারে না। বার বার সঙ্কটের মুখোমুখি হতে পারে আপনাকে।
নাগপঞ্চমীর দিন সর্পদেবতার নামে ভোগ ও দুধ নিবেদন করা হয়। তবে সাপকে দুধ খাওয়ানোর কোনও বৈজ্ঞানিক কারণ নেই। সাপ দুধ হিসেবে খাদ্য গ্রহণ করতে পারে না। এদিন শিশনাগের নামে পুজো ও ব্রতপাঠ করলে পুণ্যলাভ সম্ভব বলে মনে করা হয়।