Pakistan Cricket: দেখতে সুন্দর বলেই সিনিয়রদের ‘টার্গেট’ হয়েছিলাম… বিস্ফোরণ ঘটালেন প্রাক্তন পাক তারকা
পুরুষ হোক বা মহিলা দেখতে সুন্দর হলে অনেকেই প্রশংসা করেন। পাকিস্তানের পুরুষ ক্রিকেট টিমে অবশ্য অন্য এক বিষয় ঘটেছে। সুন্দর দেখতে বলে সিনিয়ররা টার্গেট করেছিলেন এক ক্রিকেটারকে। সম্প্রতি পাকিস্তানের এক প্রাক্তন তারকা ক্রিকেটার এমন বিস্ফোরণ ঘটিয়েছেন। কে তিনি?
1 / 8
পাকিস্তান ক্রিকেট নিয়ে মাঝে মাঝে অবাক করা তথ্য উঠে আসে। এ বার সে দেশের এক প্রাক্তন ক্রিকেটার নিজের সিনিয়র ক্রিকেটারদের উপর এক বিস্ফোরক অভিযোগ এনেছেন। (ছবি- আহমেদ শেহজাদ ইন্সটাগ্রাম)
2 / 8
পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আহমেদ শেহজাদ সম্প্রতি এক পডকাস্টে জানিয়েছেন, তিনি যে সময় খেলতেন, তখন সিনিয়ররা বিষয়টা ভালো ভাবে নিত না। (ছবি- আহমেদ শেহজাদ ইন্সটাগ্রাম)
3 / 8
আহমেদ আলি বাটের পডকাস্টে আহমেদ শেহজাদ জানিয়েছেন, তিনি দেখতে সুন্দর ছিলেন বলে তাঁকে নানা সমস্যায় পড়তে হত। (ছবি- আহমেদ শেহজাদ ইন্সটাগ্রাম)
4 / 8
৩৩ বছর বয়সী আহমেদ শেহজাদ বলেন, 'দেখতে সুন্দর হওয়টাও অনেক সময় আমাকে সমস্যায় ফেলেছে। আমাদের জগতে কেউ যদি দেখতে ভালো হন, সুন্দর পোশাক পরেন, ভালো কথা বলেন তা হলেই কিছু মানুষ আপনাকে ঈর্ষা করতে শুরু করবে।' (ছবি- আহমেদ শেহজাদ ইন্সটাগ্রাম)
5 / 8
প্রাক্তন পাক তারকা ক্রিকেটার আহমেদ একইসঙ্গে বলেন, 'দেখতে সুন্দর ছিলাম বলে, আমি পাকিস্তান টিমে লক্ষ্যবস্তু হয়ে পড়েছিলাম।' (ছবি- আহমেদ শেহজাদ ইন্সটাগ্রাম)
6 / 8
আহমেদ শেহজাদ একইসঙ্গে জানান, তিনি একা নন, দলের অন্যদেরও এমন পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল। তিনি বলেন, 'আমি একা নিজের কথাই বলছি না। দলে আরও বেশ কয়েকজন এই পরিস্থিতির মুখোমুখি হয়েছিল।' (ছবি- আহমেদ শেহজাদ ইন্সটাগ্রাম)
7 / 8
যে ক্রিকেটার ভালো পারফর্ম করেন, ভক্তরা তাঁকে ভালোবাসায় ভরিয়ে দেন। এটাই দস্তুর। এই প্রসঙ্গেও বিভেদ রয়েছে পাকিস্তান টিমে। আহমেদ বলেন, 'যখন কোনও ক্রিকেটারের ভক্ত সংখ্যা বাড়তে শুরু করে, সেই সময় লোকজন ওই ক্রিকেটারকে বাহবা দেয়। যা অনেক সিনিয়রদের পছন্দ হয় না।'(ছবি- আহমেদ শেহজাদ ইন্সটাগ্রাম)
8 / 8
পাকিস্তানের হয়ে ২০০৯ সালে অভিষেক হয়েছিল আহমেদ শেহজাদের। তিনি অবসর নেন ২০২৩ সালে। তিনি বলেন, 'আমরা ছোট্ট এলাকা থেকে উঠে এসেছি। আমি লাহোরের আনারকলিতে থাকি। তারপরও আমি পরিচিতি পেয়েছি। নিজেকে গ্রুমিং করেছি, ব্যক্তিত্ব বাড়াতে পেরেছি। এটাও পাকিস্তান টিমে তাৎপর্যপূর্ণ সমস্যা হয়ে দাঁড়িয়েছিল।'(ছবি- আহমেদ শেহজাদ ইন্সটাগ্রাম)