
নদিয়ায় পুজোয় পালস ট্যাবলো ঘিরে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মত।

ক্যান্ডির স্বাদ নিলেন পথচলতি মানুষ। টক-নোনতা ক্যান্ডিতে মজলেন।

টিভি৯ বাংলার পুজোয়া পালস এবার দ্বিতীয় বর্ষে পা রেখেছে।

টিভি৯ বাংলার এই উদ্যোগকে সাধুবাদ জানালেন নদিয়ার মানুষ।

রানাঘাটে টিভি৯ বাংলা পুজোয় পালস সম্মান জানাল মৃৎশিল্পী অনুপ পালকে। সম্মান পেয়ে উচ্ছ্বসিত এই মৃৎশিল্পী। টিভি৯ বাংলাকে ধন্যবাদ জানালেন তিনি।