
আইসিসির পক্ষ থেকে সদ্য টি-২০ ব্যাটার ও বোলারদের ক্রমতালিকা প্রকাশিত হয়েছে। তাতে বড়সড় ছাপ ফেলেছেন টিম ইন্ডিয়ার তরুণ তুর্কি অভিষেক শর্মা ও কেকেআরের মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। বর্তমানে আইসিসির সেরা টি-২০ টিম ভারত। (ছবি-পিটিআই)

২৪ বছর বয়সী অভিষেক শর্মার সময়টা বেশ ভালোই কাটছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ২ ফেব্রুয়ারি ওয়াংখেড়েতে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। এ বার ভালো খেলার পুরস্কার পেলেন আইসিসি থেকে। (ছবি-পিটিআই)

আইসিসির সদ্য প্রকাশিত টি-২০ ব্যাটারদের ক্রমতালিকায় ৩৮ ধাপ উঠেছেন অভিষেক শর্মা। তাঁর অর্জিত রেটিং পয়েন্ট ৮২৯। আইসিসি টি-২০ ব্যাটারদের তালিকায় শীর্ষে ট্রাভিস হেড। তাঁর অর্জিত রেটিং পয়েন্ট ৮৫৫। (ছবি-পিটিআই)

অভিষেক শর্মা ছাড়া আইসিসি টি-২০ পুরুষ বোলারদের ক্রমতালিকার প্রথম ১০-এ রয়েছেন তিলক ভার্মা (৮০৩ অর্জিত রেটিং পয়েন্ট, তিনে রয়েছেন) ও ভারতের টি-২০ ক্যাপ্টেন সূর্যকুমার যাদব (৭৩৮ অর্জিত রেটিং পয়েন্ট, পাঁচে রয়েছেন)। (ছবি-পিটিআই)

আইসিসি টি-২০ বোলারদের ক্রমতালিকায় তিন ধাপ উঠেছেন বরুণ চক্রবর্তী। তাঁর অর্জিত রেটিং পয়েন্ট ৭০৫। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ হওয়া সদ্য টি-২০ সিরিজে ভালো পারফর্ম করেছেন তিনি। (ছবি-পিটিআই)

জস বাটলারদের বিরুদ্ধে ভালো বোলিং করার দুটো পুরস্কার পেয়েছেন বরুণ চক্রবর্তী। এক, ভারত-ইংল্যান্ড ওডিআই টিমে ডাক পেয়েছেন বরুণ। দুই, আইসিসি বোলারদের তালিকায় আদিল রশিদের সঙ্গে যুগ্মভাবে দুইয়ে রয়েছেন বরুণ। (ছবি-পিটিআই)

ভারতের তরুণ বোলার রবি বিষ্ণোই আইসিসি টি-২০ বোলারদের তালিকায় প্রথম দশে রয়েছেন। আইসিসির ক্রমতালিকায় তিনি ৪ ধাপ উঠেছেন। রয়েছেন ছয়ে। তাঁর অর্জিত রেটিং পয়েন্ট ৬৭১। (ছবি-পিটিআই)

বরুণ চক্রবর্তী ও রবি বিষ্ণোই ছাড়া আইসিসি টি-২০ বোলারদের ক্রমতালিকার প্রথম দশে জায়গা করে নিয়েছেন অর্শদীপ সিং। এক ধাপ নেমেছেন তিনি। ৯-এ থাকা অর্শদীপের অর্জিত রেটিং পয়েন্ট ৬৫২। (ছবি-পিটিআই)