Ishan Kishan: জাতীয় দলে ব্রাত্য ঈশান কিষাণ এ বার নিলেন অন্য ‘ব্রত’, নজর ভবিষ্যতে

Jan 20, 2025 | 4:38 PM

ভারতের তারকা উইকেটকিপার ব্যাটার ঈশান কিষাণ ২০২৩ সালের নভেম্বরে শেষ বার জাতীয় দলের হয়ে খেলেছিলেন। তারপর আর টিম ইন্ডিয়ার জার্সিতে তাঁর খেলা হয়নি। জাতীয় দলে ব্রাত্য ঈশান এ বার নিলেন অন্য এক 'ব্রত'। কী সেই ব্রত?

1 / 8
গত বছর থেকে ঈশান কিষাণ কেন্দ্রীয় বার্ষিক চুক্তিতে নেই। জাতীয় দলে তিনি ব্রাত্য। এ বার ঝাড়খণ্ডের উইকেটকিপার ব্যাটার তাই নিলেন অন্য এক 'ব্রত।'

গত বছর থেকে ঈশান কিষাণ কেন্দ্রীয় বার্ষিক চুক্তিতে নেই। জাতীয় দলে তিনি ব্রাত্য। এ বার ঝাড়খণ্ডের উইকেটকিপার ব্যাটার তাই নিলেন অন্য এক 'ব্রত।'

2 / 8
ভারতের জার্সিতে ২০২৩ সালের নভেম্বরে শেষ বার খেলেছিলেন ঈশান কিষাণ। এরপর ঘরোয়া ক্রিকেটে ফিরলেও জাতীয় দলে আর জায়গা করে নিতে পারেননি।

ভারতের জার্সিতে ২০২৩ সালের নভেম্বরে শেষ বার খেলেছিলেন ঈশান কিষাণ। এরপর ঘরোয়া ক্রিকেটে ফিরলেও জাতীয় দলে আর জায়গা করে নিতে পারেননি।

3 / 8
ঈশান কিষাণ ও শ্রেয়স আইয়ার এই দুই ভারতীয় ক্রিকেটার বোর্ডের কেন্দ্রীয় বার্ষিক চুক্তিতে নেই। শ্রেয়স তারপরও জাতীয় দলে ফিরেছেন। কিন্তু ঈশানের জন্য এখনও ভারতীয় টিমের দরজা খোলেনি।

ঈশান কিষাণ ও শ্রেয়স আইয়ার এই দুই ভারতীয় ক্রিকেটার বোর্ডের কেন্দ্রীয় বার্ষিক চুক্তিতে নেই। শ্রেয়স তারপরও জাতীয় দলে ফিরেছেন। কিন্তু ঈশানের জন্য এখনও ভারতীয় টিমের দরজা খোলেনি।

4 / 8
কয়েকদিন আগে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় স্কোয়াড ঘোষণা হয়েছে। সেখানেও সুযোগ পাননি ঈশান কিষাণ। এ বার তিনি নিজে থেকে এক আলাদা উদ্যোগ নিলেন।

কয়েকদিন আগে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় স্কোয়াড ঘোষণা হয়েছে। সেখানেও সুযোগ পাননি ঈশান কিষাণ। এ বার তিনি নিজে থেকে এক আলাদা উদ্যোগ নিলেন।

5 / 8
নিজের ক্রিকেট অ্যাকাডেমি খুলেছেন ঝাড়খণ্ডের উইকেটকিপার ব্যাটার ঈশান কিষাণ। বিহারে নিজের যে ক্রিকেট অ্যাকাডেমি খুলেছেন ঈশান, তার নাম রেখেছেন, 'Ishan Kishan Academy'।

নিজের ক্রিকেট অ্যাকাডেমি খুলেছেন ঝাড়খণ্ডের উইকেটকিপার ব্যাটার ঈশান কিষাণ। বিহারে নিজের যে ক্রিকেট অ্যাকাডেমি খুলেছেন ঈশান, তার নাম রেখেছেন, 'Ishan Kishan Academy'।

6 / 8
 ঈশান কিষাণের এই ক্রিকেট অ্যাকাডেমি বিহারে থাকা বাচ্চাদের, যাদের ক্রিকেটের প্রতি ঝোঁক রয়েছে, তাদের নিঃসন্দেহে সাহায্য করবে।

ঈশান কিষাণের এই ক্রিকেট অ্যাকাডেমি বিহারে থাকা বাচ্চাদের, যাদের ক্রিকেটের প্রতি ঝোঁক রয়েছে, তাদের নিঃসন্দেহে সাহায্য করবে।

7 / 8
২৬ বছর বয়সে ক্রিকেট অ্যাকাডেমি খুলে ব্যবসায় হাতেখড়ি করে ফেললেন ঈশান কিষাণ। ভবিষ্যৎ প্রজন্ম তাঁর এই অ্যাকাডেমি থেকে অনেক কিছু শিখতে পারবে।

২৬ বছর বয়সে ক্রিকেট অ্যাকাডেমি খুলে ব্যবসায় হাতেখড়ি করে ফেললেন ঈশান কিষাণ। ভবিষ্যৎ প্রজন্ম তাঁর এই অ্যাকাডেমি থেকে অনেক কিছু শিখতে পারবে।

8 / 8
একইসঙ্গে নিজের ভবিষ্যৎও খানিক সুরক্ষিত করার চেষ্টা করলেন ঈশান। পরবর্তীতে যখন ক্রিকেট থেকে অবসর নেবেন তিনি, সেই সময় নিজের অ্যাকাডেমিতে কোচিংও করাতে পারেন ঈশান। এই ক্রিকেট অ্যাকাডেমির হাত ধরে সেই রাস্তাও তাঁর জন্য খুলে গেল।

একইসঙ্গে নিজের ভবিষ্যৎও খানিক সুরক্ষিত করার চেষ্টা করলেন ঈশান। পরবর্তীতে যখন ক্রিকেট থেকে অবসর নেবেন তিনি, সেই সময় নিজের অ্যাকাডেমিতে কোচিংও করাতে পারেন ঈশান। এই ক্রিকেট অ্যাকাডেমির হাত ধরে সেই রাস্তাও তাঁর জন্য খুলে গেল।

Next Photo Gallery