AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sawan 2024: ৭২ বছর পর বিরল মহাযোগ! শ্রাবণ মাসে এবার বাড়তি পাওনা, হাতে পাবেন ৫টি সোমবার

Sawan Monday: হিন্দু ক্যালেন্ডারের পঞ্চম মাস শ্রাবণের বিশেষ তাৎপর্য রয়েছে।গোটা মাসের প্রতি সোমবার, শিবলিঙ্গ অভিষেক করে পুজো করা করেন ভক্তরা। বাড়িতে তো বটেই, অনেকে শিব মন্দিরে জলাভিষেক, রুদ্রাভিষেক ও অভিষেক ইত্যাদি অনুষ্ঠান করে থাকেন। বাবা বিশ্বনাথের দর্শন পেতে প্রচুর সংখ্যক ভক্তের সমাগম হয়।

Sawan 2024: ৭২ বছর পর বিরল মহাযোগ! শ্রাবণ মাসে এবার বাড়তি পাওনা, হাতে পাবেন ৫টি সোমবার
| Edited By: | Updated on: Jun 24, 2024 | 3:23 PM
Share

আষাঢ় মাস মানেই আর মাত্র একটা গোটা মাস। তারপরই শুরু হবে মহাদেবের প্রিয় মাস, শ্রাবণ মাস। এই মাসের জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন শিবভক্তরা। ক্যালেন্ডার অনুযায়ী, ২২ জুলাই থেকে শুরু হবে শ্রাবণ মাস। জ্যোতিষশাস্ত্র মতে, শ্রাবণ মাস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। তাই এই মাসের গুরুত্ব অনুযায়ী পালিত হয় মহাদেবের পুজোর প্রস্তুতি। এবছর তাই আরও বাড়তি সুযোগ রয়েছে। জ্য়োতিষশাস্ত্র অনুযায়ী, এবারের শ্রাবণ মাসে তৈরি হচ্ছে এক বিরল ও মহাযোগ। প্রায় ৭২ বছর পর, শ্রাবণ মাস শুরু হচ্ছে সোমবার দিয়ে। আবার শেষও হতে চলেছে সোমবার দিয়েই। এখানেই শেষ নয়, এই শ্রাবণ মাসে পড়েছে ৪টি নয়, মোট পাঁচটি সোমবার। এমন বিরল ও মহাযোগের দেরে মহাদেবের আরাধনা ও অভিষেক করা হলে অপার আশীর্বাদ পেতে পারেন শিবভক্তরা।

ক্যালেন্ডার অনুযায়ী, ২২ জুলাই শুরু হচ্ছে শ্রাবণ মাসে। এ দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রীতি যোগ বজায় থাকবে, শ্রাবণ নক্ষত্র থাকবে সকাল থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত। আগামী ১৯ অগস্ট বজায় থাকবে। হিন্দু ক্যালেন্ডারের পঞ্চম মাস শ্রাবণের বিশেষ তাৎপর্য রয়েছে।গোটা মাসের প্রতি সোমবার, শিবলিঙ্গ অভিষেক করে পুজো করা করেন ভক্তরা। বাড়িতে তো বটেই, অনেকে শিব মন্দিরে জলাভিষেক, রুদ্রাভিষেক ও অভিষেক ইত্যাদি অনুষ্ঠান করে থাকেন। বাবা বিশ্বনাথের দর্শন পেতে প্রচুর সংখ্যক ভক্তের সমাগম হয়। তারকেশ্বর-সহ বাংলার বিখ্যাত শিবমন্দিরগুলিতে বাবার মাথায় জল ঢালতে যাত্রা করেন শিবভক্তরা।এবারের শ্রাবণ মাসে পাঁচটি সোমবার পড়ার কারণে, অতিরিক্ত একটি দিন বাড়িত সুযোগ পাবেন।

বিশেষজ্ঞরা জানিয়েছেন,  হিন্দু ধর্মে, সোমবার সাওয়ান মাস শুরু ও শেষে একটি বিরল কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে। ৭২ বছর পর এই বিরল পরিস্থিতি তৈরি হয়েছে। মনে করা হচ্ছে, এই মাসে ভগবান শিবের আরাধনা করলে ভোলেবাবা ভক্তদের দুঃখ ও দারিদ্র কষ্ট দূর করবেন নিমেষের মধ্যে। এছাড়া পূরণ হবে সব ইচ্ছাও। হিন্দু ক্যালেন্ডার মতে, এবারের শ্রাবণ মাস পড়েছে মাত্র ২৯দিন। এই ২৯ দিনে, পাঁচটি সোমবারের একটি বিরল সংমিশ্রণ তৈরি হয়েছে। প্রথম সোমবার পালিত হবে ২২ জুলাই, দ্বিতীয়টি ২৯ জুলাই, তৃতীয়টি ৫ অগস্ট, চতুর্থটি ১২ আগস্ট, পঞ্চম ও ১৯ অগস্টে শেষ সোমবার পালিত হবে। একই সঙ্গে শবন নক্ষত্র ও প্রীতি যোগ তৈরি হয়েছে এই সময়।

সাওয়ান মাসে সাধারণত তিনটি মঙ্গলবার পালিত হয়। এ দিনে ভক্তরা মঙ্গলা গৌরীর উপবাস করেন। এবার মঙ্গলা গৌরী ব্রত পড়ছে চারবার। প্রথম মঙ্গলা গৌরী ব্রত পালিত হবে ২৩ জুলাই, দ্বিতীয়টি৩০ জুলাই, তৃতীয়টি ৬ অগস্ট ও চতুর্থটি ১৩ অগস্ট পড়ছে। মঙ্গলা গৌরীকে দেখতে ও পুজো দিতে কাশীর মন্দিরের প্রচুর ভক্ত ভিড় করে থাকেন।