Ratan Tata Quotes: রতন টাটার এই ৮ উক্তি যা বদলে দেবে জীবন…
ঈপ্সা চ্যাটার্জী |
Oct 10, 2024 | 3:52 PM
Ratan Tata: রতন টাটার গোটা জীবনটাই যেন আদর্শের এক খোলা বই। সাফল্যের শিখরে পৌঁছেও কীভাবে মাটিতে পা টিকিয়ে রাখতে হয় এবং নিজের জন্য নয়, দেশের দশের জন্য ভাবতে হয়, তা শিখিয়েছেন রতন টাটা। তাঁর বলা কয়েকটি উদ্ধৃতিই বদলে দিতে পারে আমার-আপনার জীবন।
1 / 10
রতন টাটা। তাঁর নামটাই যথেষ্ট পরিচয়। শুধু শিল্পপতি হিসাবেই নয়, একজন শ্রেষ্ঠ নেতৃত্ব হিসাবেও জনমানুষের কাছে তিনি পরিচিত। কাজের বাইরেও তাঁর নানা জনহিতৈষী উদ্যোগ দেশের ১৮০ কোটি মানুষের মণিকোঠায় স্থান দিয়েছে।
2 / 10
রতন টাটার গোটা জীবনটাই যেন আদর্শের এক খোলা বই। সাফল্যের শিখরে পৌঁছেও কীভাবে মাটিতে পা টিকিয়ে রাখতে হয় এবং নিজের জন্য নয়, দেশের দশের জন্য ভাবতে হয়, তা শিখিয়েছেন রতন টাটা। তাঁর বলা কয়েকটি উদ্ধৃতিই বদলে দিতে পারে আমার-আপনার জীবন।
3 / 10
লোহাকে কেউ বিনষ্ট করতে পারে না, তার নিজের মরচে ছাড়া। একইভাবে একজন মানুষকেও তাঁর চিন্তাধারা ছাড়া কিছু ধ্বংস করতে পারে না।
4 / 10
তোমার দিকে ছোড়া পাথরগুলি সংগ্রহ করো এবং তা দিয়েই ইমারত তৈরি করো।
5 / 10
জীবনে ওঠা-পড়া খুব জরুরি কারণ ইসিজি-তেও সোজা লাইন বোঝায় যে আমরা জীবিত নেই।
6 / 10
যদি দ্রুত এগোতে চাও, তবে একা হাঁটো, কিন্তু যদি অনেক দূর যেতে চাও, তবে সকলকে নিয়ে চলো।
7 / 10
নেতৃত্ব মানে কোনও কিছুর দায়িত্ব পাওয়া নয়, তোমার অধীনে থাকা সকলের দেখভাল করাই আসল নেতৃত্ব।
8 / 10
কোন পদে রয়েছো, তা দিয়ে সাফল্য মাপা হয় না, বাকিদের উপরে তোমার কী প্রভাব, তা দিয়ে বিচার করা হয়।
9 / 10
আমি ভাগ্যে বিশ্বাস করি না। আমি প্রস্তুতি ও কঠোর পরিশ্রমে বিশ্বাস রাখি।
10 / 10
সহানুভূতি ও দয়াবোধ একজন নেতার সবথেকে বড় শক্তি।