Kavya Maran: আইপিএল, প্রোটিয়া লিগের পর বিলেতে! ১০৯৪ কোটি দিয়ে নতুন টিম কিনলেন কাব্যা মারান

Feb 07, 2025 | 12:06 AM

IPL, Sunrisers Hyderabad: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে টিম রয়েছে। সানরাইজার্স হায়দরাবাদ। সেই কাব্য়া মারান টিম কিনেছিলেন দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগেও। এ বার বিলেতে পাড়ি। ১০৯৪ কোটি দিয়ে নতুন টিম! সান গ্রুপের এ বার সব মিলিয়ে তিনটি টিম।

1 / 8
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে টিম রয়েছে। সানরাইজার্স হায়দরাবাদ। সেই কাব্য়া মারান টিম কিনেছিলেন দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগেও।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে টিম রয়েছে। সানরাইজার্স হায়দরাবাদ। সেই কাব্য়া মারান টিম কিনেছিলেন দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগেও।

2 / 8
এ বার বিলেতে পাড়ি। ১০৯৪ কোটি দিয়ে নতুন টিম! সান গ্রুপের এ বার সব মিলিয়ে তিনটি টিম হল।

এ বার বিলেতে পাড়ি। ১০৯৪ কোটি দিয়ে নতুন টিম! সান গ্রুপের এ বার সব মিলিয়ে তিনটি টিম হল।

3 / 8
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ২০১২ সালে হায়দরাবাদ টিম কিনেছিল সান গ্রুপ। সে সময় ৮৫ কোটি টাকায় নিয়েছিলেন টিম।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ২০১২ সালে হায়দরাবাদ টিম কিনেছিল সান গ্রুপ। সে সময় ৮৫ কোটি টাকায় নিয়েছিলেন টিম।

4 / 8
আইপিএলে সাফল্য পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। এরপর দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগেও টিম কিনেছেন কাব্যা মারান।

আইপিএলে সাফল্য পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। এরপর দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগেও টিম কিনেছেন কাব্যা মারান।

5 / 8
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে গত মরসুমে বিধ্বংসী পারফর্ম করেছিল সানরাইজার্স। ট্রাভিস হেড এবং অভিষেক শর্মার ওপেনিং জুটি ঝড় তুলেছিল।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে গত মরসুমে বিধ্বংসী পারফর্ম করেছিল সানরাইজার্স। ট্রাভিস হেড এবং অভিষেক শর্মার ওপেনিং জুটি ঝড় তুলেছিল।

6 / 8
ফাইনালে উঠেছিল প্যাট কামিন্সের নেতৃত্বাধীন সানরাইজার্স হায়দরাবাদ। যদিও ট্রফির ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে হার।

ফাইনালে উঠেছিল প্যাট কামিন্সের নেতৃত্বাধীন সানরাইজার্স হায়দরাবাদ। যদিও ট্রফির ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে হার।

7 / 8
আগামী আইপিএলের জন্যও দুর্দান্ত টিম গড়েছে সানরাইজার্স। কাব্যা মারানের মালিকানাধীন এই ফ্র্যাঞ্চাইজি বেশিরভাগ প্লেয়ারকেই ধরে রেখেছে।

আগামী আইপিএলের জন্যও দুর্দান্ত টিম গড়েছে সানরাইজার্স। কাব্যা মারানের মালিকানাধীন এই ফ্র্যাঞ্চাইজি বেশিরভাগ প্লেয়ারকেই ধরে রেখেছে।

8 / 8
এ বার ইংল্য়ান্ডের ফ্র্যাঞ্চাইজি লিগ দ্য হান্ড্রেডে নর্দার্ন সুপারচার্জার্সের ৪৯ শতাংশ স্টেক কিনেছে সান গ্রুপ। খরচ হয়েছে ১০৯৪ কোটি টাকা। সব ছবি: PTI/BCCI

এ বার ইংল্য়ান্ডের ফ্র্যাঞ্চাইজি লিগ দ্য হান্ড্রেডে নর্দার্ন সুপারচার্জার্সের ৪৯ শতাংশ স্টেক কিনেছে সান গ্রুপ। খরচ হয়েছে ১০৯৪ কোটি টাকা। সব ছবি: PTI/BCCI