
ভারতে রয়েছে বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক। প্রতিদিন ২ কোটিরও বেশি মানুষ লোক ভারতীয় রেলের বিভিন্ন ট্রেনে ভ্রমণ করেন। প্রতিদিন ভারত জুড়ে ছড়িয়ে থাকা রেললাইন ধরে চলাচল করে ১৩,৪৫২-রও বেশি ট্রেন।

ফাইল ছবি

অনেকেই মনে করতে পারেন, ভারতের সবথেকে লাভজনক ট্রেন হল বন্দে ভারত এক্সপ্রেস। কারণ বন্দে ভারতের টিকিটের দাম বেশ চড়া। ভাড়ার কতা ভেবেই কেউ কেউ মনে করতে পারেন এই ট্রেন হল শতাব্দী এক্সপ্রেস। কিন্তু এই ধারণা ভুল।

লাভের দিক থেকে শীর্ষে রয়েছে রাজধানী এক্সপ্রেস। বন্দে ভারত, শতাব্দী, দূরন্তর আগে যে ট্রেনকে সবথেকে বিলাসবহুল এবং দ্রুতগামী বলে বিবেচনা করা হত। রেলের লাভের খাতায় এক, দুই, তিন - তিনটি স্থানেই রয়েছে তিনটি রাজধানী এক্সপ্রেস।

বিশেষ করে, আয়ের দিক থেকে ভারতীয় রেলের ট্রেনগুলির মধ্যে শীর্ষে রয়েছে বেঙ্গালুরু রাজধানী এক্সপ্রেস। হজরত নিজামুদ্দিন স্টেশন থেকে কেএসআর বেঙ্গালুরু পর্যন্ত চলে ২২৬৯২ বেঙ্গালুরু রাজধানী এক্সপ্রেস। ভারতীয় রেলের ট্রেনগুলির মধ্যে এই ট্রেনই সর্বোচ্চ আয় করে বলে জানা গিয়েছে।

রেলের পরিসংখ্যান অনুযায়ী, ২০২২-২৩ অর্থবর্ষে এই ট্রেনে ৫,০৯,৫১০ জন যাত্রী ভ্রমণ করেছিলেন। এর ফলে, ভাড়া হিসেবে ভারতীয় রেলওয়ের আয় করেছিল ১৭৬ কোটি (১,৭৬,০৬,৬৬,৩৩৯ টাকা) টাকারও বেশি।

ভারতীয় রেলওয়ের লাভজনক ট্রেনগুলির তালিকায় দ্বিতীয় স্থানে আছে শিয়ালদহ-রাজধানী এক্সপ্রেস। কলকাতা থেকে নয়া দিল্লি পর্যন্ত চলে এই ট্রেন। ২০২২-২৩ অর্থবর্ষে ১২৩১৪ শিয়ালদহ-রাজধানী এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ করেছেন ৫,০৯,১৬৪ জন যাত্রী। এর ফলে রেলের আয় হয়েছে ১২৮ কোটি (১,২৮,৮১,৬৯,২৭৪ টাকা) টাকার বেশি।

তৃতীয় স্থানে রয়েছে ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস। এই ট্রেনটি, নয়া দিল্লি এবং অসমের ডিব্রুগড়ের মধ্যে চলাচল করে। গত বছর এই ট্রেনে ভ্রমণ করেছেন ৪,৭৪,৬০৫ জন যাত্রী। ভারতীয় রেলওয়ের আয় হয়েছে ১২৬ কোটি (১,২৬,২৯,০৯,৬৯৭) টাকা।