

আর সেই নতুন স্বাদই এনে হাজির করল পালস। তাদের এবারের পুজোর চমক, গোলমোল ক্যান্ডি।

পুজোয় পালসের ট্যাবলো

হাওড়ায় পৌঁছে গিয়েছিল পুজোয় পালসের ট্যাবলো। সেখান থেকে গোলমোল চেখে দেখার পর এক যুবক বলেন, “বেশ জেলি জেলি খেতে। টক, মিষ্টি আবার একটু ঝালও। বেশ নতুনত্ব রয়েছে। খেয়ে খুবই ভাল লেগেছে। আইসক্রিমের মতো লেগেছে”।

গত দু’বছরে মানুষের কাছ থেকে অভূতপূর্ব সারা পেয়েছে পুজোয় পালস। এই বছর সেই সাফল্যেকে বল করে শুরু হয়েছে যাত্রা। ইতিমধ্যেই পুজোয় পালসের ট্যাবলো গিয়ে পৌঁছেছে বারাসতে। সেই ট্যাবলোকে ঘিরে মানুষের উচ্ছাস ছিল চোখে পড়ার মতো।

পালসের নতুন গোলমোল ফ্লেভার যেন ফিরিয়ে দিচ্ছে অতীতের স্মৃতি। ছেলেবেলার নিষ্পাপ দিনগুলিকে।

তেঁতুলে স্বাদ মনে করিয়ে দিচ্ছে স্কুলের বাইরে থেকে মাত্র ২ টাকা দিয়ে আচার কিনে খাওয়ার মজা।

বারাসতে পুজোয় পালসের ক্যান্টার পৌঁছতেই যেন নাকে লাগে একটা পুজো পুজো গন্ধ। পালস গোলমোল খেয়ে কেউ বলছেন, “তেঁতুল তেঁতুল লাগছে।” কেউ বলছেন, “খেয়ে খুব ভাল লাগল।"