
দেশের বাজেট তৈরি করা সহজ কাজ নয়। নির্মলা সীতারমনেরও একটি 'বাজেট আর্মি' রয়েছে। যার মধ্যে অন্যতম ৫ সদস্য।

২০২৪-২৫ অর্থবর্ষের জন্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। তবে এই বাজেট চার মাসের জন্য কার্যকর হবে।

লোকসভা নির্বাচন হওয়ার পর নবনির্বাচিত সরকার নতুন বাজেট পেশ করবে।

নতুন সরকার নির্বাচিত হওয়ার পর জুলাই মাসে বাজেট পেশ করা হতে পারে।

কোনও বছরে নির্বাচন থাকলে, তখনই অন্তর্বর্তী বাজেট পেশ করা হয়। এই বাজেটে সরকারের আয়-ব্যয়ের সামগ্রিক চিত্র তুলে ধরা হয়।

জাতীয় নির্বাচন কমিশনের কড়া নিয়ম রয়েছে যে অন্তর্বর্তী বাজেটে এমন কিছু উল্লেখ করা যাবে না, যা ভোটারদের প্রভাবিত করতে পারে। এই কারণে অন্তর্বর্তী বাজেটে করের কাঠামো বা কোনও গুরুত্বপূর্ণ নীতি পরিবর্তন করা হয় না।

এবারের বাজেটে সেই কারণেই বিশেষ কোনও ঘোষণা করা হবে না বলেই মনে করা হচ্ছে।