Rohit Sharma: রঞ্জিতে ফেরার প্রস্তুতি কেমন হল রোহিতের? দেখুন সেই ছবি

Jan 22, 2025 | 5:32 PM

Ranji Trophy 2024-25, Mumbai: দীর্ঘ সময় পর। অবশেষে রঞ্জি ট্রফিতে ফিরছেন রোহিত শর্মা। সুপারস্টার হওয়ার পর অনেক ক্রিকেটারেরই ঘরোয়া মঞ্চে ফিরতে কিছুটা হলেও সমস্যা হয়। রোহিতেরও কি তেমনই হচ্ছে? পরিস্থিতি যদিও তাঁর সঙ্গে নেই। আন্তর্জাতিক ক্রিকেটে জায়গা শক্ত করতে ভরসা এই রঞ্জি ট্রফিই। তার প্রস্তুতি কেমন হল রোহিতের?

1 / 8
গত দুই টেস্ট সিরিজে হতাশাজনক পারফরম্যান্স। রানে ফিরতে মরিয়া রোহিত শর্মা। দীর্ঘ সময় পর। অবশেষে রঞ্জি ট্রফিতে ফিরছেন রোহিত শর্মা।

গত দুই টেস্ট সিরিজে হতাশাজনক পারফরম্যান্স। রানে ফিরতে মরিয়া রোহিত শর্মা। দীর্ঘ সময় পর। অবশেষে রঞ্জি ট্রফিতে ফিরছেন রোহিত শর্মা।

2 / 8
সুপারস্টার হওয়ার পর অনেক ক্রিকেটারেরই ঘরোয়া মঞ্চে ফিরতে কিছুটা হলেও সমস্যা হয়। রোহিতেরও কি তেমনই হচ্ছে?

সুপারস্টার হওয়ার পর অনেক ক্রিকেটারেরই ঘরোয়া মঞ্চে ফিরতে কিছুটা হলেও সমস্যা হয়। রোহিতেরও কি তেমনই হচ্ছে?

3 / 8
পরিস্থিতি যদিও তাঁর সঙ্গে নেই। গত ১৫টি টেস্ট ইনিংসে মাত্র ১৬৪ রান এসেছে রোহিতের ব্যাটে। আন্তর্জাতিক ক্রিকেটে জায়গা শক্ত করতে ভরসা এই রঞ্জি ট্রফিই।

পরিস্থিতি যদিও তাঁর সঙ্গে নেই। গত ১৫টি টেস্ট ইনিংসে মাত্র ১৬৪ রান এসেছে রোহিতের ব্যাটে। আন্তর্জাতিক ক্রিকেটে জায়গা শক্ত করতে ভরসা এই রঞ্জি ট্রফিই।

4 / 8
বৃহস্পতিবার শুরু হচ্ছে রঞ্জি ট্রফির ষষ্ঠ রাউন্ডের ম্যাচ। মুম্বই ঘরের মাঠে খেলবে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে। তার প্রস্তুতি কেমন হল রোহিতের?

বৃহস্পতিবার শুরু হচ্ছে রঞ্জি ট্রফির ষষ্ঠ রাউন্ডের ম্যাচ। মুম্বই ঘরের মাঠে খেলবে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে। তার প্রস্তুতি কেমন হল রোহিতের?

5 / 8
সামনে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে খেলবেন। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফির মতো আইসিসি টুর্নামেন্ট। নেতৃত্বও দেবেন রোহিত।

সামনে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে খেলবেন। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফির মতো আইসিসি টুর্নামেন্ট। নেতৃত্বও দেবেন রোহিত।

6 / 8
রঞ্জি প্রত্যাবর্তনের আগে যেন শিকড়ে ফিরেছেন রোহিত। প্রস্তুতিও সারলেন সেভাবেই। যেন কেরিয়ার আবার শুরু হতে চলেছে।

রঞ্জি প্রত্যাবর্তনের আগে যেন শিকড়ে ফিরেছেন রোহিত। প্রস্তুতিও সারলেন সেভাবেই। যেন কেরিয়ার আবার শুরু হতে চলেছে।

7 / 8
ব্যাটিং অনুশীলনে ফোকাসড। বল ছাড়ার বিষয়ে যেমন জোর দেন, তেমনই মারার বল পেলে শট খেলতেও দ্বিধা করেননি।

ব্যাটিং অনুশীলনে ফোকাসড। বল ছাড়ার বিষয়ে যেমন জোর দেন, তেমনই মারার বল পেলে শট খেলতেও দ্বিধা করেননি।

8 / 8
রোহিত শর্মা যে ফরম্যাটেই খেলুক, আগ্রাসী ব্যাটিংয়েরই চেষ্টা করেন। রঞ্জি প্রত্যাবর্তনের প্রস্তুতিতেই তেমনই দেখা গিয়েছে। সব ছবি: PTI

রোহিত শর্মা যে ফরম্যাটেই খেলুক, আগ্রাসী ব্যাটিংয়েরই চেষ্টা করেন। রঞ্জি প্রত্যাবর্তনের প্রস্তুতিতেই তেমনই দেখা গিয়েছে। সব ছবি: PTI

Next Photo Gallery