তন্নিষ্ঠা ভাণ্ডারী
Oct 14, 2024 | 1:24 PM
ফেস্টিভাল অব ইন্ডিয়ার শেষ দিন আজ। পালিত হচ্ছে বিজয়া দশমী। রীতি মেনে চলছে মায়ের বরণ।
গত বছরের মতো এবারও দিল্লির ধ্যানচাঁদ স্টেডিয়ামে দুর্গা পুজোর আয়োজন করেছিল TV9। সঙ্গে ছিল মেলার আয়োজন।
রবিবার সেই ফেস্টিভালের শেষ দিন। বরণ উপলক্ষে এদিন সাদা-লাল পাড় শাড়ি পরে উপস্থিত হয়েছেন মহিলারা। রীতি মেনে সিঁদুর, আলতা পরিয়ে, পান-মিষ্টি দিয়ে বরণ করা হচ্ছে দেবী দুর্গাকে।
দিল্লিবাসী বহু বাঙালি উপস্থিত হয়েছেন সেখানে। বাংলা থেকে দূরে থেকেও সিঁদুর খেলার স্বাদ নিতে পারছেন তাঁরা। একে অপরকে সিঁদুর পরিয়ে বিজয়া পালন করছেন।
গত কয়েকদিন ধরে শুধু দুর্গা পুজোই নয়, নানা উৎসবের আয়োজন ছিল স্টেডিয়ামে। ডান্ডিয়া থেকে গারবা, বিভিন্ন প্রদেশের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে সামিল হয়েছিলেন অনেকেই।
কেন্দ্রীয় মন্ত্রী সহ বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি ছিল গত কয়েকদিন ধরে। দল-মত নির্বিশেষে পুজোয় যোগ দিয়েছিলেন রাজনীতিক থেকে বিক্ষিন্ন ক্ষেত্রের মানুষ।