বিয়ের সানাই বাজতে চলেছে অভিনেতা ও প্রযোজক বিদ্যুৎ জামওয়ালের জীবনে। আরও এক হাই প্রোফাইল বিবাহ অনুষ্ঠান দেখতে চলেছে বলিউড।
পাত্রী বিদ্যুতের দীর্ঘদিনের বান্ধবী নন্দিতা মহতানি। পেশায় তিনি একজন ফ্যাশন ডিজ়াইনার। বলি অন্দরে বেশ সুখ্যাতি আছে তাঁর।
অভিনব কায়দায় নন্দিতাকে আংটি পরিয়েছেন বিদ্যুৎ। আগ্রায় মিলিটারি ক্যাম্পে ১৫০ মিটারের ব়্যাপেলিং করার সময় প্রেমিকাকে আংটি পরান বিদ্যুৎ।
তারপর তাজ মহলের উদ্দেশে রওনা হন দু'জনে। কিছুদিন আগেই তাঁদের তাজ মহলের ছবি ভাইরাল হয়েছিল। এটাই সেই ছবির নেপথ্যের কাহিনি।
সেই ছবিতে নন্দিতার আঙুলে বড় আংটি দেখে অনেকে অনুমান করেছিলেন তাঁদের বাগদান পর্ব হয়ে গিয়েছে। সে সময় অবশ্য মুখে কুলুপ এঁটেছিলেন এই দুই তারকা।
বাগদানের কথা আগেই ঘোষণা করে দিতেন যদি প্রিয় বন্ধু সিদ্ধার্থ শুক্লার মৃত্যু না ঘটত। তেমনটাই জানিয়েছেন বিদ্যুৎ।
বাগদান ঘোষণার ছবিতে ক্যাপশনে বিদ্যুৎ লিখেছেন, "কমান্ডোদের মতো আংটি পরিয়েছি।"