প্রতারিত হিন্দুদের ভারতে স্থান দেওয়ার আইন আনতে চাইলে বাংলায় হিংসা হয় কেন?
প্রচারে মঙ্গলবার মালদার বুকে দাঁড়িয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দিলেন হুঁশিয়ারি।
ভোট (West Bengal Election 2021) প্রচারে মঙ্গলবার মালদার বুকে দাঁড়িয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দিলেন হুঁশিয়ারি। প্রকাশ্য সভায় দাঁড়িয়ে তিনি বললেন, “বাংলায় রামদ্রোহীদের কোনও জায়গা নেই।” তাঁর আরও কটাক্ষ, ‘বাংলায় হিংসার ভূমি হয়ে উঠছে।’ মালদহের গাজোল কলেজ মাঠে দাঁড়িয়ে পরিবর্তনের ডাক দিলেন তিনি।