আনলাকি ৯০ নাকি সেঞ্চুরি মিস! দ্বিতীয়টাই বলা ভালো। আর এই তালিকায় নবম স্থানে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। ৪৩৩টি আন্তর্জাতিক ম্যাচে ৮ বার ৯০-র ঘরে আউট। ৮টি সেঞ্চুরি মিস!
তালিকায় অষ্টম স্থানে লিটল মাস্টার সুনীল গাভাসকর। তিনিও ৮ বার ৯০-র ঘরে আউট হয়েছেন। তবে মাত্র ২৩৩টি আন্তর্জাতিক ম্যাচে।
সপ্তম স্থানে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ৪২৪টি আন্তর্জাতিক ম্যাচে ১০ বার ৯০-র ঘরে ফিরেছেন। এর মধ্যে আম্পায়ারের ভুল সিদ্ধান্তও রয়েছে।
বর্তমান প্রজন্মের সেরা ব্যাটার। সচিন তেন্ডুলকরের সেঞ্চুরির সেঞ্চুরি ছোঁয়ার অন্যতম দাবিদার বিরাট কোহলি। যদিও সেই সম্ভাবনা আপাতত ক্ষীণ। তবে ৫৪৩ আন্তর্জাতিক ম্যাচে ১১ বার ৯০-র ঘরে আউট না হলে হয়তো অনেকটা কাছে থাকতেন বিরাট।
ট্রফির নিরিখে ভারতের সফলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৫৩৮টি আন্তর্জাতিক ম্যাচের মধ্যে ১১ বার নার্ভাস নাইন্টিতে ফিরেছেন ধোনি। তালিকায় তাঁর সঙ্গে রয়েছেন বীরেন্দ্র সেওয়াগও। ৩৭৪টি আন্তর্জাতিক ম্যাচে ১১ বার ৯০-র ঘরে ফিরেছেন বীরুও।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। বা বলা ভালো বাধ্য হয়েছেন। আইসিসি টুর্নামেন্টে বরাবরই সফল। শিখর ধাওয়ান ২৬৯টি আন্তর্জাতিক ম্যাচের মধ্যে ১১ বার ৯০-র ঘরে ফিরেছেন।
ভারতের ধ্রুপদী ব্যাটার, প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড় তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। ৫০৯টি আন্তর্জাতিক ম্যাচে ১৪ বার ৯০-র ঘরে আউট। ১৪টি সেঞ্চুরি মিসের হতাশাও বলা যায়।
সেঞ্চুরির তালিকায় বিশ্বের মধ্যে সকলের শীর্ষে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। কতবার আম্পায়ারের ভুল সিদ্ধান্তের শিকার হয়েছেন, এ আর বলার নয়। একটা সময় ভুল স্বীকার করতে বাধ্য হয়েছিলেন প্রাক্তন আম্পায়ার স্টিভ বাকনার। আন্তর্জাতিক ক্রিকেটে ২৮ বার ৯০-র ঘরে আউট হয়েছেন কিংবা আউট দেওয়া হয়েছে। না হলে সচিন তেন্ডুলকরের সেঞ্চুরির সংখ্যাটা ১০০-র জায়গায় ১২৮ হতেই পারতো! সব ছবি: ICC/Getty Images/PTI FILE