
ঢাকের কাঠি পড়ে গিয়েছে। আর দুর্গা পুজো আসতেই হাজির পালস ক্যান্ডিও। টিভি৯ বাংলার সঙ্গে এবার ‘পুজোয় পালস’ তৃতীয় বর্ষে পদার্পণ করল। এবারের চমক পালস গোলমোল ক্যান্ডি।

তেঁতুলের টক-মিষ্টি স্বাদের ক্যান্ডিতে মজে ৮ থেকে ৮০। পালসের ট্যাবলো পৌঁছে যাচ্ছে রাজ্যের বিভিন্ন অংশে। এবার পুজোয় পালসের ট্যাবলে পৌঁছে গিয়েছিল রানাঘাট ও কাঁথিতে।

সেখানের মানুষ পালস গোলমোল চেখে উচ্ছ্বসিত।পালস গোলমোলের ক্যান্ডি খেয়ে সকলে বললেন, “খেতে ভাল। বেশ টক টক, মিষ্টি মিষ্টি। আসল তেঁতুলের মতো লাগছে”।

নতুন ক্যান্ডি খেয়ে একদিকে যেমন ছোটরা বলল, তারা পুজোয় বন্ধুদের সঙ্গে এই ক্যান্ডি খাবে। তেমনই আবার বড়দেরও পছন্দ এই স্বাদ। তারা বললেন, এই ক্যান্ডির স্বাদ আসল তেঁতুলের মতো। সবার পছন্দ হবে।

যারা এই ক্যান্ডি খেয়েছেন, তারা বাকিদেরও এই লজেন্স খেয়ে দেখতে বলেন।

এক ব্যক্তি পালস গোলমোলের স্বাদ ব্যাখ্যা করতে গিয়ে বলেন, “খুব ভাল খেতে। পুরো তেঁতুলের মতো। মনে হল গাছ থেকে পেড়ে তেঁতুল খাচ্ছি। খুব ভাল।”

পুজোয় পালসের ট্যাবলো দেখে অনেকেই ছুটে আসেন। নতুন স্বাদের ক্যান্ডি খেয়ে বললেন, এটা বারবার খেতে ইচ্ছা করবে।

গরমের দিনে এই নতুন স্বাদ পেয়ে তারা খুব খুশি। বাকিদেরও এই নতুন ক্যান্ডি একবার অন্তত খেয়ে দেখতে বলেন, কারণ এটা একবার খেলেই বারবার খেতে মন চাইবে।