Rinku Singh: ক্রিকেটার নয়, রিঙ্কু সিংয়ের হবু স্ত্রী প্রিয়া অন্য একজনের বড় ফ্যান…

Jan 22, 2025 | 11:58 PM

Rinku Singh-Priya Saroj: ভারতীয় ক্রিকেটে সাড়া ফেলে দিয়েছে রিঙ্কু সিংয়ের নতুন তথ্য। এক সাংসদকে বিয়ে করতে চলেছেন রিঙ্কু সিং। এখন আর একে শুধু গুজব বলা যায় না। পরিবারের তরফেও এর সত্যতা প্রকাশ করা হয়েছে। প্রিয়া সরোজকে নিয়ে কৌতুহলের শেষ নেই। তেমনই একটা তথ্য প্রকাশ্যে।

1 / 8
ভারতীয় ক্রিকেটে সাড়া ফেলে দিয়েছে রিঙ্কু সিংয়ের নতুন তথ্য। এক সাংসদকে বিয়ে করতে চলেছেন রিঙ্কু সিং।

ভারতীয় ক্রিকেটে সাড়া ফেলে দিয়েছে রিঙ্কু সিংয়ের নতুন তথ্য। এক সাংসদকে বিয়ে করতে চলেছেন রিঙ্কু সিং।

2 / 8
এখন আর একে শুধু গুজব বলা যায় না। পরিবারের তরফেও এর সত্যতা প্রকাশ করা হয়েছে। প্রিয়া সরোজকে নিয়ে কৌতুহলের শেষ নেই।

এখন আর একে শুধু গুজব বলা যায় না। পরিবারের তরফেও এর সত্যতা প্রকাশ করা হয়েছে। প্রিয়া সরোজকে নিয়ে কৌতুহলের শেষ নেই।

3 / 8
তেমনই প্রিয়া সরোজকে নিয়ে আরও একটা তথ্য প্রকাশ্যে। রিঙ্কু সিংকে যে তাঁর পছন্দ, এ বিষয়ে সন্দেহ নেই। কিন্তু কোনও ক্রিকেটার নন, প্রিয়া সরোজ বড় ফ্যান বলিউড তারকার।

তেমনই প্রিয়া সরোজকে নিয়ে আরও একটা তথ্য প্রকাশ্যে। রিঙ্কু সিংকে যে তাঁর পছন্দ, এ বিষয়ে সন্দেহ নেই। কিন্তু কোনও ক্রিকেটার নন, প্রিয়া সরোজ বড় ফ্যান বলিউড তারকার।

4 / 8
একটি সাক্ষাৎকারে বারাণসীর মছলিশহর কেন্দ্রের সাংসদ প্রিয়া সরোজ জানিয়েছিলেন, তিনি বলিউডের কিং শাহরুখ খানের বড় ভক্ত।

একটি সাক্ষাৎকারে বারাণসীর মছলিশহর কেন্দ্রের সাংসদ প্রিয়া সরোজ জানিয়েছিলেন, তিনি বলিউডের কিং শাহরুখ খানের বড় ভক্ত।

5 / 8
রিঙ্কু সিং খেলেন কলকাতা নাইট রাইডার্সে। ফ্র্যাঞ্চাইজির প্রাণ বলা যায় শাহরুখ খানকে। ক্রিকেটারদের সঙ্গে দুর্দান্ত সম্পর্ক শাহরুখের।

রিঙ্কু সিং খেলেন কলকাতা নাইট রাইডার্সে। ফ্র্যাঞ্চাইজির প্রাণ বলা যায় শাহরুখ খানকে। ক্রিকেটারদের সঙ্গে দুর্দান্ত সম্পর্ক শাহরুখের।

6 / 8
তরুণ ক্রিকেটার রিঙ্কু সিংকে খুবই পছন্দ করেন কেকেআর কর্ণধার কিং খান। খারাপ সময়ে পাশে দাঁড়ান। তেমনই ভালো সময় সেলিব্রেট করেন।

তরুণ ক্রিকেটার রিঙ্কু সিংকে খুবই পছন্দ করেন কেকেআর কর্ণধার কিং খান। খারাপ সময়ে পাশে দাঁড়ান। তেমনই ভালো সময় সেলিব্রেট করেন।

7 / 8
হয়তো খুব তাড়াতাড়ি প্রিয়া সরোজাও তাঁর স্বপ্নের নায়ক শাহরুখের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। হয়তো আইপিএলের সময়ই?

হয়তো খুব তাড়াতাড়ি প্রিয়া সরোজাও তাঁর স্বপ্নের নায়ক শাহরুখের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। হয়তো আইপিএলের সময়ই?

8 / 8
হাজার হোক রিঙ্কু সিংয়ের প্রিয়জন যে এসআরকে-র কাছে প্রিয় হয়ে উঠবেন, এই প্রত্য়াশা করাই যায়। সব ছবি: PTI FILE/BCCI/INSTAGRAM

হাজার হোক রিঙ্কু সিংয়ের প্রিয়জন যে এসআরকে-র কাছে প্রিয় হয়ে উঠবেন, এই প্রত্য়াশা করাই যায়। সব ছবি: PTI FILE/BCCI/INSTAGRAM

Next Photo Gallery