
দেশের জার্সিতে ১০৬টি টেস্ট ম্যাচ খেলা রবিচন্দ্রন অশ্বিন দীর্ঘ ১৪ বছরের ক্রিকেট কেরিয়ারে ইতি টেনেছেন। গাব্বা টেস্ট শেষ হওয়ার পর তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। (ছবি-পিটিআই)

দীর্ঘ ১৪ বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে টেস্টে ভারতীয় ক্রিকেটার হিসেবে সবচেয়ে বেশি বার সিরিজের সেরার পুরস্কার পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। মোট ১১ বার এই পুরস্কার পেয়েছেন তিনি। (ছবি-পিটিআই)

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে রবিচন্দ্রন অশ্বিনের দাপট দেখার মতো। WTC-এ ১০০টি উইকেটের মালিক হওয়া প্রথম বোলার অশ্বিন। তিনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অবসর নেওয়া অবধি ৪১টি ম্যাচে ১৯৫টি উইকেট নিয়েছেন। তিনি WTC-তে সর্বাধিক উইকেটশিকারী। (ছবি-পিটিআই)

শুধু টেস্টের আঙিনাতেই অশ্বিন নজর কেড়েছেন, তা নয়। তিনি ভারতের হয়ে ১১৬টি ওডিআইতে খেলেছেন। নিয়েছেন ১৫৬টি উইকেট। ভারতের হয়ে ৬৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। সেখানে প্রাপ্তি ৭২টি উইকেট। (ছবি-পিটিআই)

১৪ বছরের বর্ণময় আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে টেস্টে ৩৭ বার ফাইফার নিয়েছেন অশ্বিন। ৮ বার নিয়েছেন ১০ উইকেট। (ছবি-পিটিআই)

টেস্ট ক্রিকেটে দ্রুততম ৩৫০ উইকেটের মালিক হওয়ার তালিকায় শীর্ষে ভারতীয় তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। এই কীর্তি স্পর্শ করতে তাঁর ৬৬টি ম্যাচ লেগেছিল। (ছবি-পিটিআই)

রবিচন্দ্রন অশ্বিনের নামে এক বিরল রেকর্ডও রয়েছে। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের বিরুদ্ধে এ বছরের সেপ্টেম্বরে শতরানের পাশাপাশি ফাইফার নেওয়ার নজিরও গড়েছিলেন। প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। আর স্টেডিয়াম চেন্নাইয়ের এমএ চিদম্বরম। (ছবি-পিটিআই)

টেস্ট ক্রিকেটে অশ্বিন বোল্ড আউট করার তালিকায় চারে রয়েছেন। ১৪ বছরের ক্রিকেট কেরিয়ারে টেস্টে তিনি ১০৯টি উইকেট নিয়েছেন বোল্ড করে। (ছবি-পিটিআই)