India A Team Australia Tour: মিশন ‘অজি-বধ’, ডনের দেশে পৌঁছে গেল ঋতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বাধীন ভারত
India A: ঋতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বাধীন ভারত-এ দল পৌঁছে গেল অস্ট্রেলিয়ায়। আর ক'দিন পর, ৩১ অক্টোবর থেকে ভারত-এ টিম খেলবে অজিদের বিরুদ্ধে। ইন্ডিয়া-এ টিমের এই অস্ট্রেলিয়া সফর শেষ হবে নভেম্বরের ১৭ তারিখ।
1 / 8
হাতে আর বেশি সময় নেই। এ মাসের ৩১ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত-এ টিমের প্রথম চারদিনের ম্যাচ শুরু হবে। তার জন্য অস্ট্রেলিয়ায় পাড়ি দিল ভারত এ টিম।
2 / 8
ঋতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বাধীন ভারত-এ টিমের ক্রিকেটাররা বৃহস্পতিবার রওনা দিয়েছিলেন অস্ট্রেলিয়ায়। সেখানে পৌঁছে গিয়েছেন দেবদত্ত পাড়িক্কাল, খলিল আহমেদরা।
3 / 8
৩১ অক্টোবর থেকে ভারত-এ ও অস্ট্রেলিয়া-এ-র প্রথম চারদিনের ম্যাচ হবে। এরপর ৭-১০ নভেম্বর মেলবোর্নে হবে দুই দলের দ্বিতীয় চারদিনের ম্যাচ। আর তারপর ১৫-১৭ নভেম্বর রয়েছে ইন্ট্রা স্কোয়াড ম্যাচ।
4 / 8
ঋতুরাজ গায়কোয়াড় নাকি অভিমন্যু ঈশ্বরণ কে হবেন অজি সফরে ইন্ডিয়া-এ টিমের ক্যাপ্টেন? তা নিয়ে জোর আলোচনা হয়েছিল ভারতীয় ক্রিকেট মহলে। ঋতুতে আস্থা রেখেছে বোর্ড।
5 / 8
ক্যাপ্টেন্সির দায়িত্ব অভিমন্যু ঈশ্বরণ না পেলেও ভারত-এ টিমের সহ-অধিনায়ক করা হয়েছে বাংলার তারকা ক্রিকেটারকে।
6 / 8
ভারত-এ টিমের এই অজি সফরে উইকেটকিপার হিসেবে সুযোগ পেয়েছেন ঈশান কিষাণ, অভিষেক পোড়েলরা। রঞ্জি ট্রফির তৃতীয় রাউন্ডের ম্যাচে অভিমন্যু ঈশ্বরণ, মুকেশ কুমার এবং অভিষেক পোড়েলকে পাবে না বাংলা।
7 / 8
সোশ্যাল মিডিয়ায় ঝাড়খন্ডের উইকেটকিপার ব্যাটার ঈশান কিষাণের অস্ট্রেলিয়ায় যাওয়ার আগের এক ভিডিয়ো ভাইরাল হয়েছে।
8 / 8
মানব সুতার, খলিল আহমেদরা তাঁদের ইন্সটাগ্রামে অস্ট্রেলিয়া পাড়ি দেওয়ার ছবি শেয়ার করেছেন। সেখানে তনুষ কোটিয়ান, বাবা ইন্দ্রজিৎ, নীতীশ কুমার রেড্ডিদেরও দেখা গিয়েছে।