Maha Kumbh and Maha Shivratri 2025: মাঘী পূর্ণিমা এবং শিবরাত্রির স্নানকে কেন রাজকীয় স্নান বলা হয়? কেন শুধু অমৃত স্নানই করেন নাগা সাধুরা?

Feb 24, 2025 | 5:50 PM

Maha Kumbh and Maha Shivratri 2025: ধর্মীয় দিক থেকেও এই স্নান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনে লক্ষ লক্ষ ভক্ত ভিড় করবেন সঙ্গমে। তবে কেন এই দুই স্নান অমৃত স্নান নয়, কেনই বা কুম্ভ শেষের আগে কুম্ভ প্রাঙ্গণ ত্যাগ করলেন নাগা সাধুরা?

1 / 8
১৩ জানুয়ারি প্রয়াগরাজে শুরু হয়েছিল মহাকুম্ভ। ১৪৪ বছর পর ফের হাজির হয়েছে মহাকুম্ভের মহা যোগ। জ্যোতিষ শাস্ত্র বলছে ১২টি পূর্ণ কুম্ভের চক্র সম্পন্ন হলে আবার ১৪৪ বছর পরেই আয়োজিত হবে এই মহাকুম্ভ। এরপর মকর সংক্রান্তির দিনে অনুষ্ঠিত হয় প্রথম অমৃত স্নান, মৌনী অমাবস্যার দিনে দ্বিতীয় অমৃত স্নান এবং বসন্ত পঞ্চমীর শুভ ক্ষণে তৃতীয় অমৃত স্নান করেন নাগা সাধু, সন্ন্যাসী, সাধারণ মানুষ, পুণ্যার্থীরা।

১৩ জানুয়ারি প্রয়াগরাজে শুরু হয়েছিল মহাকুম্ভ। ১৪৪ বছর পর ফের হাজির হয়েছে মহাকুম্ভের মহা যোগ। জ্যোতিষ শাস্ত্র বলছে ১২টি পূর্ণ কুম্ভের চক্র সম্পন্ন হলে আবার ১৪৪ বছর পরেই আয়োজিত হবে এই মহাকুম্ভ। এরপর মকর সংক্রান্তির দিনে অনুষ্ঠিত হয় প্রথম অমৃত স্নান, মৌনী অমাবস্যার দিনে দ্বিতীয় অমৃত স্নান এবং বসন্ত পঞ্চমীর শুভ ক্ষণে তৃতীয় অমৃত স্নান করেন নাগা সাধু, সন্ন্যাসী, সাধারণ মানুষ, পুণ্যার্থীরা।

2 / 8
তৃতীয় অমৃত স্নান সেরেই নিজ নিজ আখাড়া আস্তানার দিকে পা বাড়িয়েছেন নাগা সাধুরা। তবে এখনও আরও দুটি স্নান বাকি আছে, যা মাঘী অমাবস্যা এবং মহাশিবরাত্রির দিন অনুষ্ঠিত হবে। যদিও এই দুই স্নান অমৃত স্নান নয়। এই দুই দিনের বিশেষ স্নান রাজকীয় স্নান নামে পরিচিত।

তৃতীয় অমৃত স্নান সেরেই নিজ নিজ আখাড়া আস্তানার দিকে পা বাড়িয়েছেন নাগা সাধুরা। তবে এখনও আরও দুটি স্নান বাকি আছে, যা মাঘী অমাবস্যা এবং মহাশিবরাত্রির দিন অনুষ্ঠিত হবে। যদিও এই দুই স্নান অমৃত স্নান নয়। এই দুই দিনের বিশেষ স্নান রাজকীয় স্নান নামে পরিচিত।

3 / 8
ধর্মীয় দিক থেকেও এই স্নান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনে লক্ষ লক্ষ ভক্ত ভিড় করবেন সঙ্গমে। তবে কেন এই দুই স্নান অমৃত স্নান নয়, কেনই বা কুম্ভ শেষের আগে কুম্ভ প্রাঙ্গণ ত্যাগ করলেন নাগা সাধুরা?

ধর্মীয় দিক থেকেও এই স্নান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনে লক্ষ লক্ষ ভক্ত ভিড় করবেন সঙ্গমে। তবে কেন এই দুই স্নান অমৃত স্নান নয়, কেনই বা কুম্ভ শেষের আগে কুম্ভ প্রাঙ্গণ ত্যাগ করলেন নাগা সাধুরা?

4 / 8
মহাকুম্ভমেলা গ্রহ এবং জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে আয়োজিত হয়। মূলত যখন সূর্য মকর রাশিতে থাকে এবং বৃহস্পতি বৃষ রাশিতে থাকে, তখন যে বিশেষ যোগ তৈরি হয় সেই সময় স্নানকে অমৃত স্নান হিসেবে বিবেচনা করা হয়। এই বছর মকর সংক্রান্তি, মৌনী অমাবস্যা এবং বসন্ত পঞ্চমীর দিনে এই বিশেষ শুভ যোগ তৈরি হয়েছিল। অতএব, এই তিথিগুলিতেই অমৃত স্নান করা হয়।

মহাকুম্ভমেলা গ্রহ এবং জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে আয়োজিত হয়। মূলত যখন সূর্য মকর রাশিতে থাকে এবং বৃহস্পতি বৃষ রাশিতে থাকে, তখন যে বিশেষ যোগ তৈরি হয় সেই সময় স্নানকে অমৃত স্নান হিসেবে বিবেচনা করা হয়। এই বছর মকর সংক্রান্তি, মৌনী অমাবস্যা এবং বসন্ত পঞ্চমীর দিনে এই বিশেষ শুভ যোগ তৈরি হয়েছিল। অতএব, এই তিথিগুলিতেই অমৃত স্নান করা হয়।

5 / 8
মাঘ পূর্ণিমার দিন, বৃহস্পতি বৃষ রাশিতে থাকবে, কিন্তু সূর্য থাকবে কুম্ভ রাশিতে। শিবরাত্রির দিনও সূর্য কুম্ভ রাশিতে অবস্থান করবে, তাই এই দিনের স্নানকেও অমৃত স্নান হিসেবে বিবেচনা করা হবে না। তবে, মাঘ পূর্ণিমা এবং মহাশিবরাত্রিতে স্নান করাও অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। এই দুটি তিথিতেই পবিত্র সঙ্গমে স্নান করলে বিশেষ পুণ্য লাভ হয়। সেই স্নানকে রাজকীয় স্নান বলা হয়।

মাঘ পূর্ণিমার দিন, বৃহস্পতি বৃষ রাশিতে থাকবে, কিন্তু সূর্য থাকবে কুম্ভ রাশিতে। শিবরাত্রির দিনও সূর্য কুম্ভ রাশিতে অবস্থান করবে, তাই এই দিনের স্নানকেও অমৃত স্নান হিসেবে বিবেচনা করা হবে না। তবে, মাঘ পূর্ণিমা এবং মহাশিবরাত্রিতে স্নান করাও অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। এই দুটি তিথিতেই পবিত্র সঙ্গমে স্নান করলে বিশেষ পুণ্য লাভ হয়। সেই স্নানকে রাজকীয় স্নান বলা হয়।

6 / 8
মহাকুম্ভের চতুর্থ মহাস্নান মাঘ পূর্ণিমার দিনে অর্থাৎ বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫ তারিখে করা হবে। মহাকুম্ভের শেষ মহাস্নান মহাশিবরাত্রির শুভ তিথি উপলক্ষে ২৬শে ফেব্রুয়ারী ২০২৫ অনুষ্ঠিত হবে।

মহাকুম্ভের চতুর্থ মহাস্নান মাঘ পূর্ণিমার দিনে অর্থাৎ বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫ তারিখে করা হবে। মহাকুম্ভের শেষ মহাস্নান মহাশিবরাত্রির শুভ তিথি উপলক্ষে ২৬শে ফেব্রুয়ারী ২০২৫ অনুষ্ঠিত হবে।

7 / 8
হিন্দু ধর্মে, মহাকুম্ভের সময় অমৃত স্নানের একটি বিশেষ তাৎপর্য রয়েছে। ধর্মীয় বিশ্বাস অনুসারে, মহাকুম্ভে স্নান করলে কোনও ব্যক্তির শরীর পবিত্র হয় এবং তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হন। মোক্ষ লাভের পথ প্রশস্ত হয়। এছাড়াও, বসন্ত পঞ্চমীর দিনে সঙ্গমের তীরে অমৃত স্নান করলে দেবী সরস্বতীর আশীর্বাদ পাওয়া যায় এবং ব্যক্তি জীবনে সুখ-শান্তি বজায় থাকে।

হিন্দু ধর্মে, মহাকুম্ভের সময় অমৃত স্নানের একটি বিশেষ তাৎপর্য রয়েছে। ধর্মীয় বিশ্বাস অনুসারে, মহাকুম্ভে স্নান করলে কোনও ব্যক্তির শরীর পবিত্র হয় এবং তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হন। মোক্ষ লাভের পথ প্রশস্ত হয়। এছাড়াও, বসন্ত পঞ্চমীর দিনে সঙ্গমের তীরে অমৃত স্নান করলে দেবী সরস্বতীর আশীর্বাদ পাওয়া যায় এবং ব্যক্তি জীবনে সুখ-শান্তি বজায় থাকে।

8 / 8
নাগা সাধুদের কাছে অমৃত স্নান সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। শাস্ত্র মতে অমৃত স্নানের যোগ তৈরি হলে মধ্য রাতে বা ভোরে প্রথম সঙ্গমে নেমে স্নান করেন নাগা সাধুরা। তারপরেই বাকিরা স্নানের অনুমতি পান। বিশ্বাস তাঁদের স্নান করার আগে স্নান সেরে নিলে তাঁর গুরুত্ব কমে যায়। অমৃত স্নান হয়ে গেলেই নিজেদের ডেরায় ফিরে যান নাগা সাধুরা। কারণ এর পরে আখাড়ায় ফিরে বিশেষ সাধনায় মগ্ন হন তাঁরা। সেই কারণে অমৃত স্নান সেরে সত্তর কুম্ভ ত্যাগ করেন নাগা সাধুরা।

নাগা সাধুদের কাছে অমৃত স্নান সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। শাস্ত্র মতে অমৃত স্নানের যোগ তৈরি হলে মধ্য রাতে বা ভোরে প্রথম সঙ্গমে নেমে স্নান করেন নাগা সাধুরা। তারপরেই বাকিরা স্নানের অনুমতি পান। বিশ্বাস তাঁদের স্নান করার আগে স্নান সেরে নিলে তাঁর গুরুত্ব কমে যায়। অমৃত স্নান হয়ে গেলেই নিজেদের ডেরায় ফিরে যান নাগা সাধুরা। কারণ এর পরে আখাড়ায় ফিরে বিশেষ সাধনায় মগ্ন হন তাঁরা। সেই কারণে অমৃত স্নান সেরে সত্তর কুম্ভ ত্যাগ করেন নাগা সাধুরা।

Next Photo Gallery