মাঘ মাসের পঞ্চমী তিথিতে পূজিত হন দেবী সরস্বতী। বিদ্যার এবং জ্ঞানের দেবী। তাঁর এক হাতে থাকে বীণা। সঙ্গীত নিয়েই যাঁদের সব, তাঁদের কাছেও বিশেষ ভাবে সমাদৃত দেবী সরস্বতী। তিনিই সৃষ্টি কর্তা ব্রহ্মার মানস কন্যাও বটে।
বিশ্বাস ভক্তিভরে মায়ের আরাধনা করলে, পড়াশোনায় ভাল ফল হয়। বিদ্যা ও জ্ঞানের আধার হয়ে ওঠা যায়। সব পুজো করার বেশ কিছু নিয়মাবলিও থাকে। ওই যে কথায় বলে 'যে ঠাকুর যে ফুলে তুষ্ট'। কথাটা কিন্তু দেবী সরস্বতীর ক্ষেত্রেও প্রযোজ্য। জানেন কোন ফুল দিয়ে পুজো করলে তুষ্ট হন দেবী?
হিন্দু শাস্ত্র মতে, সরস্বতী পুজোয় পলাশ ফুলের বিশেষ গুরুত্ব রয়েছে। পলাশ ফুল সরস্বতী পুজোর অন্যতম প্রধান উপচার। সরস্বতী পুজোতে পলাশ ফুল দিতেই হয়।
এক মতে, বিদ্যার দেবী হিসেবে জনপ্রিয় হলেও সরস্বতী আসলে ঊর্বরতার প্রতীক। ঋতুমতী নারীই গর্ভধারণে সমর্থ। পলাশ রক্তবর্ণ। তাই পলাশ ফুল প্রজননের প্রতীক। লাল রঙের এই ফুলকেই কয়েক হাজার বছর ধরে নিবেদন করা হয় সরস্বতীর চরণে। এভাবেই শ্বেতশুভ্রা দেবী হয়ে উঠেছেন পলাশপ্রিয়া।
পুরুলিয়া বাঁকুড়া অঞ্চলের স্থানীয় জনজাতিদের মধ্যে আজও বিশ্বাস, পলাশ পাতা বন্ধ্যাত্ব দূর করে। সন্তান লাভের জন্য মেয়েরা পলাশপাতা বেটে খান।
পলাশ ফুল অনেক জায়গায় তেসু নামেও পরিচিত। পলাশ ফুলেরও অনেক ঔষধি গুণ রয়েছে। পলাশ গাছের ফুল, বীজ এবং শিকড় থেকে ওষুধ তৈরি করা হয় এবং এটি আয়ুর্বেদে ব্যবহৃত হয়ে আসছে।
মাঘ মাসের পরেই আসে বসন্ত কাল। এই সময়ে বিশেষ করে রাঙা হয়ে ফুটে ওঠে পলাশ ফুল। যাকে রক্ত পলাশ বলে। (সব ছবি - Getty Images)