
ট্রেন আছে, যাত্রী রয়েছে। তারপরও এই রেল স্টেশনে পাওয়া যাচ্ছে না টিকিট। কেন জানেন?

এমন কথা শুনেছেন কখনও? এমন নয় যে স্টেশনে কোনও টিকিট কাউন্টার নেই। তাহলে কেন টিকিট নেই? যাত্রীরাই বা টিকিট কাটছেন না কেন?

উত্তর প্রদেশের গাজিপুরে রয়েছে এমন একটি স্টেশন, যেখানে যাত্রীরা কোনও ট্রেনের টিকিটই পাচ্ছেন না। হয় তারা বাধ্য হয়ে অন্য স্টেশন থেকে ট্রেনে উঠছেন বা বিনা টিকিটেই ট্রেনে চাপছেন।

এই স্টেশনটির নাম ঘাট। এক-দুদিনের সমস্যা নয়, বিগত এক-দেড় মাস ধরেই এই সমস্যার সম্মুখীন হচ্ছেন যাত্রীরা।


এর কারণ হল যে ঠিকাদারকে টিকিট বিক্রির দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনি কাজ ছেড়ে দিয়েছেন।

বিনা নোটিসেই ঠিকাদার কাজ ছেড়ে চলে যাওয়ায়, স্টেশনে বন্ধ হয়ে গিয়েছে টিকিট বিক্রি। এর ফলে ব্যাপক সমস্যায় পড়েছেন সাধারণ যাত্রীরা।

প্রতীকী চিত্র।