Vaastu Tips: বাড়ির পাশে এক নাগাড়ে কাক ডাকছে? শুভ না অশুভ লক্ষণ, বুঝবেন কী ভাবে?
Vaastu Tips: বাস্তু শাস্ত্র অনুসারে, বাড়ির কোনও একদিকে যদি অনেক কাক একসঙ্গে বসে থাকে, তার অর্থ সামনে বিপদ ঘনিয়ে আসছে।
বাড়ির আশেপাশে ডাকছে কাক। চারপাশ ছেয়ে গিয়েছে কাকে। এমন ঘটনা মাঝে মাঝেই আমরা দেখতে পাই। তারপরেই হয়তো জীবনে কোনও পরিবর্তন আসে আমাদের। যদিও আমাদের অবুঝ মন সেই সবের মধ্যে কোনও যোগাযোগ আছে কিনা তা বুঝতে পারে না। বাড়ির চারপাশে কাক ডাকাটা কি ভাল না এটা কোনও অশুভ লক্ষণ? কী বলছে বাস্তু শাস্ত্র?
বাস্তু শাস্ত্র অনুসারে, বাড়ির কোনও একদিকে যদি অনেক কাক একসঙ্গে বসে থাকে, তার অর্থ সামনে বিপদ ঘনিয়ে আসছে। কোনও বড় বিপর্যয়ের মুখোমুখি হতে চলেছেন আপনি বা আপনার পরিবার। বাড়ির ছাদে কাক বসে নাগাড়ে ডাকতে থাকলে মনে করা হয়, সেই পরিবারে খারাপ সময় আসছে। আবার অনেকের মতে কাক মৃত্যুর খবর ডেকে আনে।
উড়ে যাওয়ার সময় কাক যদি কারও উপর এসে পড়ে, সেটাও অশুভ ইঙ্গিত বলে ধরা হয়। ওই ব্যক্তির স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হতে পারে৷ ব্যাপক আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে।
এই খবরটিও পড়ুন
তবে উড়ন্ত অবস্থায় কাক যদি মানুষের শরীরের কোনও অংশ স্পর্শ করে, সেটিকে আবার শুভ লক্ষণ বলে মনে করা হয়। সামনে অর্থযোগ থাকতে পারে।
যদি কাক উড়ে এসে মাথায় আঘাত করে, সেটা মোটেও ভাল লক্ষণ নয়। শরীর খারাপ হতে পারে, আর্থিক অসুবিধার কারণে আয়ুও হ্রাস পেতে পারে।
বেরনোর সময় যদি কাককে কোনও পাত্র থেকে জল পান করতে দেখেন, তাহলে জানবেন আপনার খুব তাড়াতাড়িই কোনও অর্থপ্রাপ্তি যোগ রয়েছে৷ এছাড়াও, কাককে ঠোঁটে খাবার নিয়ে উড়তে দেখলেও তা শুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয়। এতেও অর্থলাভের সম্ভাবনা তৈরি হয়৷ দুপুরে উত্তর বা পূর্ব দিকে কাকের ডাক শোনা শুভ বলে মনে করা হয়।
অনেকের মতে যদি বাড়ির কাছে এসে কাক ডাকে, তাহলে সেই দিন আপনার বাড়িতে খারাপ কিছু হতে পারে। বিষ্ণুপুরাণ অনুসারে, কাককে পূর্বপুরুষের প্রতীক বলে মনে করা হয়। কাক পূর্বপুরুষদের আগমনের প্রতিনিধিত্ব করে বলে বিশ্বাস করা হয়। পিতৃপক্ষে কাককে কিছু খেতে দিলে বা বাড়িতে কাক এলে তাকে তাড়াতে মানা করা হয়। মনে করা হয় কাকের বেশে পূর্বপুরুষরা এসে জল গ্রহণ করেন।