Rajarhat: কলকাতায় খুঁজে পাওয়া গেল আয়ুস্মানের ‘ড্রিম গার্ল’, ঘনিষ্ঠ মুহূর্ত পর্যন্ত চলে যাচ্ছিল বিষয়টা, শেষমেশ সব ফাঁস

Rajarhat: এক তরুণীর সঙ্গে যুবকের পরিচয় হয়। সম্পর্ক এমন এক পর্যায়ে পৌঁছয় যে, ওই যুবকের সঙ্গে তরুণীর ঘণ্টার পর ঘণ্টা কথা হতে থাকে। সেখান থেকে ভিডিয়ো কলে ঘনিষ্ঠ মুহূর্তও তৈরি হয়। নিয়মিত দুজনের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি আদানপ্রদান চলতে থাকে।

| Edited By: | Updated on: Jan 07, 2025 | 1:36 PM
পুলিশের জালে এক বহুরূপী, যাকে 'ড্রিম গার্ল'ও বলা চলে। কী করত সে? মেয়ে সেজে ডেটিং অ্যাপে ওঁত পেতে বসে থাকত। পুরুষদের সঙ্গে বন্ধুত্ব করত, তারপর ঘনিষ্ঠতা। আর শেষে ব্ল্যাকমেল। রাজারহাট এলাকা থেকে সেই ড্রিম গার্ল থুড়ি বহুরূপীকে গ্রেফতার করল পুলিশ। আর তাঁকে জেরা করে পুলিশের চক্ষু চড়কগাছ।

পুলিশের জালে এক বহুরূপী, যাকে 'ড্রিম গার্ল'ও বলা চলে। কী করত সে? মেয়ে সেজে ডেটিং অ্যাপে ওঁত পেতে বসে থাকত। পুরুষদের সঙ্গে বন্ধুত্ব করত, তারপর ঘনিষ্ঠতা। আর শেষে ব্ল্যাকমেল। রাজারহাট এলাকা থেকে সেই ড্রিম গার্ল থুড়ি বহুরূপীকে গ্রেফতার করল পুলিশ। আর তাঁকে জেরা করে পুলিশের চক্ষু চড়কগাছ।

1 / 6
আয়ুস্মান খুরানার অভিনীত 'ড্রিম গার্ল' পূজা এবার রিয়েল লাইফে। মহিলা সেজে বন্ধুত্ব, ডেটিং অ্যাপে প্রতারণা, মহিলা কন্ঠ নকল করে ব্ল্যাকমেল। নিউটাউনে পুলিশের জালে বহুরূপী।  একাকীত্ব কাটাতে অনেকেই ডেটিং অ্যাপে অ্যাকাউন্ট খোলেন। বন্ধু হয়। এই ধরনের প্ল্যাটফর্মে সম্পর্কও তৈরি হয়। সেই সম্পর্ক কখনও মধুর, কখনও আবার তিক্ত।

আয়ুস্মান খুরানার অভিনীত 'ড্রিম গার্ল' পূজা এবার রিয়েল লাইফে। মহিলা সেজে বন্ধুত্ব, ডেটিং অ্যাপে প্রতারণা, মহিলা কন্ঠ নকল করে ব্ল্যাকমেল। নিউটাউনে পুলিশের জালে বহুরূপী।  একাকীত্ব কাটাতে অনেকেই ডেটিং অ্যাপে অ্যাকাউন্ট খোলেন। বন্ধু হয়। এই ধরনের প্ল্যাটফর্মে সম্পর্কও তৈরি হয়। সেই সম্পর্ক কখনও মধুর, কখনও আবার তিক্ত।

2 / 6
তেমনই এক তিক্ত অভিজ্ঞতার শিকার হয়েছেন কলকাতার এক যুবক। বছর দুয়েক আগে ডেটিং অ্যাপে অ্যাকাউন্ট খোলেন তিনি। এক তরুণীর সঙ্গে যুবকের পরিচয় হয়। সম্পর্ক এমন এক পর্যায়ে পৌঁছয় যে, ওই যুবকের সঙ্গে তরুণীর ঘণ্টার পর ঘণ্টা কথা হতে থাকে। সেখান থেকে ভিডিয়ো কলে ঘনিষ্ঠ মুহূর্তও তৈরি হয়। নিয়মিত দুজনের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি আদানপ্রদান চলতে থাকে।

তেমনই এক তিক্ত অভিজ্ঞতার শিকার হয়েছেন কলকাতার এক যুবক। বছর দুয়েক আগে ডেটিং অ্যাপে অ্যাকাউন্ট খোলেন তিনি। এক তরুণীর সঙ্গে যুবকের পরিচয় হয়। সম্পর্ক এমন এক পর্যায়ে পৌঁছয় যে, ওই যুবকের সঙ্গে তরুণীর ঘণ্টার পর ঘণ্টা কথা হতে থাকে। সেখান থেকে ভিডিয়ো কলে ঘনিষ্ঠ মুহূর্তও তৈরি হয়। নিয়মিত দুজনের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি আদানপ্রদান চলতে থাকে।

3 / 6
সম্প্রতি ওই যুবককে রাজারহাট এলাকায় দেখা করতে ডেকে পাঠান
তরুণী। সেখানে পৌঁছতেই ঘনিষ্ঠ বান্ধবীর আসল রূপ বুঝতে পারেন যুবক। অভিযোগ, ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো দেখিয়ে যুবককে ব্ল্যাকমেল করতে থাকেন তরুণী। ৫০ হাজার টাকা না দিলে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দেওয়ারও হুমকি দিতে থাকেন তরুণী। চাপে পড়ে অনলাইনে ২৮ হাজার টাকা দিতে বাধ্য হন যুবক। প্রতারণার ভয়ঙ্কর ফাঁদে পড়ে গিয়েছেন বুঝতে পেরে ১৩ জানুয়ারি রাজারহাট থানায় অভিযোগ দায়ের করেন ওই যুবক। তদন্তে নেমে মোবাইল নম্বর লিঙ্ক করে তথ্য জোগাড় করতেই পুলিশের চোখ চড়কগাছ।

সম্প্রতি ওই যুবককে রাজারহাট এলাকায় দেখা করতে ডেকে পাঠান তরুণী। সেখানে পৌঁছতেই ঘনিষ্ঠ বান্ধবীর আসল রূপ বুঝতে পারেন যুবক। অভিযোগ, ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো দেখিয়ে যুবককে ব্ল্যাকমেল করতে থাকেন তরুণী। ৫০ হাজার টাকা না দিলে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দেওয়ারও হুমকি দিতে থাকেন তরুণী। চাপে পড়ে অনলাইনে ২৮ হাজার টাকা দিতে বাধ্য হন যুবক। প্রতারণার ভয়ঙ্কর ফাঁদে পড়ে গিয়েছেন বুঝতে পেরে ১৩ জানুয়ারি রাজারহাট থানায় অভিযোগ দায়ের করেন ওই যুবক। তদন্তে নেমে মোবাইল নম্বর লিঙ্ক করে তথ্য জোগাড় করতেই পুলিশের চোখ চড়কগাছ।

4 / 6
যে তরুণীর বিরুদ্ধে ব্ল্যাকমেলের অভিযোগ, সে তরুণী আসলে পুরুষ। রাজারহাটের রায়গাছি থেকে বছর বাইশের অভিযুক্ত বহুরূপী ওয়াসিম আলিকে গ্রেফতার করা হয়। বাড়ি থেকে উদ্ধার হয় মেকআপ কিটও।

যে তরুণীর বিরুদ্ধে ব্ল্যাকমেলের অভিযোগ, সে তরুণী আসলে পুরুষ। রাজারহাটের রায়গাছি থেকে বছর বাইশের অভিযুক্ত বহুরূপী ওয়াসিম আলিকে গ্রেফতার করা হয়। বাড়ি থেকে উদ্ধার হয় মেকআপ কিটও।

5 / 6
বিশেষজ্ঞরা বলছেন, অনলাইনে বন্ধুত্ব করার আগে সব কিছু যাচাই করা প্রয়োজন। কাউকে না চিনি ব্যক্তিগত তথ্যে আদানপ্রদান বড় বিপদের দিকে ঠেলে দিতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, অনলাইনে বন্ধুত্ব করার আগে সব কিছু যাচাই করা প্রয়োজন। কাউকে না চিনি ব্যক্তিগত তথ্যে আদানপ্রদান বড় বিপদের দিকে ঠেলে দিতে পারে।

6 / 6
Follow Us: