
ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসে বিরাট কোহলির সময়টাকে খুব ভালো বলা যায়। তাঁর ক্যাপ্টেন্সিতেই অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বার টেস্ট সিরিজ জয়ের ইতিহাস গড়েছিল ভারত। নানা ভালো মুহূর্তের পাশাপাশি হতাশাও রয়েছে।

শাহবাজ নাদিম- বাঁ হাতি স্পিনার। বিরাট কোহলির নেতৃত্বে ২০১৯ সালে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল। যদিও তাঁর আন্তর্জাতিক কেরিয়ার দীর্ঘ হয়নি। টিমে জাডেজা, অক্ষর প্যাটেলরা থাকায় আর সুযোগ মেলেনি।

করুণ নায়ারের টেস্ট অভিষেকও হয়েছিল বিরাট কোহলির ক্য়াপ্টেন্সিতেই। ২০১৬-১৭ মরসুমে দেশের জার্সিতে মাত্র ৬টি টেস্ট খেলার সুযোগ পেয়েছিলেন। টেস্টে ট্রিপল সেঞ্চুরিও রয়েছে। কিন্তু সেই যে বাদ পড়েছিলেন, আর জাতীয় দলে ফেরা হয়নি।

নমন ওঝা- সেই ২০১৫ সালে টেস্ট অভিষেক হয়েছিল কিপার-ব্য়াটার নমন ওঝার। কেরিয়ারে একটি মাত্র টেস্ট খেলেছিলেন। করেছিলেন ৫৬ রান। আর সুযোগ পাননি।

করণ শর্মা-ঘরোয়া ক্রিকেট ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অতি পরিচিত নাম করণ। ২০১৪ সালে বিরাট কোহলির নেতৃত্বে টেস্ট অভিষেক হয়েছিল এই লেগ স্পিনারের। কেরিয়ারে একটি মাত্র টেস্টেই সুযোগ পেয়েছিলেন।

হনুমা বিহারি- ভারতীয় ক্রিকেটে অতি পরিচিত নাম। টেস্ট ক্রিকেটে মিডল অর্ডারে ভরসা হয়ে উঠেছিলেন। আবার টপ অর্ডারেও ব্য়াটিং করেছেন। অস্ট্রেলিয়া সফরে তাঁর পারফরম্যান্স বাড়তি প্রশংসা কুড়িয়ে নিয়েছিল। ১৬টি টেস্ট খেলেছিলেন হনুমা। চোটের কারণে বাদ পড়েছিলেন। আর জাতীয় দলে ফেরা হয়নি।

জয়ন্ত যাদব- ২০১৬ সালে ঘরের মাঠে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল এই অফস্পিনারের। ব্যাটিংয়ের হাতও ভালো। আধডজন টেস্টে সুযোগ পেয়েছিলেন। আর দলে ফেরেননি।

পৃথ্বী শ-ভারতীয় ক্রিকেটে সবচেয়ে বড় হতাশা। পরবর্তী সচিন তেন্ডুলকর বলা হচ্ছিল। যদিও মাঠের বাইরের নানা ঘটনা ফিটনেসের কারণে জাতীয় দলই শুধু নয়, ক্রিকেট থেকেই হারিয়ে যেতে বসেছেন। বিরাট কোহলির নেতৃত্বে টেস্ট অভিষেক হয়েছিল পৃথ্বীর। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেঞ্চুরি দিয়ে কেরিয়ার শুরু। যদিও পাঁচটি টেস্ট খেলেই হারিয়ে গিয়েছেন। সব ছবি: PTI/X/ICC