Vaastu Dosh: কোন ৩ লক্ষণ দেখলে বুঝবেন আপনার বাস্তুদোষ রয়েছে?
Vaastu Dosh: নেতিবাচক প্রভাব পড়ে গোটা পরিবারের উপর। আপনার জীবনে কোনও নেতিবাচক প্রভাব নেই তো? কী ভাবে বুঝবেন? শেখাচ্ছে বাস্তু শাস্ত্র।
বাস্তু শক্তি অত্যন্ত সূক্ষ্ম এক শক্তি। অথচ আমাদের দৈনন্দিন জীবনে এর প্রভাব সুদূরপ্রসারী। বাস্তু বিশেষজ্ঞদের মতে বাড়ির বাস্তু ঠিক থাকলে জীবনে সুখ-সমৃদ্ধি আসে। ইতিবাচক প্রভাব বজায় থাকে। আবার বাস্তু বিগড়ে গেলে জীবনে নেমে আসে চরম দুর্ভোগ। নেতিবাচক প্রভাব পড়ে গোটা পরিবারের উপর। আপনার জীবনে কোনও নেতিবাচক প্রভাব নেই তো? কী ভাবে বুঝবেন? শেখাচ্ছে বাস্তু শাস্ত্র।
১। অনেকসময় আমরা আমাদের কমফোর্ট জোন থেকে বেরোতে চাই না। সেটা আমাদের জন্য খারাপ বুঝতে পেরেও না। আমরা সেই পরিস্থিতির সঙ্গে এতটাই অভ্যস্ত হয়ে পড়ি যে, সেই অবস্থান থেকে বেরিয়ে আসতে পারি না। ফলে চাকরি বা ব্যবসায়, অথবা ব্যাক্তিগত জীবনে ক্রমাগত ক্ষতির সম্মুখীন হই। ব্যাক্তিগত জীবনও কারও সঙ্গে সম্পর্ক তিক্ত হয়ে যাওয়ার পরেও সেই ‘টক্সিক’ সম্পর্ক আঁকড়ে বাঁচতে চাই। এটা কিন্তু বাস্তু দোষের লক্ষণ।
২। অনেক সময় আমাদের কাজের উদ্যম কমে আসে। হয়তো রাতে ৭ থেকে ৮ ঘন্টা ভালো ঘুমোচ্ছেন, রোজকার রুটিনও ঠিক আছে। তা সত্ত্বেও, সকালে ঘুম থেকে উঠলেই ক্লান্ত এবং দুর্বল লাগে। কোনও কাজ করতে ইচ্ছে করে না। প্রায়শই যদি এটা ঘটতে থাকে তাহলে বুঝতে হবে বাস্তুতে কোনও সমস্যা আছে।
৩। হয়তো কর্মক্ষেত্রে আপনি ভালো কাজ করেন। অথবা আপনার নিজের ব্যবসাটি খুব ভাল চলছে। প্রতি মাসে ভালো আয় হয়। পরিবারের কোনও গুরুত্বপূর্ণ কাজ বন্ধ থাকে না। জীবন ভালোই চলছে, অথচ সঞ্চয় হচ্ছে না। হাতে কিছুতেই টাকা থাকে না। ভবিষ্যতের জন্যও কোনও বিনিয়োগ করে উঠতে পারছেন না। এমন হলে কিন্তু বুঝতে হবে বাস্তু দোষ রয়েছে।