Saraswati Puja 2025: পুরোহিত লাগবে না, এই নিয়মে নিজে সরস্বতী পুজো করলেই তুষ্ট হবেন দেবী

Saraswati Puja Ritual: হিন্দুদের অন্যতম উৎসব সরস্বতী পুজো। মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীর পুজো হয়। এই দিন শিক্ষার্থীরা সকাল থেকে উপোস করে বাগদেবীর উদ্দেশ্যে অঞ্জলি দেন। অনেকে বাড়িতে সরস্বতী পুজো করেন। পুরোহিত ছাড়াও বাড়িতে অনেকে বাগদেবীর আরাধনা করতে পারেন। জানেন তার নিয়ম কী?

Feb 01, 2025 | 3:51 PM

1 / 9
হিন্দুদের অন্যতম উৎসব সরস্বতী পুজো। মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীর পুজো হয়। এ বছর ২ ফেব্রুয়ারি এবং ৩ ফেব্রুয়ারি দুই দিন পড়েছে সরস্বতী পুজো।

হিন্দুদের অন্যতম উৎসব সরস্বতী পুজো। মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীর পুজো হয়। এ বছর ২ ফেব্রুয়ারি এবং ৩ ফেব্রুয়ারি দুই দিন পড়েছে সরস্বতী পুজো।

2 / 9
বিভিন্ন পঞ্জিকা অনুযায়ী রবিবার পঞ্চমী পড়ছে। এবং সোমবার তা ছাড়ছে। যে কারণে সোমবার সকালে পঞ্চমী ছেড়ে গেলেও বসন্ত পঞ্চমী তিনি যেহেতু ৩ ফেব্রুয়ারি, তাই ওই দিন পুজো করার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষরা।

বিভিন্ন পঞ্জিকা অনুযায়ী রবিবার পঞ্চমী পড়ছে। এবং সোমবার তা ছাড়ছে। যে কারণে সোমবার সকালে পঞ্চমী ছেড়ে গেলেও বসন্ত পঞ্চমী তিনি যেহেতু ৩ ফেব্রুয়ারি, তাই ওই দিন পুজো করার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষরা।

3 / 9
বিভিন্ন স্কুল, কলেজ ও নানা শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব, পাড়ায় যৌথ উদ্যোগে অনেকে মণ্ডপ তৈরি করে সরস্বতী দেবীর পুজো করেন। এ ছাড়াও অনেকে বাড়িতে সরস্বতী পুজো করেন। পুরোহিত ছাড়াই বাড়িতে সরস্বতী পুজো করার প্ল্যান করছেন? ভুল এড়াতে জানুন সঠিক নিয়ম।

বিভিন্ন স্কুল, কলেজ ও নানা শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব, পাড়ায় যৌথ উদ্যোগে অনেকে মণ্ডপ তৈরি করে সরস্বতী দেবীর পুজো করেন। এ ছাড়াও অনেকে বাড়িতে সরস্বতী পুজো করেন। পুরোহিত ছাড়াই বাড়িতে সরস্বতী পুজো করার প্ল্যান করছেন? ভুল এড়াতে জানুন সঠিক নিয়ম।

4 / 9
প্রথমেই যে বিষয়টি গুরুত্বপূর্ণ, তা হল সরস্বতী পুজোর উপাদান। অনেক বাড়িতে প্রতিমা পুজো হয়। তা হলে যা যা উপাদান লাগবে সেগুলি হল - সরস্বতী দেবীর মূর্তি, সাদা কাপড়, ফুল (পলাশ ফুল আবশ্য), আমপাতা, আমপল্লব বেলপাতা,কাঁচা হলুদ, সিঁদুর, চাল, ধান, দূর্বা, ফল পাঁচ ধরনের (কলা ও নারকেল আবশ্যক), কলস, সুপুরি, পানপাতা, ধুপকাঠি, প্রদীপ, দুধ, খাগের কলম ও দোয়াত।

প্রথমেই যে বিষয়টি গুরুত্বপূর্ণ, তা হল সরস্বতী পুজোর উপাদান। অনেক বাড়িতে প্রতিমা পুজো হয়। তা হলে যা যা উপাদান লাগবে সেগুলি হল - সরস্বতী দেবীর মূর্তি, সাদা কাপড়, ফুল (পলাশ ফুল আবশ্য), আমপাতা, আমপল্লব বেলপাতা,কাঁচা হলুদ, সিঁদুর, চাল, ধান, দূর্বা, ফল পাঁচ ধরনের (কলা ও নারকেল আবশ্যক), কলস, সুপুরি, পানপাতা, ধুপকাঠি, প্রদীপ, দুধ, খাগের কলম ও দোয়াত।

5 / 9
শাস্ত্র মতে সরস্বতী পুজোর দিন সকাল সকাল স্নান করে নেওয়া উচিত। পুষ্পাঞ্জলি দেওয়ার আগে স্নান করা গুরুত্বপূর্ণ। স্নানের জলে নিমপাতা এবং তুলসী পাতাও দিতে পারেন। শাস্ত্র অনুয়ায়ী, এতে জলের শুদ্ধিকরণ ঘটে।

শাস্ত্র মতে সরস্বতী পুজোর দিন সকাল সকাল স্নান করে নেওয়া উচিত। পুষ্পাঞ্জলি দেওয়ার আগে স্নান করা গুরুত্বপূর্ণ। স্নানের জলে নিমপাতা এবং তুলসী পাতাও দিতে পারেন। শাস্ত্র অনুয়ায়ী, এতে জলের শুদ্ধিকরণ ঘটে।

6 / 9
স্নানের পর শুদ্ধ বস্ত্র পরা প্রয়োজন। যে স্থানে পুজো করবেন, সেখানে একটি পিঁড়ির উপর সাদা কাপড় পেতে সরস্বতীর মূর্তি স্থাপন করুতে হবে। মূর্তি না থাকলে সরস্বতী দেবীর ছবিও রাখতে পারেন।

স্নানের পর শুদ্ধ বস্ত্র পরা প্রয়োজন। যে স্থানে পুজো করবেন, সেখানে একটি পিঁড়ির উপর সাদা কাপড় পেতে সরস্বতীর মূর্তি স্থাপন করুতে হবে। মূর্তি না থাকলে সরস্বতী দেবীর ছবিও রাখতে পারেন।

7 / 9
সরস্বতী দেবীর মূর্তি বা ছবির সামনে জলভরা ঘট ও সাতটি আমপাতা রাখতে হবে ৷ আর কাছাকাছি রাখতে হয় হলুদ, কুমকুম, চাল ও হলুদ রঙের নানান ফুল এবং বেলপাতা।

সরস্বতী দেবীর মূর্তি বা ছবির সামনে জলভরা ঘট ও সাতটি আমপাতা রাখতে হবে ৷ আর কাছাকাছি রাখতে হয় হলুদ, কুমকুম, চাল ও হলুদ রঙের নানান ফুল এবং বেলপাতা।

8 / 9
সরস্বতী পুজোর ফলের থালায় কুল রাখতে হয়। এ ছাড়াও দেবী সরস্বতীর সামনে পড়ার বই, ডায়েরি পেন ও বিভিন্ন বাদ্যযন্ত্র রাখতে হয়।

সরস্বতী পুজোর ফলের থালায় কুল রাখতে হয়। এ ছাড়াও দেবী সরস্বতীর সামনে পড়ার বই, ডায়েরি পেন ও বিভিন্ন বাদ্যযন্ত্র রাখতে হয়।

9 / 9
সব গুছিয়ে নেওয়ার পর পলাশ ফুল, গাঁদা ফুল, আমপল্লব দিয়ে সরস্বতী পুজোর মন্ত্রপাঠ করে পুষ্পাঞ্জলি দিতে হয়। এরপর দেবীকে ভোগ নিবেদন করতে হয়।

সব গুছিয়ে নেওয়ার পর পলাশ ফুল, গাঁদা ফুল, আমপল্লব দিয়ে সরস্বতী পুজোর মন্ত্রপাঠ করে পুষ্পাঞ্জলি দিতে হয়। এরপর দেবীকে ভোগ নিবেদন করতে হয়।