ট্রেনে তো কমবেশি সকলেই চড়েন, কিন্তু কত ধরনের ট্রেন রয়েছে বা দীর্ঘতম-ক্ষুদ্রতম ট্রেন কোনটা জানেন কী?
এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের অন্য়তম রেল নেটওয়ার্ক ভারতীয় রেলওয়ে। এই নেটওয়ার্কে চলে বিভিন্ন ধরনের ট্রেন।
বৃহত্তম বা দীর্ঘতম ট্রেনের কথা হয়তো অনেকেই জানেন, কিন্তু সবথেকে ছোট যাত্রীবাহী ট্রেন কোনটা জানেন?
এই ট্রেনে মাত্র তিনটি কামরা রয়েছে। কত দূর যায় এই ট্রেন যায় জানেন? মাত্র ৯ কিলোমিটার।
এই ট্রেনটি হল নীলগিরি মাউন্টেন রেলওয়ে। এটি টয় ট্রেন নামেও পরিচিত।
এই ডেমু ট্রেনে ৩০০ জনের বসার আসন রয়েছে। তবে কম যাত্রী সংখ্যার কারণে ট্রেনের পরিষেবা যেকোনও দিন বন্ধ হয়ে যেতে পারে।
কোচি হার্বার টার্মিনাস থেকে এরনাকুলাম জংশন পর্যন্ত চলে এই ডেমু ট্রেন।
দিনে মাত্র দুইবার চলে এই ট্রেন। একবার সকালে, একবার বিকেলে।
৯ কিলোমিটার গতিপথে এই ট্রেনে মাত্র একটিই স্টপেজ রয়েছে। তবে যাত্রাপথ এতটাই সুন্দর ও মনোরম যে বহু পর্যটক এই ট্রেনে চড়েন।