‘তৃণমূল করে ভুল করেছি’, শুভেন্দুর মঞ্চে কান ধরে ওঠবোস বিজেপি নেতার
ভোটের নির্ঘণ্ট (West Bengal Assembly election) ঘোষণা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। দলে দলে রাজনীতিতে যোগ দিয়েছেন অভিনেতা-অভিনেত্রীরা। তবে রাজনীতিতে তারকারা থাকুন বা নাই থাকুন বাংলার রাজনীতি কার্যত রঙ্গমঞ্চে পরিণত হয়েছে। ২০২১-এর নির্বাচনে দলবদল কোনও নতুন ঘটনা নয়। তাই বলে মঞ্চে দাঁড়িয়ে ওঠবোস করছেন নেতা, এমন দৃশ্য বোধ হয় তারই প্রমাণ। বুধবার শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) পিংলার […]
ভোটের নির্ঘণ্ট (West Bengal Assembly election) ঘোষণা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। দলে দলে রাজনীতিতে যোগ দিয়েছেন অভিনেতা-অভিনেত্রীরা। তবে রাজনীতিতে তারকারা থাকুন বা নাই থাকুন বাংলার রাজনীতি কার্যত রঙ্গমঞ্চে পরিণত হয়েছে। ২০২১-এর নির্বাচনে দলবদল কোনও নতুন ঘটনা নয়। তাই বলে মঞ্চে দাঁড়িয়ে ওঠবোস করছেন নেতা, এমন দৃশ্য বোধ হয় তারই প্রমাণ।
বুধবার শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) পিংলার জনসভায় তাঁর হাত ধরে বিজেপিতে (BJP) যোগ দেন পিংলার ২ নম্বর ব্লকের তৃণমূল সম্পাদক সুশান্ত পাল। শুভেন্দু ঘনিষ্ঠ হিসেবে অনেক দিন ধরেই পরিচিত ছিলেন তিনি। অবশেষে শুভেন্দুর হাত থেকেই এ দিন তুলে নিলেন গেরুয়া পতাকা। আর তারপরই যে কাণ্ড ঘটালেন তাতে মঞ্চেই উঠল হাসির রোল।