AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

একুশের বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গেই জোট, সিলমোহর কংগ্রেস হাইকমান্ডের

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে হাত হাতুড়ি কাস্তে তারা ‘এক’ হয়েই লড়বে।

একুশের বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গেই জোট, সিলমোহর কংগ্রেস হাইকমান্ডের
| Updated on: Dec 24, 2020 | 9:04 PM
Share

নয়া দিল্লি: আর কোনও কিন্তু নয়। রাজ্য বিধানসভা নির্বাচনে জোট করেই লড়বে প্রদেশ কংগ্রেস এবং সেই জোট হবে বামেদের সঙ্গেই। অর্থাৎ, আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে হাত হাতুড়ি কাস্তে তারা ‘এক’ হয়েই লড়বে।

আরও পড়ুন: আমাকে বিশ্বভারতী কোনও আমন্ত্রণ জানায়নি, নবান্নে মুখ খুললেন মমতা

 বৃহস্পতিবার জোটের প্রস্তাবে সিলমোহর দিলেন কংগ্রেস হাইকমান্ড (Congress High command) সোনিয়া গান্ধী। শীর্ষ নেতৃত্বের সুবজ সংকেত পেয়েই টুইট করে প্রদেশ কংগ্রেস সভাপতি জানিয়ে দিলেন, “পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গে জোটে সায় দিয়েছে হাইকমান্ড।”

অধীর রঞ্জন চৌধুরীর (Adhir Chowdhury) এই ট্যুইটের পরই বিধানসভার উপ দলনেতা তথা বিধায়ক নেপাল মাহাতো টুইট করে জানালেন, একুশের এই বাম-কংগ্রেস জোটের মুখ অধীর রঞ্জন চৌধুরীই।

যদিও এই বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি সিপিএম। কোনও রকম প্রতিক্রিয়া আসেনি সিপিএমের শরিক সিপিআই, আরএসপি কিংবা ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকেও।

আরও পড়ুন: পদত্যাগ করতে চান যাদবপুরের উপাচার্য, ঘনিষ্ঠমহলে ইঙ্গিত সুরঞ্জন দাসের

‘জোটের মুখ’ নিয়ে পরিষ্কার ভাবে কিছু না বললেও বিধানসভার বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী কংগ্রেসের এই সিদ্ধান্তকে স্বাগতই জানিয়েছেন। তাঁর কথায়, “তৃণমূল-বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হবে একযোগে। এটাই আমাদের কাজ।”

অতীতে একাধিকবার বাম-কংগ্রেস জোটবদ্ধ হয়েই ভোটের লড়াই লড়েছে। তবে ফল আশানুরূপ হয়নি। কারণ বিশ্লেষণে দুই দলের নেতারাই জোট নিয়ে কোনও স্পষ্ট অবস্থান না থাকাকেই অন্যতম কারণ হিসেবে দর্শিয়েছেন। ষোলোর বিধানসভা কিংবা উনিশের লোকসভা,   তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে কার্যত ভরাডুবি হয়েছে বামেদের। সেদিক থেকে কিছুটা হলেও মুখ রক্ষা হয়েছে কংগ্রেসের। তাই এবার অনেক আগে থেকেই ময়দানে জোটপন্থীরা। জোট জল্পনা উসকে দিয়ে ‘বন্ধুত্বের পথ’ আগেই খুলে দিয়েছিলেন সোমেন মিত্র, বিমান বসুরা। এবার সোমেন পরবর্তী সময়ে সেই বন্ধুতাকে সুদুরপ্রসারী করার লক্ষ্যে আরও একধাপ এগোলেন অধীর চৌধুরীও। জোটের প্রশ্নে সম্মতি জানিয়েছে বামেরাও, তবে ‘মুখের প্রশ্নে’ কী অবস্থান নেবে বামেরা, নজর এখন সেদিকেই ।