
নরেন্দ্র মোদীর ৩.০ সরকারের প্রথম বাজেটে পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর প্রথম বাজেটেই ঢালাও বরাদ্দ পেল এনডিএ-র শরিক দুই রাজ্য, বিহার ও অন্ধ্র প্রদেশ। এরপরই প্রশ্ন উঠছে, বাংলা কী পেল?

এবারের বাজেটে বিহার ও অন্ধ্র প্রদেশের জন্য বিশেষ আর্থিক ঘোষণার পাশাপাশি বিহারের পর্যটনের উন্নয়নে বড় ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কিন্তু, বাংলার কপালে মেট্রো আর বাণিজ্য সড়ক প্রকল্প ছাড়া কিছুই জোটেনি

প্রতীকী ছবি এবারের বাজেটে ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের জন্য বড় ঘোষণা করেছেন নির্মলা সীতারামন। এই প্রকল্পে বাজেট বরাদ্দ এক লাফে ৬০০ কোটি টাকা থেকে বেড়ে ৯০৬ কোটি করা হয়েছে

কলকাতার জোকা-বিবাদিবাগ ভায়া মাঝেরহাট মেট্রো প্রকল্পের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। গতবার এই প্রকল্পে বরাদ্দ ছিল ৮০০ কোটি টাকা। এবার সেটা বেড়ে হল ১২০৮.৬১ কোটি টাকা

এবারের বাজেটে সামগ্রিকভাবে গোটা দেশের পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর দেওয়া হয়েছে। তবে এই খাতেও বাংলা পেল কেবল কলকাতা-অমৃতসর বাণিজ্য সড়ক

মোদী সরকারের ৩.০ বাজেটে দেশের পূর্বাঞ্চলের উন্নয়নে পূর্বোদয় প্রকল্পে বিশেষ জোর দেওয়া হয়েছে। এই প্রকল্পে বিহার, ঝাড়খন্ড, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে পশ্চিমবঙ্গকেও

পূর্বোদয় প্রকল্প বলতে ৫ রাজ্যের মানবসম্পদ উন্নয়ন, পরিকাঠামো উন্নয়ন এবং অর্থনৈতিক সুযোগ বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন রকম কাজ করা হবে। কিন্তু, বাংলার জন্য মেট্রো প্রকল্প এবং বাণিজ্য সড়ক ছাড়া আর কিছুই ঘোষণা করা হয়নি। বন্যা রোধেও কোনও বরাদ্দ মেলেনি

মোদী ৩.০ সরকারের প্রথম বাজেটে বাংলার ঝুলিতে আদৌ কিছই মেলেনি বলে ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরও এক ধাপ এগিয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তোপ, "ধারাবাহিকভাবে লাঞ্ছনা এবং বঞ্চনার শিকার বাংলা"