Bangla News Photo gallery You Can Sleep Peacefully in Train, Indian Railways Helpline Number 139 Will Wake you Up Before Station
Indian Railways: দূরপাল্লার ট্রেনে এবার নিশ্চিন্তে ঘুমান, স্টেশন এলে ডেকে দেওয়ার দায়িত্ব এর…
ঈপ্সা চ্যাটার্জী |
Jun 08, 2024 | 11:51 AM
Indian Railways: দূরপাল্লার ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে তাদের চিন্তা থাকে যে নির্দিষ্ট স্টেশনে যদি ঘুম না ভাঙে? এই ভয়ে অনেকে রাতে ট্রেনে ঘুমানও না। আপনিও যদি এই দলে পড়েন, তবে চিন্তার কোনও কারণ নেই।
1 / 7
প্রতীকী ছবি
2 / 7
দূরপাল্লার ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে তাদের চিন্তা থাকে যে নির্দিষ্ট স্টেশনে যদি ঘুম না ভাঙে? এই ভয়ে অনেকে রাতে ট্রেনে ঘুমানও না। আপনিও যদি এই দলে পড়েন, তবে চিন্তার কোনও কারণ নেই।
3 / 7
এবার থেকে ট্রেনে আপনার ঘুম ভাঙানোর দায়িত্ব নেবে ভারতীয় রেলই। এর জন্য আপনাকে শুধু একটাই কাজ করতে হবে। ট্রেনে ওঠার আগে ১৩৯ নম্বরে পাঠাতে হবে মেসেজ।
4 / 7
এখানে আপনি নিজের পছন্দসই ভাষা বেছে নিয়ে, যে ট্রেনে যাচ্ছেন, তার ১০ সংখ্যার পিএনআর নম্বর লিখতে হবে এবং কোন স্টেশনে নামবেন, তা উল্লেখ করতে হবে।
5 / 7
যদি ১৩৯ নম্বরে মেসেজ পাঠান। তবে রেলের তরফেই আপনাকে ঘুম থেকে উঠিয়ে দেবে। স্টেশনে পৌঁছনোর ২০ মিনিট আগেই আপনার ফোনে অ্যালার্ম বাজতে শুরু করবে।
6 / 7
এরফলে আপনি ট্রেনে নিশ্চিন্তে ঘুমাতে পারবেন। স্টেশন মিস হওয়ার ভয় থাকবে না।
7 / 7
এছাড়া আপনার যদি ট্রেনে যাত্রার সময় অন্য কোনও পরিষেবা বা সাহায্যের প্রয়োজন পড়ে, তবে আপনি "রেল মাদাদ" ওয়েবসাইটে গিয়েও অভিযোগ বা সাহায্য চাইতে পারেন।