
ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে জোড়া রেকর্ড গড়েছেন। (ছবি-পিটিআই)

রবীন্দ্র জাডেজা নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন। ২২ ওভার বল করে ১টি মেডেন সহ ৬৫ রানে ফাইফার তাঁর। (ছবি-পিটিআই)

রবি-সকালে এজাজ প্যাটেলের উইকেট তুলে নিয়ে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসেও ফাইফার পূর্ণ করেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। (ছবি-পিটিআই)

টেস্ট কেরিয়ারে এই প্রথম বার দুই ইনিংসে ফাইফার নেওয়ার নজির গড়লেন রবীন্দ্র জাডেজা। রবিচন্দ্রন অশ্বিনের পর ভারতের দ্বিতীয় বোলার হিসেবে এক টেস্টের দুই ইনিংসে ফাইফার নেওয়ার রেকর্ড গড়লেন জাডেজা। (ছবি-পিটিআই)

মুম্বই টেস্টে দুই ইনিংসে ফাইফার নেওয়ার পর এক এলিট গ্রুপে প্রবেশ করেছেন রবীন্দ্র জাডেজা। এক টেস্টে মোট ১০ উইকেট নেওয়া ক্রিকেটারদের তালিকায় কপিল দেবকে ছাপিয়ে গিয়েছেন জাড্ডু। (ছবি-পিটিআই)

এক টেস্ট ম্যাচে এই নিয়ে তৃতীয় বার ১০ উইকেট নিলেন রবীন্দ্র জাডেজা। এই তালিকায় শীর্ষে ভারতীয় কিংবদন্তি অনিল কুম্বলে (৮ বার)। (ছবি-পিটিআই)

রবীন্দ্র জাডেজা কিউয়িদের বিরুদ্ধে তৃতীয় টেস্টে ১২০ রানের বিনিময়ে দুই ইনিংস মিলিয়ে নেন ১০ উইকেট। যা তাঁর টেস্ট কেরিয়ারের দ্বিতীয় সর্বসেরা বোলিং পরিসংখ্যান। (ছবি-পিটিআই)

কিউয়িদের বিরুদ্ধে মুম্বই টেস্টে ১০/১২০ এই বোলিং পরিসংখ্যানের আগে দিল্লিতে ২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জাডেজা ১১০ রানের বিনিময়ে ১০ উইকেট নিয়েছিলেন। (ছবি-পিটিআই)