PV Sindhu: ইয়ে লাল ইশক… সব্যসাচীর লেহেঙ্গায় রিসেপশনে মোহময়ী পিভি সিন্ধু, রইল নজরকাড়া লুক

Dec 27, 2024 | 3:12 PM

PV Sindhu Marries Venkata Datta Sai: কয়েকদিন আগে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু। ২২ ডিসেম্বর ভেঙ্কট দত্ত সাইয়ের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন সিন্ধু। তাঁর বিয়ের পোশাক থেকে শুরু করে রিসেপশনের পোশাক, সবই ছিল নজরকাড়া।

1 / 9
২২ ডিসেম্বর উদয়পুরে ধুমধাম করে বিয়ে হয়েছে পিভি সিন্ধুর। কয়েকদিন আগে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু।

২২ ডিসেম্বর উদয়পুরে ধুমধাম করে বিয়ে হয়েছে পিভি সিন্ধুর। কয়েকদিন আগে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু।

2 / 9
বেসরকারি তথ্যপ্রযুক্তি সংস্থার শীর্ষকর্তা ভেঙ্কট দত্ত সাইের সঙ্গে পিভি সিন্ধুর বিয়েতে হাজির ছিলেন দুই পরিবারের নিকট আত্মীয় ও বন্ধুবান্ধবরা।

বেসরকারি তথ্যপ্রযুক্তি সংস্থার শীর্ষকর্তা ভেঙ্কট দত্ত সাইের সঙ্গে পিভি সিন্ধুর বিয়েতে হাজির ছিলেন দুই পরিবারের নিকট আত্মীয় ও বন্ধুবান্ধবরা।

3 / 9
বিয়ের দিন সাজপোশাকে পিভি সিন্ধু বেছে নিয়েছিলেন  জনপ্রিয় ডিজাইনার মনীশ মলহোত্রর বিশেষ EVARA কালেকশন। সিন্ধুকে বিয়ের দিন অত্যন্ত সুন্দরী লাগছিল মনীশ মলহোত্রর ডিজাইন করা আইভরি রঙা শাড়িতে।

বিয়ের দিন সাজপোশাকে পিভি সিন্ধু বেছে নিয়েছিলেন জনপ্রিয় ডিজাইনার মনীশ মলহোত্রর বিশেষ EVARA কালেকশন। সিন্ধুকে বিয়ের দিন অত্যন্ত সুন্দরী লাগছিল মনীশ মলহোত্রর ডিজাইন করা আইভরি রঙা শাড়িতে।

4 / 9
পিভি সিন্ধু ও ভেঙ্কট দত্ত সাই তাঁদের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। দু'জনকে বিয়ের পোশাকে দারুণ লাগছিল। দাবি সিন্ধুর ভক্তদের।

পিভি সিন্ধু ও ভেঙ্কট দত্ত সাই তাঁদের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। দু'জনকে বিয়ের পোশাকে দারুণ লাগছিল। দাবি সিন্ধুর ভক্তদের।

5 / 9
বিয়ের পর স্বামী ভেঙ্কট দত্ত সাইয়ের সঙ্গে তিরুমালা মন্দিরে পুজো দিয়েছেন পিভি সিন্ধু। এএনআইয়ের ভিডিয়োতে দেখা গিয়েছে, হাসিমুখে স্বামী ভেঙ্কটের পাশে হাঁটছেন সিন্ধু।

বিয়ের পর স্বামী ভেঙ্কট দত্ত সাইয়ের সঙ্গে তিরুমালা মন্দিরে পুজো দিয়েছেন পিভি সিন্ধু। এএনআইয়ের ভিডিয়োতে দেখা গিয়েছে, হাসিমুখে স্বামী ভেঙ্কটের পাশে হাঁটছেন সিন্ধু।

6 / 9
পিভি সিন্ধু ও ভেঙ্কট দত্ত সাই তাঁদের বিয়ের জন্য একদিকে বেছে নিয়েছিলেন মনীশ মলহোত্রর কালেকশন। তবে রিসেপশনে ছিল অন্য ছোঁয়া।

পিভি সিন্ধু ও ভেঙ্কট দত্ত সাই তাঁদের বিয়ের জন্য একদিকে বেছে নিয়েছিলেন মনীশ মলহোত্রর কালেকশন। তবে রিসেপশনে ছিল অন্য ছোঁয়া।

7 / 9
ঠিক যেন ইয়ে লাল ইশক... পিভি সিন্ধু তাঁর রিসেপশনে পরেছিলেন একটি লাল রংয়ের লেহেঙ্গা। যা জনপ্রিয় ডিজাইনার সব্যসাচীর বিশেষ ওয়েডিং কালেকশনের মধ্যে পড়ে।

ঠিক যেন ইয়ে লাল ইশক... পিভি সিন্ধু তাঁর রিসেপশনে পরেছিলেন একটি লাল রংয়ের লেহেঙ্গা। যা জনপ্রিয় ডিজাইনার সব্যসাচীর বিশেষ ওয়েডিং কালেকশনের মধ্যে পড়ে।

8 / 9
মাইসোর সিল্ক লেহেঙ্গায় পিভি সিন্ধুকে একেবারে মোহময়ী লাগছিল। এমব্রয়ডারি করা ওড়না এবং ক্লাসিক কাথি ব্লাউজ পরেছিলেন সিন্ধু। সব্যসাচী হেরিটেজ ব্রাইডাল কালেকশনে সেরে উঠেছিলেন সিন্ধু ও ভেঙ্কট।

মাইসোর সিল্ক লেহেঙ্গায় পিভি সিন্ধুকে একেবারে মোহময়ী লাগছিল। এমব্রয়ডারি করা ওড়না এবং ক্লাসিক কাথি ব্লাউজ পরেছিলেন সিন্ধু। সব্যসাচী হেরিটেজ ব্রাইডাল কালেকশনে সেরে উঠেছিলেন সিন্ধু ও ভেঙ্কট।

9 / 9
রিও অলিম্পিক এবং টোকিও অলিম্পিকে জোড়া পদক জয়ী ভারতীয় শাটলার পিভি সিন্ধুকে তাঁর রিসেপশনে এক্কেবারে অসাধারণ লাগছিল। তাঁর ওই লাল লেহেঙ্গা লুকের ছবি।

রিও অলিম্পিক এবং টোকিও অলিম্পিকে জোড়া পদক জয়ী ভারতীয় শাটলার পিভি সিন্ধুকে তাঁর রিসেপশনে এক্কেবারে অসাধারণ লাগছিল। তাঁর ওই লাল লেহেঙ্গা লুকের ছবি।

Next Photo Gallery
IND vs WI 3rd ODI: দীপ্তি শর্মার ছয়, রেনুকার চার! ওয়েস্ট ইন্ডিজকে ক্লিনসুইপ করল ভারত