Bangla News Photo gallery Paris Olympic 2024: Manu Bhaker Brings First Medal for India In Olympic, Do you Know She is Crorepati? Check Manu Bhaker's Net Worth
Manu Bhaker: প্যারিস অলিম্পিকে দেশের প্রথম পদক আনলেন মনু, সোনার টুকরো মেয়ের সম্পত্তি কত জানেন?
ঈপ্সা চ্যাটার্জী |
Jul 29, 2024 | 2:12 PM
Manu Bhaker Net Worth: প্যারিস অলিম্পিকে ভারতের নাম উজ্জ্বল করা মনু ভাকের হরিয়ানার মেয়ে। মাত্র ২২ বছরেই তাঁর সম্পত্তি কত জানেন?
1 / 9
২০২৪ সালের অলিম্পিকে প্রথম পদক এল ভারতের ঝুলিতে। ব্রোঞ্জ পদক এনে দিলে মনু ভাকের। দীর্ঘ ১২ বছর পর শুটিংয়ে পদক পেল ভারত।
2 / 9
প্রথম মহিলা শুটারও মনু, যিনি অলিম্পিকে পদক পেলেন। রবিবার থেকেই চর্চায় মনু ভাকের। ভারতীয় শুটিংয়ের 'পোস্টার গার্ল' বলা হচ্ছে তাঁকে।
3 / 9
রবিবার প্যারিস অলিম্পিকে মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল শুটিংয়ে এক চুলের জন্য রুপোর পদক পাননি মনু। ০.০১ পয়েন্টের জন্য রুপো হাতছাড়া হয়েছে।
4 / 9
২২১.৭ পয়েন্ট নিয়ে ফাইনালে ব্রোঞ্জ পেয়ে অন্তত টোকিও অলিম্পিকের পদক হাতছাড়া হওয়ার দুঃখটা কিছুটা মিটেছে।
5 / 9
প্যারিস অলিম্পিকে ভারতের নাম উজ্জ্বল করা মনু ভাকের হরিয়ানার মেয়ে। মাত্র ২২ বছরেই তাঁর সম্পত্তি কত জানেন?
6 / 9
তথ্য বলছে, অলিম্পিকে পদকজয়ী মনু কোটিপতি।
7 / 9
তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় ১২ কোটি টাকা। তবে এই সম্পত্তি পুরোটাই কিন্তু খেলা থেকেই অর্জন করেছেন মনু।
8 / 9
মাত্র ৬ বছর বয়স শুটিংয়ে হাতেখড়ি। ১৪ বছর বয়স থেকেই বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন মনু। টুর্নামেন্ট, পুরস্কারের অর্থ যেমন পেয়েছেন মনু, তেমনই বিভিন্ন স্পনসরশিপও রয়েছে।
9 / 9
কমনওয়েলথ গেমস পদক জেতার পরই মনুকে হরিয়ানা সরকার ২ কোটি টাকা পুরস্কার দিয়েছিল। ওজি কিউ নামক একটি সংস্থা মনুর স্পনসর। তাঁরাই মনুর প্রশিক্ষণ ও টুর্নামেন্টের যাবতীয় খরচ বহন করে।