Mohun Bagan: তোমাকে চাই… টুম্পাইয়ের সমর্থনে সোনারপুরে ঝড়

সোনারপুরে সৃঞ্জয় বসুর (Srinjoy Bose) সমর্থনে 'তোমাকে চাই' নির্বাচনী সভা অনুষ্ঠিত হল। ক্লাবে নির্বাচনের হাওয়া বইছে। তারই মাঝে টুম্পাইয়ের সমর্থনে সোনারপুরের মায়া ভবনে মোহনবাগান সদস্য ও সমর্থকদের উদ্যোগে একটি অনুষ্ঠান। আসন্ন নির্বাচনে সৃঞ্জয় বসুকেই সচিব পদে দেখতে চাওয়ার আর্জি।

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 20, 2025 | 12:35 PM

1 / 7
আইএসএল জয়ের পর মোহনবাগানের লক্ষ্য সুপার কাপ। তারইর মাঝে মোহনবাগানে আরও একটা হাওয়া বইছে। তা হল ক্লাবে নির্বাচনের হাওয়া।

আইএসএল জয়ের পর মোহনবাগানের লক্ষ্য সুপার কাপ। তারইর মাঝে মোহনবাগানে আরও একটা হাওয়া বইছে। তা হল ক্লাবে নির্বাচনের হাওয়া।

2 / 7
এখনও নির্বাচনের দিন অবশ্য ঠিক হয়নি। তবে তার প্রস্তুতিতে কোনও খামতি থাকছে না। এ বার প্রশ্ন ক্লাবে পালাবদল হবে কি না। এর মাঝে অন্য মেজাজে সৃঞ্জয় বসু।

এখনও নির্বাচনের দিন অবশ্য ঠিক হয়নি। তবে তার প্রস্তুতিতে কোনও খামতি থাকছে না। এ বার প্রশ্ন ক্লাবে পালাবদল হবে কি না। এর মাঝে অন্য মেজাজে সৃঞ্জয় বসু।

3 / 7
জোরকদমে নির্বাচনী প্রস্তুতি শুরু করে দিলেন সৃঞ্জয় বসু। সোনারপুরের মায়া ভবনে মোহনবাগান সদস্য ও সমর্থকদের উদ্যোগে একটি অনুষ্ঠান হল। যে অনুষ্ঠানের নাম তোমাকে চাই।

জোরকদমে নির্বাচনী প্রস্তুতি শুরু করে দিলেন সৃঞ্জয় বসু। সোনারপুরের মায়া ভবনে মোহনবাগান সদস্য ও সমর্থকদের উদ্যোগে একটি অনুষ্ঠান হল। যে অনুষ্ঠানের নাম তোমাকে চাই।

4 / 7
শ্রীরামপুর, হাওড়া নয়, সোনারপুর থেকে প্রচার শুরু করলেন টুম্পাই। সোনারপুরকে কেন্দ্র করে ছড়িয়ে থাকা বারুইপুর, রাজপুর, হরিনাভি, গড়িয়ার শতাধিক মোহনবাগান সমর্থকদের নিয়ে কার্যত কর্মী সম্মেলন সারলেন প্রাক্তন সচিব ও আসন্ন মোহনবাগান নির্বাচনে প্রবল প্রতিপক্ষ সৃঞ্জয় বসু।

শ্রীরামপুর, হাওড়া নয়, সোনারপুর থেকে প্রচার শুরু করলেন টুম্পাই। সোনারপুরকে কেন্দ্র করে ছড়িয়ে থাকা বারুইপুর, রাজপুর, হরিনাভি, গড়িয়ার শতাধিক মোহনবাগান সমর্থকদের নিয়ে কার্যত কর্মী সম্মেলন সারলেন প্রাক্তন সচিব ও আসন্ন মোহনবাগান নির্বাচনে প্রবল প্রতিপক্ষ সৃঞ্জয় বসু।

5 / 7
আসন্ন নির্বাচনে সৃঞ্জয় বসুকেই সচিব পদে দেখতে চাওয়ার আর্জি। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমিত ভদ্র, শিশির ঘোষ, শিল্টন পালের মতো প্রাক্তনীরাও।

আসন্ন নির্বাচনে সৃঞ্জয় বসুকেই সচিব পদে দেখতে চাওয়ার আর্জি। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমিত ভদ্র, শিশির ঘোষ, শিল্টন পালের মতো প্রাক্তনীরাও।

6 / 7
এ বার বাগানে পরিবর্তনের হাওয়া চাইছেন শিশির-শিল্টনরাও। প্রাক্তন মোহনবাগান অধিনায়ক শিল্টন পাল জানান, ইস্টবেঙ্গলে দেবব্রত সরকার যা পেরেছেন, সেটা মোহনবাগানের বর্তমান কার্যকরী সমিতি পারেনি।

এ বার বাগানে পরিবর্তনের হাওয়া চাইছেন শিশির-শিল্টনরাও। প্রাক্তন মোহনবাগান অধিনায়ক শিল্টন পাল জানান, ইস্টবেঙ্গলে দেবব্রত সরকার যা পেরেছেন, সেটা মোহনবাগানের বর্তমান কার্যকরী সমিতি পারেনি।

7 / 7
শিল্টন পালের মতে, প্রাক্তন ফুটবলাররা নিয়মিত ইস্টবেঙ্গল ক্লাবে আড্ডা মারতে যান। কিন্তু মোহনবাগানের প্রাক্তন ফুটবলাররা তা পারেন না। পরিবেশেও তাঁরা হৃদ্যতা পান না। সোনারপুরে সৃঞ্জয় বসুর সমর্থনী সভায় উপস্থিত থেকে এ কথাই জানিয়েছেন শিল্টন পাল।

শিল্টন পালের মতে, প্রাক্তন ফুটবলাররা নিয়মিত ইস্টবেঙ্গল ক্লাবে আড্ডা মারতে যান। কিন্তু মোহনবাগানের প্রাক্তন ফুটবলাররা তা পারেন না। পরিবেশেও তাঁরা হৃদ্যতা পান না। সোনারপুরে সৃঞ্জয় বসুর সমর্থনী সভায় উপস্থিত থেকে এ কথাই জানিয়েছেন শিল্টন পাল।