Shani Dosh: জীবনে এই ঘটনা ঘটলেই বুঝবেন আপনার শনি দুর্বল! সঠিক সময়ে ব্যবস্থা না নিলে ঘটতে পারে চরম পরিণতি

Symptoms of weak Saturn: কথিত আছে, শনির সাড়ে সাতি দশা সব মানুষেরই জীবনে একবার করে প্রবাহিত হয়। এই মহাদশার জেরে জীবনে নেমে আসে সমস্যার পর সমস্যা। কর্ম অনুসারে ফল প্রদান করেন বলেই শনিদেবকে তুষ্ট করার প্রবণতা দেখা যায়। আর সেই সেরা দিন হল শনিবার। তাই জন্মকুণ্ডলীতে শনি দুর্বল হলে কোন ব্যক্তিকে কী কী সমস্যার সম্মুখীন হতে হয় ও তা থেকে বাঁচতে কী কী ব্যবস্থা নেওয়া উচিত, তা দেখে নিন...

| Edited By: | Updated on: May 18, 2024 | 3:03 PM
গ্রহের অবস্থানের জের যে কোনও ব্যক্তির জীবনেই গভীরভাবে প্রভাব ফেলে। কুণ্ডলীতে গ্রহদের প্রভাব যদি শুভ অবস্থানে থাকে তাহলে জাতক-জাতিকাদের জীবনে আসে উন্নতি ও সাফল্য। আয় বৃদ্ধি ও জীবনে আসে সুখের বন্যা। তেমনি গ্রহের অশুভ প্রভাব বিরাজ করলে যে কোনও ব্যক্তিই বাধার পর বাধার সম্মুখীন হন।

গ্রহের অবস্থানের জের যে কোনও ব্যক্তির জীবনেই গভীরভাবে প্রভাব ফেলে। কুণ্ডলীতে গ্রহদের প্রভাব যদি শুভ অবস্থানে থাকে তাহলে জাতক-জাতিকাদের জীবনে আসে উন্নতি ও সাফল্য। আয় বৃদ্ধি ও জীবনে আসে সুখের বন্যা। তেমনি গ্রহের অশুভ প্রভাব বিরাজ করলে যে কোনও ব্যক্তিই বাধার পর বাধার সম্মুখীন হন।

1 / 8
হিন্দুশাস্ত্র মতে, শনিদেব হলেন সব দেবদেবীদের মধ্যে সবচেয়ে নিষ্ঠুর এক দেবতা। যার অশুভ প্রভাবে মানুষের জীবন ছাড়খার হয়ে যেতে পারে। শনির প্রভাবে জীবনে আসে নানা সমস্যা। সেই সমস্যার সমাধান হতেও লাগে বেশ কয়েকবছর। হিন্দু ধর্মানুসারে, শনিদেব হলেন কর্মফলের দেবতা। দেবতা থেকে সাধারণ মানুষ, সকলকেই শনিদেবের মুখোমুখি হতে হয়। তাই এই বিশেষ দেবতাকে নবগ্রহ বিচারকও বলা হয়।

হিন্দুশাস্ত্র মতে, শনিদেব হলেন সব দেবদেবীদের মধ্যে সবচেয়ে নিষ্ঠুর এক দেবতা। যার অশুভ প্রভাবে মানুষের জীবন ছাড়খার হয়ে যেতে পারে। শনির প্রভাবে জীবনে আসে নানা সমস্যা। সেই সমস্যার সমাধান হতেও লাগে বেশ কয়েকবছর। হিন্দু ধর্মানুসারে, শনিদেব হলেন কর্মফলের দেবতা। দেবতা থেকে সাধারণ মানুষ, সকলকেই শনিদেবের মুখোমুখি হতে হয়। তাই এই বিশেষ দেবতাকে নবগ্রহ বিচারকও বলা হয়।

2 / 8
কথিত আছে, শনির সাড়ে সাতি দশা সব মানুষেরই জীবনে একবার করে প্রবাহিত হয়। এই মহাদশার জেরে জীবনে নেমে আসে সমস্যার পর সমস্যা। কর্ম অনুসারে ফল প্রদান করেন বলেই শনিদেবকে তুষ্ট করার প্রবণতা দেখা যায়। আর সেই সেরা দিন হল শনিবার। তাই জন্মকুণ্ডলীতে শনি দুর্বল হলে কোন ব্যক্তিকে কী কী সমস্যার সম্মুখীন হতে হয় ও তা থেকে বাঁচতে কী কী ব্যবস্থা নেওয়া উচিত, তা দেখে নিন...

কথিত আছে, শনির সাড়ে সাতি দশা সব মানুষেরই জীবনে একবার করে প্রবাহিত হয়। এই মহাদশার জেরে জীবনে নেমে আসে সমস্যার পর সমস্যা। কর্ম অনুসারে ফল প্রদান করেন বলেই শনিদেবকে তুষ্ট করার প্রবণতা দেখা যায়। আর সেই সেরা দিন হল শনিবার। তাই জন্মকুণ্ডলীতে শনি দুর্বল হলে কোন ব্যক্তিকে কী কী সমস্যার সম্মুখীন হতে হয় ও তা থেকে বাঁচতে কী কী ব্যবস্থা নেওয়া উচিত, তা দেখে নিন...

3 / 8
 জন্মকুণ্ডলীতে শনি দুর্বল থাকলে প্রতিটি বিষয়ে, ছোটোখাটো বিষয়েই রাগ প্রকাশ করেন একজন ব্যক্তি। মানসিকভাবে বিধ্বস্তও থাকেন। প্রিয়জনের সঙ্গেও ছোট ছোট বিষয়ে ঝগড়া, ঝামেলা হতে থাকে।

জন্মকুণ্ডলীতে শনি দুর্বল থাকলে প্রতিটি বিষয়ে, ছোটোখাটো বিষয়েই রাগ প্রকাশ করেন একজন ব্যক্তি। মানসিকভাবে বিধ্বস্তও থাকেন। প্রিয়জনের সঙ্গেও ছোট ছোট বিষয়ে ঝগড়া, ঝামেলা হতে থাকে।

4 / 8
কুণ্ডলীতে শনি দুর্বল হলে পরিবারের সদস্যদের সঙ্গেও সম্পর্কে ভাঙন দেখা যায়। সম্পর্কে চিড় ধরে তো বটেই, সম্পর্ক ভেঙেও যেতে পারে। রোজদিন মারামারি, ঝগড়া-ঝামেলা হতেই থাকে। বাড়ির পরিবেশও দিন দিন খারাপ হতে থাকে।

কুণ্ডলীতে শনি দুর্বল হলে পরিবারের সদস্যদের সঙ্গেও সম্পর্কে ভাঙন দেখা যায়। সম্পর্কে চিড় ধরে তো বটেই, সম্পর্ক ভেঙেও যেতে পারে। রোজদিন মারামারি, ঝগড়া-ঝামেলা হতেই থাকে। বাড়ির পরিবেশও দিন দিন খারাপ হতে থাকে।

5 / 8
জন্মকুণ্ডলীতে শনির অবস্থান দুর্বল হলে উক্ত ব্যক্তির কোনও না কোনও রোগ- অসুখ হয়ে থাকে। স্বাস্থ্য এমন খারাপ হতে থাকে যে, মন ও শরীর কোনওটাই সাড়া দেয় না। কোনও কাজেই প্রেরণা পান না। প্রায়শই পেটের সমস্যার সম্মুখীন হতে হয়।

জন্মকুণ্ডলীতে শনির অবস্থান দুর্বল হলে উক্ত ব্যক্তির কোনও না কোনও রোগ- অসুখ হয়ে থাকে। স্বাস্থ্য এমন খারাপ হতে থাকে যে, মন ও শরীর কোনওটাই সাড়া দেয় না। কোনও কাজেই প্রেরণা পান না। প্রায়শই পেটের সমস্যার সম্মুখীন হতে হয়।

6 / 8
জন্মকুণ্ডলীতে শনি অশুভ অবস্থানে থাকলে ব্যক্তির মধ্যে খারাপ অভ্যাস গড়ে ওঠে। মদ, তামাক, সিগারেট, জুয়া ইত্যাদির দিকে ঝোঁক হতে শুরু করে। বাজে অভ্যাসের কারণে জীবনও নষ্ট হতে পারে।

জন্মকুণ্ডলীতে শনি অশুভ অবস্থানে থাকলে ব্যক্তির মধ্যে খারাপ অভ্যাস গড়ে ওঠে। মদ, তামাক, সিগারেট, জুয়া ইত্যাদির দিকে ঝোঁক হতে শুরু করে। বাজে অভ্যাসের কারণে জীবনও নষ্ট হতে পারে।

7 / 8
শনিকে শক্তিশালী করতে প্রতি শনিবার শনিদেবকে সরষের তেল নিবেদন করা উচিত। সেই সঙ্গে কালো কাপড় দুঃস্থদের মধ্যে দান করতে পারেন। সেই সঙ্গে বাড়ির প্রধান দরজার সামনে লবঙ্গ দিয়ে পান জ্বালিয়ে দিলেও শনির প্রকোপ থেকে মুক্তি পাওয়া যায়।

শনিকে শক্তিশালী করতে প্রতি শনিবার শনিদেবকে সরষের তেল নিবেদন করা উচিত। সেই সঙ্গে কালো কাপড় দুঃস্থদের মধ্যে দান করতে পারেন। সেই সঙ্গে বাড়ির প্রধান দরজার সামনে লবঙ্গ দিয়ে পান জ্বালিয়ে দিলেও শনির প্রকোপ থেকে মুক্তি পাওয়া যায়।

8 / 8
Follow Us: