Saraswati Puja 2025: সরস্বতী পুজোর আগে কুল খেলে কি রেগে যান বাগদেবী? আসল সত্যিটা কী?

Basant Panchami 2025: বাগদেবীর পুজোর অন্যতম নৈবেদ্য হল কুল। এই ফল ছাড়া দেবী সরস্বতী তুষ্ট হন না। এমনটাই ধর্মীয় বিশ্বাস। এও কথিত যে সরস্বতী পুজোর আগে কুল খেলে বাগদেবী রাগ করেন। আসল সত্যিটা কী?

Saraswati Puja 2025: সরস্বতী পুজোর আগে কুল খেলে কি রেগে যান বাগদেবী? আসল সত্যিটা কী?
সরস্বতী পুজোর আগে কুল খেলে কি রেগে যান বাগদেবী? আসল সত্যিটা কী?Image Credit source: Pinterest

Feb 01, 2025 | 7:05 PM

বাজারে হরেকরকমের কুল বিক্রি হচ্ছে। এই মুহূর্তে যেন লাইমলাইটে টোপা কুল, আপেল কুল, নারকেল কুল, টক কুল। সরস্বতী পুজোর আগে অনেকে কুল খায় না। আবার কুল ঠিক এই সময়টাতেই পাওয়া যায়। এ বছর সরস্বতী পুজো পড়েছে দু’দিন। ২ ও ৩ ফেব্রুয়ারি। অন্য বছর গুলোর মতোই পাড়ায় পাড়ায়, স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে হইহই করে পালিত হবে সরস্বতী পুজো। বাগদেবীর পুজোর অন্যতম নৈবেদ্য হল কুল। এই ফল ছাড়া দেবী সরস্বতী তুষ্ট হন না। এমনটাই ধর্মীয় বিশ্বাস। এও কথিত যে সরস্বতী পুজোর (Saraswati Puja) আগে কুল খেলে বাগদেবী রাগ করেন। আসল সত্যিটা কী?

ছেলেবেলা থেকেই অনেকে বাগদেবীর আরাধনার আগে কুল খান না। কিন্তু অনেকে জানেন না এটি তারা কেন মেনে চলেছেন। পৌরাণিক কাহিনি ছাড়াও সরস্বতী পুজোর আগে কুল খাওয়া নিয়ে স্বাস্থ্যকেন্দ্রিক একটি কারণ রয়েছে। একে একে দুই কারণ নিয়ে আলোচনা করা যাক।

পুরাণ মতে, সরস্বতী দেবীকে তুষ্ট করার জন্য একবার কঠোর তপস্যায় মগ্ন হয়েছিলেন মহর্ষি ব্যাসদেব। কিন্তু তপস্যা শুরুর আগেই সরস্বতী দেবী হঠাৎ করেই ব্যসদেবকে দর্শন দেন। ওই সময় ব্যাসদেবের হাতে ছিল একটি কুলের বীজ। দেবী এরপর ব্যাসদেবকে নির্দেশ দেন যে, তপস্যাস্থলে ব্যাসদেবকে পুঁতে দিতে হবে ওই কুলের বীজ। আর তা থেকে চারা হয়ে, গাছ বড় হয়ে সেই কুল গাছে ফল ধরা না পর্যন্ত একটানা তপস্যা চালু রাখতে হবে।

সরস্বতীর আশীর্বাদ স্বরূপ ব্যাসদেবের মাথায় যতক্ষণ না কুল ঝরে পড়বে, ততক্ষণ তপস্যা চালিয়ে যেতে হবে। যে সময় ব্যাসদেবের মাথায় কুল পড়বে বুঝতে হবে সরস্বতী দেবী তুষ্ট হয়েছেন। সেই নির্দেশ মতো তপস্যা করতে থাকেন ব্যাসদেব। দীর্ঘ সময় পর ওই কুল বীজ থেকে চারাগাছ হয়, তা থেকে গাছ হয়। ফল ধরে, সেটি পাকে। এবং দেবীর কথামতো একটি সময় ব্যাসদেবের মাথায় ঝরে পড়ে কুল। আর সেই দিনটি ছিল মাঘ মাসের শুক্লা পক্ষের পঞ্চমী তিথি। হিন্দু ধর্মানুযায়ী, সেইদিন থেকে পালিত হয় বসন্ত পঞ্চমী। প্রাচীনকাল থেকে এখনও পর্যন্ত ওই রীতি মেনে চলেছেন অনেকে। যে কারণে সরস্বতী পুজোয় পুষ্পাঞ্জলি দেওয়ার আগে অবধি অধিকাংশ ব্যক্তিই কুল খান না।

এ তো গেল ধর্মীয় কারণ। স্বাস্থ্যগত কারণটি কী? স্বাস্থ্যগত দিক থেকে দেখতে হলে সরস্বতী পূজার আগে কুল খাওয়া ঠিক নয়। কারণ মাঘ মাসের মাঝামাঝি সময়ের আগে কুল কাঁচা বা কশযুক্ত থাকে। ফলে কাঁচা বা কশযুক্ত কুল যদি কেউ খান, তা হলে শরীরের ক্ষতি হতে পারে।