৫ টেস্টের বর্ডার গাভাসকর ট্রফির শেষ ম্যাচে চোট পেয়েছিলেন জসপ্রীত বুমরা। যে কারণে তাঁকে মাঠ ছাড়তে হয়েছিল। পরবর্তীতে স্ক্যানের পর জানা যায় তাঁর শারীরিক অবস্থা। (ছবি-পিটিআই)
আপাতত বাইশ গজের বাইরে জসপ্রীত বুমরা। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি এবং তার আগে তিন ম্যাচের ওডিআই সিরিজের জন্য ভারতের স্কোয়াডে অবশ্য জায়গা পেয়েছেন বুমরা। (ছবি-পিটিআই)
ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের আসন্ন ওডিআই সিরিজ শুরু হবে ৬ ফেব্রুয়ারি। তার আগে ভারতীয় পেসার জসপ্রীত বুমরা পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন কিনা, সেদিকে সকলের নজর।(ছবি-পিটিআই)
সম্প্রতি আইসিসি ক্রমতালিকা আপডেট হয়েছে। সেই আইসিসি টেস্ট বোলারদের ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন জসপ্রীত বুমরা। ৯০৮ রেটিং পয়েন্ট নিয়ে সিংহাসন দখলে রেখেছেন বুমরা। (ছবি-পিটিআই)
আইসিসি টেস্ট বোলারদের ক্রমতালিকায় একধাপ নেমে গিয়েছেন রবীন্দ্র জাডেজা। প্রথম ১০-এ বুমরা এবং জাডেজা ছাড়া আর কোনও বোলার নেই। (ছবি-পিটিআই)
আইসিসি টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুট। ৮৯৫ অর্জিত রেটিং পয়েন্ট তাঁর। এই তালিকার প্রথম দশে রয়েছেন যশস্বী জয়সওয়াল (৪ নম্বরে) ও ঋষভ পন্থ (১০ নম্বরে)।(ছবি-পিটিআই)
আইসিসি টেস্ট অলরাউন্ডারদের ক্রমতালিকায় শীর্ষে রয়েছেন রবীন্দ্র জাডেজা। তাঁর অর্জিত রেটিং পয়েন্ট ৪০০। তিনি ছাড়া আর কোনও ভারতীয় অলরাউন্ডার প্রথম দশে নেই। (ছবি-পিটিআই)
উল্লেখ্য, আইসিসি টেস্ট টিমের ক্রমতালিকায় তিনে এখন টিম ইন্ডিয়া (রেটিং-১০৯)। শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া (রেটিং ১২৬)। দুইয়ে দক্ষিণ আফ্রিকা (রেটিং ১১৪)। (ছবি-পিটিআই)