
Mahashivratri 2025: মহা শিবরাত্রির আগে এই জিনিস আনুন বাড়িতে, উপচে পড়বে মহাদেবের আশীর্বাদ!
Image Credit source: Pinterest
হিন্দুধর্মে মহাশিবরাত্রির বিশেষ মাহাত্ম রয়েছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, মহাশিবরাত্রির (Mahashivratri) আগে কিছু জিনিস ঘরে আনা শুভ বলে মনে করা হয়। সেগুলি ঘরে সুখ ও সমৃদ্ধি বয়ে নিয়ে আসে। আর তা বাড়িতে নিয়ে আসলে মহাদেব আশীর্বাদ দেন। জেনে নেওয়া যাক সেই জিনিসগুলো কী কী।
শিবভক্তরা সারা বছর অধীর আগ্রহে এই মহা শিবরাত্রির জন্য অপেক্ষা করেন। হিন্দুধর্মে মহাশিবরাত্রির বিশেষ তাৎপর্য রয়েছে। প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহা শিবরাত্রি পালিত হয়। এটি বিশ্বাস করা হয় যে, ভগবান শিব এবং দেবী পার্বতী ওই দিন বিয়ে করেছিলেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে, মহাশিবরাত্রির আগে বেশ কিছু জিনিস ঘরে আনা শুভ বলে মনে করা হয়। এই জিনিসগুলি নিয়ে আসলে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে এবং মহাদেব আশীর্বাদ দেন।
মহাশিবরাত্রির শুভ সময় – ২৬ ফেব্রুয়ারি সকাল ১১টা ৮ মিনিটে শুরু হচ্ছে চতুর্দশী তিথি। তা শেষ হবে ২৭ ফেব্রুয়ারি সকাল ০৮টা ৫৪ মিনিটে।
মহাশিবরাত্রির আগে বাড়িতে কী নিয়ে আসবেন?
- রুদ্রাক্ষ ভগবান শিবের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে, ভগবান শিবের কান্নার জল থেকে রুদ্রাক্ষের উৎপত্তি। এমতাবস্থায় কেউ যদি মহাশিবরাত্রির আগে রুদ্রাক্ষ নিজের বাড়িতে নিয়ে আসেন, তা হলে সেই ব্যক্তির পরিবারের উপর মহাদেবের আশীর্বাদ বজায় থাকবে। এছাড়াও এটি ঘরে রাখলে রোগ ব্যাধি দূর হয়।
- মহাশিবরাত্রির আগে পারদের শিবলিঙ্গ বাড়িতে নিয়ে আসতে পারেন। তারপর রোজ এই শিবলিঙ্গের পুজো করতে হবে। এতে বাস্তু দোষ এবং পিতৃদোষের মতো অনেক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। প্রসঙ্গত, মহা শিবরাত্রির আগে বা মহা শিবরাত্রির দিন মহাদেব, পার্বতী সপরিবারের ছবি বাড়িতে নিয়ে আসতে পারেন।
- ভগবান শিবের আশীর্বাদ পেতে চাইলে মহাশিবরাত্রির আগে বাড়িতে কয়েকটি গাছ লাগাতে পারেন। বাড়িতে বেল এবং শামীর মতো গাছ লাগাতে পারেন। এই সব গাছ লাগালে ঘরে পজিটিভ এনার্জিও আসে।