Jasprit Bumrah: বাইশ গজের বাইরে থেকেও সিংহাসন দখলে রাখলেন জসপ্রীত বুমরা
ICC Test rankings: বর্ডার গাভাসকর ট্রফির শেষ টেস্টে চোট পেয়েছিলেন জসপ্রীত বুমরা। তাঁকে মাঠ ছাড়তে হয়েছিল। পরবর্তীতে জানা যায়, তাঁর চোট সারেনি। আপাতত বাইশ গজ থেকে দূরে তিনি। তারপরও আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে বোলারদের সিংহাসন দখলেই রাখলেন।
1 / 8
৫ টেস্টের বর্ডার গাভাসকর ট্রফির শেষ ম্যাচে চোট পেয়েছিলেন জসপ্রীত বুমরা। যে কারণে তাঁকে মাঠ ছাড়তে হয়েছিল। পরবর্তীতে স্ক্যানের পর জানা যায় তাঁর শারীরিক অবস্থা। (ছবি-পিটিআই)
2 / 8
আপাতত বাইশ গজের বাইরে জসপ্রীত বুমরা। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি এবং তার আগে তিন ম্যাচের ওডিআই সিরিজের জন্য ভারতের স্কোয়াডে অবশ্য জায়গা পেয়েছেন বুমরা। (ছবি-পিটিআই)
3 / 8
ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের আসন্ন ওডিআই সিরিজ শুরু হবে ৬ ফেব্রুয়ারি। তার আগে ভারতীয় পেসার জসপ্রীত বুমরা পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন কিনা, সেদিকে সকলের নজর।(ছবি-পিটিআই)
4 / 8
সম্প্রতি আইসিসি ক্রমতালিকা আপডেট হয়েছে। সেই আইসিসি টেস্ট বোলারদের ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন জসপ্রীত বুমরা। ৯০৮ রেটিং পয়েন্ট নিয়ে সিংহাসন দখলে রেখেছেন বুমরা। (ছবি-পিটিআই)
5 / 8
আইসিসি টেস্ট বোলারদের ক্রমতালিকায় একধাপ নেমে গিয়েছেন রবীন্দ্র জাডেজা। প্রথম ১০-এ বুমরা এবং জাডেজা ছাড়া আর কোনও বোলার নেই। (ছবি-পিটিআই)
6 / 8
আইসিসি টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুট। ৮৯৫ অর্জিত রেটিং পয়েন্ট তাঁর। এই তালিকার প্রথম দশে রয়েছেন যশস্বী জয়সওয়াল (৪ নম্বরে) ও ঋষভ পন্থ (১০ নম্বরে)।(ছবি-পিটিআই)
7 / 8
আইসিসি টেস্ট অলরাউন্ডারদের ক্রমতালিকায় শীর্ষে রয়েছেন রবীন্দ্র জাডেজা। তাঁর অর্জিত রেটিং পয়েন্ট ৪০০। তিনি ছাড়া আর কোনও ভারতীয় অলরাউন্ডার প্রথম দশে নেই। (ছবি-পিটিআই)
8 / 8
উল্লেখ্য, আইসিসি টেস্ট টিমের ক্রমতালিকায় তিনে এখন টিম ইন্ডিয়া (রেটিং-১০৯)। শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া (রেটিং ১২৬)। দুইয়ে দক্ষিণ আফ্রিকা (রেটিং ১১৪)। (ছবি-পিটিআই)