Amitabh Bachchan: ধর্মেন্দ্রর জন্য আর অপেক্ষা নয়, অমিতাভকে দেখা মাত্রই পরিচালক স্থির করেছিলেন, তাঁকে দিয়েই তৈরি হবে জঞ্জির।
Follow Us:
বলিউডের তখন ব্যস্ততম অভিনেতা ধর্মেন্দ্র। ছবিতে প্রথমে কাজ করার কথা ছিল খোদ ধর্মেন্দ্র। কারণ, ধর্মেন্দ্রর কাছেই ছিল একমাত্র এই ছবির স্ক্রিপ্ট। তিনি সেটি নিয়ে হাজির হয়েছিলেন প্রকাশ মেহরার কাছে।
সেই সময় ধর্মেন্দ্র হাতে বিন্দুমাত্র সময় ছিল না। একের পর এক প্রজেক্ট নিয়ে তিনি আগামী এক বছর ছিলেন বেজায় ব্যস্ত। সেই মুহূর্তে মাত্র ৩৫০০ টাকার বিনিময়ে তাঁর কাছ থেকে স্ক্রিপ্টটি কিনে নিয়েছিলেন প্রকাশ মেহরা।
তবে ছবির জন্য পরিচালক অপেক্ষায় ছিলেন ধর্মেন্দ্রর। তাঁকে দিয়েই করাবেন বলে স্থির করেছিলেন। দিনের পর দিন কেবল অপেক্ষাতেই কেটে যায়। ছবির নাম জঞ্জির, যা পরবর্তীতে ঝড় তোলে বলিউডের ইতিহাসে।
কঠিন লড়াইয়ের পর অ্যাঙ্গরি ইয়াং ম্যান তকমা পেয়ে বলিউডে নিজের পায়ের তলার জমি শক্ত করছিলেন তখন অমিতাভ বচ্চন। সেই সময় প্রকাশ মেহেরার চোখে পড়েন তিনি। মুহূর্তে পরিচালক স্থির করেন, এই ছবি অমিতাভকে দিয়েই তিনি করাবেন।
ছবির প্রিমিয়ারে এসেছিলেন জয়া। কিন্তু ছবির গুণগত মান এতটাই নিম্নমানের ছিল যে স্বামীর ছবিও হলে বসে পুরোটা দেখতে পারেননি তিনি। পরবর্তীতে এ কথা খোদ জানিয়েছিলেন অমিতাভই।